ETV Bharat / state

মাথাভাঙায় সবজির আড়ালে গাঁজা পাচারের চেষ্টা ,গ্রেপ্তার 2

সবজির আড়ালে গাঁজা পাচারের চেষ্টা ৷ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ কোচবিহারের মাথাভাঙার নিশিগঞ্জ থানা এলাকার ঘটনা ৷

Coochbehar
মাথাভাঙা
author img

By

Published : May 9, 2020, 10:33 PM IST

কোচবিহার , 9 মে : সবজির আড়ালে গাঁজা পাচারের চেষ্টায় দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ঘটনায় 55 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ ৷ কোচবিহারের মাথাভাঙার নিশিগঞ্জ থানা এলাকার ঘটনা ৷

শুক্রবার রাতে কোচবিহার-মাথাভাঙা জাতীয় সড়কে নিশিগঞ্জ থানার OC মোহিতলাল মণ্ডল সহ আরও পুলিশ কর্মী টহলদারির সময় সবজির একটি পিক আপ ভ্যান দেখতে পায় ৷ তা দেখে সন্দেহ হয় পুলিশের ৷ তারা পিক আপ ভ্যানটি আটক করে ৷ এরপর তল্লাশির সময় দেখা যায় সবজির আড়ালে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা চলছিল ৷ তল্লাশি চালিয়ে পাঁচ প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশ ৷ যার পরিমাণ 55 কেজি বলে জানা গেছে ৷

নিশিগঞ্জ থানার পুলিশ সুত্রে জানা যায় , পিকআপ গাড়িটি আটক করা হয়েছে । চালক-সহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে । তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । কোথায় গাঁজা পাচারের চেষ্টা চলছিল বা এই পাচারের পিছনে আরও কেউ জড়িত আছে কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

উল্লেখ্য , গত বুধবার ভোরে নিশিগঞ্জ এলাকায় সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান থেকে প্রায় 31 কেজি গাঁজা উদ্ধার করা হয় ৷ লকডাউনের মধ্যেও এই ধরনের পাচারের ঘটনা বেড়েই চলেছে ৷ যার ফলে চিন্তায় পড়েছে পুলিশ প্রশাসন ৷

কোচবিহার , 9 মে : সবজির আড়ালে গাঁজা পাচারের চেষ্টায় দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ঘটনায় 55 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ ৷ কোচবিহারের মাথাভাঙার নিশিগঞ্জ থানা এলাকার ঘটনা ৷

শুক্রবার রাতে কোচবিহার-মাথাভাঙা জাতীয় সড়কে নিশিগঞ্জ থানার OC মোহিতলাল মণ্ডল সহ আরও পুলিশ কর্মী টহলদারির সময় সবজির একটি পিক আপ ভ্যান দেখতে পায় ৷ তা দেখে সন্দেহ হয় পুলিশের ৷ তারা পিক আপ ভ্যানটি আটক করে ৷ এরপর তল্লাশির সময় দেখা যায় সবজির আড়ালে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা চলছিল ৷ তল্লাশি চালিয়ে পাঁচ প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশ ৷ যার পরিমাণ 55 কেজি বলে জানা গেছে ৷

নিশিগঞ্জ থানার পুলিশ সুত্রে জানা যায় , পিকআপ গাড়িটি আটক করা হয়েছে । চালক-সহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে । তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । কোথায় গাঁজা পাচারের চেষ্টা চলছিল বা এই পাচারের পিছনে আরও কেউ জড়িত আছে কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

উল্লেখ্য , গত বুধবার ভোরে নিশিগঞ্জ এলাকায় সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান থেকে প্রায় 31 কেজি গাঁজা উদ্ধার করা হয় ৷ লকডাউনের মধ্যেও এই ধরনের পাচারের ঘটনা বেড়েই চলেছে ৷ যার ফলে চিন্তায় পড়েছে পুলিশ প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.