ETV Bharat / state

কোরোনা : কোচবিহার মেডিকেলে ভরতি দুই রোগীর রিপোর্ট নেগেটিভ - Corona news update

কোচবিহার মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে থাকা দুই রোগীর রিপোর্ট নেগেটিভ । জানালেন কোচবিহার জেলার মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় ।

Coochbehar
কোচবিহার
author img

By

Published : Apr 15, 2020, 11:37 AM IST

কোচবিহার, 15 এপ্রিল : কোচবিহার মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভরতি থাকা দু'জনেরই কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । তাঁদের মধ্যে এক মহিলা ডায়াবেটিসের সমস্যা নিয়ে হাসপাতালের অন্য ওয়ার্ডে ভরতি ছিলেন । পরে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় । বাকি একজন আইসোলেশন ওয়ার্ডেই ভরতি হয়েছিলেন ।

কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ডায়াবেটিসের সমস্যা নিয়ে হাসপাতালের CCU-তে ভরতি ছিলেন এক মহিলা । গতকাল সকালে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় । চিকিৎসকরা তাঁকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করেন । পাশাপাশি তাঁর নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয় । অন্যদিকে, রবিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এখানকার আইসোলেশন ওয়ার্ডে ভরতি হয়েছিলেন এক ব‍্যক্তি । গতকাল তাঁরও সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । আজ সকালে ওই দুই রিপোর্টই নেগেটিভ এসেছে।

এবিষয়ে কোচবিহার জেলার মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় বলেন, "এক মহিলাসহ দু'জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ।"

কোচবিহার, 15 এপ্রিল : কোচবিহার মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভরতি থাকা দু'জনেরই কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । তাঁদের মধ্যে এক মহিলা ডায়াবেটিসের সমস্যা নিয়ে হাসপাতালের অন্য ওয়ার্ডে ভরতি ছিলেন । পরে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় । বাকি একজন আইসোলেশন ওয়ার্ডেই ভরতি হয়েছিলেন ।

কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ডায়াবেটিসের সমস্যা নিয়ে হাসপাতালের CCU-তে ভরতি ছিলেন এক মহিলা । গতকাল সকালে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় । চিকিৎসকরা তাঁকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করেন । পাশাপাশি তাঁর নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয় । অন্যদিকে, রবিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এখানকার আইসোলেশন ওয়ার্ডে ভরতি হয়েছিলেন এক ব‍্যক্তি । গতকাল তাঁরও সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । আজ সকালে ওই দুই রিপোর্টই নেগেটিভ এসেছে।

এবিষয়ে কোচবিহার জেলার মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় বলেন, "এক মহিলাসহ দু'জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.