ETV Bharat / state

TMC Leaders: দাঁত উপরে ফেলা হবে, পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি উদয়ন গুহ ও পার্থপ্রতীম রায়ের

পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) সময় বোমা-বন্দুক নিয়ে মাস্তানি করতে এলে দাঁত উপরে ফেলা হবে । বিজেপির নাম না করে হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ (Udayan Guha) ও পার্থপ্রতীম রায় (Partha Pratim Roy) ৷

Udayan Guha and Partha Pratim Roy threaten BJP about panchayat elections
Udayan Guha and Partha Pratim Roy threaten BJP about panchayat elections
author img

By

Published : Oct 22, 2022, 12:39 PM IST

দিনহাটা, 22 অক্টোবর: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) সময় কেউ যদি বোমা-বন্দুক নিয়ে সন্ত্রাস করতে আসে তাহলে তাদের ছাড় দেওয়া হবে না । প্রয়োজনে তাদের দাঁত উপরে ফেলতে হবে । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গড় দিনহাটার ভেটাগুড়িতে বিজয়া সম্মিলনী থেকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা । কারও নাম অবশ্য তারা করেননি ।

এ দিনের সভা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) যেমন হুঁশিয়ারি দিয়েছেন পাশাপাশি এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের গলাতেও একই সুর । আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন থেকেই দলীয় কর্মীদের মাঠে নেমে কাজ করা নির্দেশ দেন তৃণমূল নেতৃত্ব । শুক্রবার রাতে ভেটাগুড়িতে তৃণমূলের বিজয়া সম্মিলনীর ডাক দিয়েছিল তৃণমূল নেতৃত্ব । সভায় বক্তব্য রাখতে উঠে এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "সামনে এখন পঞ্চায়েত নির্বাচন । এই নির্বাচনে যদি কেউ সন্ত্রাস করতে চায়, তাহলে তাদের দাঁত উপরে ফেলা হবে ।" পাশাপাশি তিনি বলেন, "2023-এর পঞ্চায়েত নির্বাচনের উপর ভিত্তি করেই 2024-এ কোচবিহার লোকসভা কেন্দ্রটি পুনর্দখল করতে হবে ।"

এরপরই পার্থপ্রতিম রায়ের (Partha Pratim Roy) বক্তব্যকে সহমত পোষণ করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, "গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথে ভোট হবে । আমাদের দলের প্রার্থীরা যেমন প্রার্থী দেবে, বিরোধীরা যদি প্রার্থী দিতে চায় তাদের সহযোগিতা করা হবে । কিন্তু কেউ যদি বোমা-বন্দুক নিয়ে সন্ত্রাস করতে চায়, তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে না । প্রয়োজনে তাদের দাঁত সাড়াশি দিয়ে উপরে ফেলা হবে ।"

পাশাপাশি আসন সংরক্ষণের যে খসড়া তালিকা বেরিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে বহু বুথে সংরক্ষণের গেরোয় বর্তমান পঞ্চায়েত সদস্যরা প্রার্থী হতে পারছেন না । সে প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী (North Bengal Development Minister) কর্মীদের উদ্দেশ্যে বলেন, "সেসব না ভেবে দলের জন্য কাজ করুন । সাধারণ মানুষের জন্য কাজ করুন । দল যদি মনে করে যে কাউকে প্রার্থী করা দরকার, আসন সংরক্ষণের কারণে সে নিজের বুথে প্রার্থী হতে না পারলেও, পরের বুথে তাকে প্রার্থী করা যেতে পারে ।" সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, সভাপতি অভিজিৎ দে ভৌমিক প্রমূখ ।

আরও পড়ুন: বিজয়া সম্মিলনী থেকে বিজেপিকে একহাত সায়নীর

যদিও তৃণমূলের এই বক্তব্যকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব ৷ বিজেপি নেতা অজয় রায় বলেন, "তৃণমূল তো বিধানসভা উপনির্বাচনেও সন্ত্রাস করেছে । সন্ত্রাসের উপর ভর করেই নির্বাচনে জিততে চায় । এ দিনের বক্তব্যেই তা পরিষ্কার ।"

দিনহাটা, 22 অক্টোবর: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) সময় কেউ যদি বোমা-বন্দুক নিয়ে সন্ত্রাস করতে আসে তাহলে তাদের ছাড় দেওয়া হবে না । প্রয়োজনে তাদের দাঁত উপরে ফেলতে হবে । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গড় দিনহাটার ভেটাগুড়িতে বিজয়া সম্মিলনী থেকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা । কারও নাম অবশ্য তারা করেননি ।

এ দিনের সভা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) যেমন হুঁশিয়ারি দিয়েছেন পাশাপাশি এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের গলাতেও একই সুর । আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন থেকেই দলীয় কর্মীদের মাঠে নেমে কাজ করা নির্দেশ দেন তৃণমূল নেতৃত্ব । শুক্রবার রাতে ভেটাগুড়িতে তৃণমূলের বিজয়া সম্মিলনীর ডাক দিয়েছিল তৃণমূল নেতৃত্ব । সভায় বক্তব্য রাখতে উঠে এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "সামনে এখন পঞ্চায়েত নির্বাচন । এই নির্বাচনে যদি কেউ সন্ত্রাস করতে চায়, তাহলে তাদের দাঁত উপরে ফেলা হবে ।" পাশাপাশি তিনি বলেন, "2023-এর পঞ্চায়েত নির্বাচনের উপর ভিত্তি করেই 2024-এ কোচবিহার লোকসভা কেন্দ্রটি পুনর্দখল করতে হবে ।"

এরপরই পার্থপ্রতিম রায়ের (Partha Pratim Roy) বক্তব্যকে সহমত পোষণ করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, "গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথে ভোট হবে । আমাদের দলের প্রার্থীরা যেমন প্রার্থী দেবে, বিরোধীরা যদি প্রার্থী দিতে চায় তাদের সহযোগিতা করা হবে । কিন্তু কেউ যদি বোমা-বন্দুক নিয়ে সন্ত্রাস করতে চায়, তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে না । প্রয়োজনে তাদের দাঁত সাড়াশি দিয়ে উপরে ফেলা হবে ।"

পাশাপাশি আসন সংরক্ষণের যে খসড়া তালিকা বেরিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে বহু বুথে সংরক্ষণের গেরোয় বর্তমান পঞ্চায়েত সদস্যরা প্রার্থী হতে পারছেন না । সে প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী (North Bengal Development Minister) কর্মীদের উদ্দেশ্যে বলেন, "সেসব না ভেবে দলের জন্য কাজ করুন । সাধারণ মানুষের জন্য কাজ করুন । দল যদি মনে করে যে কাউকে প্রার্থী করা দরকার, আসন সংরক্ষণের কারণে সে নিজের বুথে প্রার্থী হতে না পারলেও, পরের বুথে তাকে প্রার্থী করা যেতে পারে ।" সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, সভাপতি অভিজিৎ দে ভৌমিক প্রমূখ ।

আরও পড়ুন: বিজয়া সম্মিলনী থেকে বিজেপিকে একহাত সায়নীর

যদিও তৃণমূলের এই বক্তব্যকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব ৷ বিজেপি নেতা অজয় রায় বলেন, "তৃণমূল তো বিধানসভা উপনির্বাচনেও সন্ত্রাস করেছে । সন্ত্রাসের উপর ভর করেই নির্বাচনে জিততে চায় । এ দিনের বক্তব্যেই তা পরিষ্কার ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.