ETV Bharat / state

Udayan Attacks Salim: 'শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবারও পিণ্ডি চটকেছেন', সেলিমকে আক্রমণ উদয়নের

বাম আমলে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে এবার সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে আক্রমণ করলেন তৃণমূল নেতা উদয়ন গুহ (Udayan Guha attacks MD Salim) ৷

Etv Bharat
উদয়ন গুহ
author img

By

Published : Mar 28, 2023, 8:44 PM IST

Updated : Mar 28, 2023, 9:02 PM IST

উদয়ন গুহ

কোচবিহার, 28 মার্চ: বাম আমলে নিয়োগে সিপিএম নেতারা যে দুর্নীতি করেছেন তা একে একে প্রকাশ করবেন বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ৷ সেই মতো মঙ্গলবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি ৷ এদিন তাঁর আক্রমণের নিশানায় ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Udayan Guha facebook post) ৷

ফেসবুক পোস্টে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ লেখেন, "আজ সেলিমের জন্য, এরা সবাই তৃতীয় বিভাগে পাশ করেও প্রাথমিক শিক্ষকের চাকরি করেছেন । বিমল দাস, অঞ্জলি সেন, মলয় রায়, মলয় গুহ নিয়োগী । পর পর আরও আসবে । সেলিম, আপনারা শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবারও পিণ্ডি চটকিয়েছেন ।"

পরে এই পোস্ট প্রসঙ্গে বলতে গিয়ে উদয়ন গুহ বলেন, "এটা স্যাম্পেল । গোডাউন খুললে আরো বেরবে ।" জানা গিয়েছে, উদয়ন গুহ যাঁদের নাম সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁরা একসময় দিনহাটায় সিপিএমের বিভিন্ন শাখা সংগঠনের নেতা-নেত্রী । তবে বর্তমানে তাঁরা চাকরি থেকে অবসর নিয়েছেন । দিনদুয়েক আগেই সংবাদমাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মন্তব্য করেন, "বাম আমলে চাকরি নিয়ে যে ভাগাভাগি হত তার সঙ্গে বাবাও (কমল গুহ) যুক্ত ছিলেন। তিনি দিনহাটা, কোচবিহার-সহ রাজ্যের বিভিন্ন এলাকার যুবকদের চাকরি দিয়েছেন । যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া যদি দুর্নীতি হয়, তাহলে বাবা কমল গুহও দুর্নীতির সাঙ্গে জড়িত ।"

আরও পড়ুন: বিশ্বকবির শিক্ষা ভাবনার সঙ্গে মিল রয়েছে কেন্দ্রীয় শিক্ষানীতির, মত রাষ্ট্রপতির

উদয়ন গুহের এই মন্তব্যের জেরে হইচই পড়ে গিয়েছে রাজ্যজুড়ে । বিরোধীরা যেমন তাঁর মন্তব্যের সমালোচনা করেছেন, তেমনই উদয়ন গুহর গড় দিনহাটাতেও সমালোচনার ঝড় উঠেছে । উদয়ন গুহর এই সোশাল মিডিয়া পোস্টের প্রেক্ষিতে সিপিএম নেতা মহম্মদ সেলিম তাঁকে পালটা কটাক্ষ করে বলেছিলেন "উদয়ন গুহ বাবার পিণ্ডি চটকিয়েছেন।" এদিন সেই প্রসঙ্গ তুলেই পোস্ট করলেন উদয়ন গুহ ৷

উদয়ন গুহ

কোচবিহার, 28 মার্চ: বাম আমলে নিয়োগে সিপিএম নেতারা যে দুর্নীতি করেছেন তা একে একে প্রকাশ করবেন বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ৷ সেই মতো মঙ্গলবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি ৷ এদিন তাঁর আক্রমণের নিশানায় ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Udayan Guha facebook post) ৷

ফেসবুক পোস্টে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ লেখেন, "আজ সেলিমের জন্য, এরা সবাই তৃতীয় বিভাগে পাশ করেও প্রাথমিক শিক্ষকের চাকরি করেছেন । বিমল দাস, অঞ্জলি সেন, মলয় রায়, মলয় গুহ নিয়োগী । পর পর আরও আসবে । সেলিম, আপনারা শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবারও পিণ্ডি চটকিয়েছেন ।"

পরে এই পোস্ট প্রসঙ্গে বলতে গিয়ে উদয়ন গুহ বলেন, "এটা স্যাম্পেল । গোডাউন খুললে আরো বেরবে ।" জানা গিয়েছে, উদয়ন গুহ যাঁদের নাম সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁরা একসময় দিনহাটায় সিপিএমের বিভিন্ন শাখা সংগঠনের নেতা-নেত্রী । তবে বর্তমানে তাঁরা চাকরি থেকে অবসর নিয়েছেন । দিনদুয়েক আগেই সংবাদমাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মন্তব্য করেন, "বাম আমলে চাকরি নিয়ে যে ভাগাভাগি হত তার সঙ্গে বাবাও (কমল গুহ) যুক্ত ছিলেন। তিনি দিনহাটা, কোচবিহার-সহ রাজ্যের বিভিন্ন এলাকার যুবকদের চাকরি দিয়েছেন । যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া যদি দুর্নীতি হয়, তাহলে বাবা কমল গুহও দুর্নীতির সাঙ্গে জড়িত ।"

আরও পড়ুন: বিশ্বকবির শিক্ষা ভাবনার সঙ্গে মিল রয়েছে কেন্দ্রীয় শিক্ষানীতির, মত রাষ্ট্রপতির

উদয়ন গুহের এই মন্তব্যের জেরে হইচই পড়ে গিয়েছে রাজ্যজুড়ে । বিরোধীরা যেমন তাঁর মন্তব্যের সমালোচনা করেছেন, তেমনই উদয়ন গুহর গড় দিনহাটাতেও সমালোচনার ঝড় উঠেছে । উদয়ন গুহর এই সোশাল মিডিয়া পোস্টের প্রেক্ষিতে সিপিএম নেতা মহম্মদ সেলিম তাঁকে পালটা কটাক্ষ করে বলেছিলেন "উদয়ন গুহ বাবার পিণ্ডি চটকিয়েছেন।" এদিন সেই প্রসঙ্গ তুলেই পোস্ট করলেন উদয়ন গুহ ৷

Last Updated : Mar 28, 2023, 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.