ETV Bharat / state

লাল সতর্কতার মধ্যে মাঝনদীতে আটকে দুই ব্যক্তি, উদ্ধার

টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের অধিকাংশ নদীতে জল বাড়ছে । বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদী ৷ মানসাই নদী সংলগ্ন কয়েকটি এলাকায় বন্যাও হয়েছে ৷ যার জেরে প্রায় 400 বাড়ি জলমগ্ন ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে আজ দ্বীজেন সরকার ও সুবল সরকার মাঝনদীর চড়ে ঘাস কাটতে গিয়ে আটকে পড়েন । তাঁদের উদ্ধার করা হয়েছে ।

উদ্ধার হওয়ার পর
author img

By

Published : Jul 25, 2019, 3:27 AM IST

মাথাভাঙা, 25 জুলাই : ভারী বৃষ্টির জেরে জল বাড়ছে কোচবিহারের জলঢাকা নদীতে (স্থানীয় নাম মানসাই ) । কোচবিহার সেচ বিভাগেরর তরফে জারি করা হয়েছে লাল সতর্কতা ৷ কিন্তু, তারমধ্যেই দুই ব্যক্তি মাঝ নদীর চড়ে ঘাস কাটতে গিয়ে আটকে যান ৷ নদীর জল বেড়ে যাওয়ায় ডাঙায় ফিরতে পারছিলেন না তাঁরা । খবর পেয়ে ঘটনাস্থান থেকে তাঁদের উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী । মাথাভাঙার ভাঐরথানা সংলগ্ন মানসাই নদীচড়ের ঘটে ৷

cooch behar
মাঝ নদীর চড় থেকে উদ্ধার দুই ব্যক্তি

টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের অধিকাংশ নদীতে জল বাড়ছে । বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদী ৷ মানসাই নদী সংলগ্ন কয়েকটি এলাকায় বন্যাও হয়েছে ৷ যার জেরে প্রায় 400 বাড়ি জলমগ্ন ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে আজ দ্বীজেন সরকার ও সুবল সরকার মাঝনদীর চড়ে ঘাস কাটতে গিয়ে আটকে পড়েন । খবর যায় শীতলকুচি ব্লকে । BDO ওয়াংদি গ্যালপো ভুটিয়া বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নিয়ে ঘটনাস্থানে আসেন । ওই দুই ব্যক্তিকে উদ্ধার করেন । উদ্ধারের পর ওয়াংদি গ্যালপো ভুটিয়া বলেন, "মাঝনদীতে আটকে পড়েছিলেন দু'জন । খবর পেয়ে আমরা ঘটনাস্থানে যাই । তাঁদের উদ্ধার করা হয় ৷ এখন তাঁরা সুস্থ ।"

coochbehar
নদী থেকে উদ্ধারের সময়

লাল সতর্কতা জারি থাকা সত্ত্বেও কেন নদীতে গেছিলেন? প্রশ্ন শুনে দ্বীজেন ও সুবল জানান, লাল সতর্কতার বিষয়ে তাঁরা জানতেন না । প্রতিদিনের মতো আজও তাঁরা নদীচড়ে ঘাস কাটতে গেছিলেন । যাওয়ার সময় হাঁটু জল ছিল কিন্তু, একটু পরই জল বেড়ে যায় । তাঁরা ভয় পেয়ে গেছিলেন । একজনের কথায়, "মনে হচ্ছিল আজ বেঁচে ফিরব না । কিন্তু, ঠিক সময় আমাদের উদ্ধার করা হয়েছে ।"

মাথাভাঙা, 25 জুলাই : ভারী বৃষ্টির জেরে জল বাড়ছে কোচবিহারের জলঢাকা নদীতে (স্থানীয় নাম মানসাই ) । কোচবিহার সেচ বিভাগেরর তরফে জারি করা হয়েছে লাল সতর্কতা ৷ কিন্তু, তারমধ্যেই দুই ব্যক্তি মাঝ নদীর চড়ে ঘাস কাটতে গিয়ে আটকে যান ৷ নদীর জল বেড়ে যাওয়ায় ডাঙায় ফিরতে পারছিলেন না তাঁরা । খবর পেয়ে ঘটনাস্থান থেকে তাঁদের উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী । মাথাভাঙার ভাঐরথানা সংলগ্ন মানসাই নদীচড়ের ঘটে ৷

cooch behar
মাঝ নদীর চড় থেকে উদ্ধার দুই ব্যক্তি

টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের অধিকাংশ নদীতে জল বাড়ছে । বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদী ৷ মানসাই নদী সংলগ্ন কয়েকটি এলাকায় বন্যাও হয়েছে ৷ যার জেরে প্রায় 400 বাড়ি জলমগ্ন ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে আজ দ্বীজেন সরকার ও সুবল সরকার মাঝনদীর চড়ে ঘাস কাটতে গিয়ে আটকে পড়েন । খবর যায় শীতলকুচি ব্লকে । BDO ওয়াংদি গ্যালপো ভুটিয়া বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নিয়ে ঘটনাস্থানে আসেন । ওই দুই ব্যক্তিকে উদ্ধার করেন । উদ্ধারের পর ওয়াংদি গ্যালপো ভুটিয়া বলেন, "মাঝনদীতে আটকে পড়েছিলেন দু'জন । খবর পেয়ে আমরা ঘটনাস্থানে যাই । তাঁদের উদ্ধার করা হয় ৷ এখন তাঁরা সুস্থ ।"

coochbehar
নদী থেকে উদ্ধারের সময়

লাল সতর্কতা জারি থাকা সত্ত্বেও কেন নদীতে গেছিলেন? প্রশ্ন শুনে দ্বীজেন ও সুবল জানান, লাল সতর্কতার বিষয়ে তাঁরা জানতেন না । প্রতিদিনের মতো আজও তাঁরা নদীচড়ে ঘাস কাটতে গেছিলেন । যাওয়ার সময় হাঁটু জল ছিল কিন্তু, একটু পরই জল বেড়ে যায় । তাঁরা ভয় পেয়ে গেছিলেন । একজনের কথায়, "মনে হচ্ছিল আজ বেঁচে ফিরব না । কিন্তু, ঠিক সময় আমাদের উদ্ধার করা হয়েছে ।"

Intro:বিপর্যয়ে লাল সতর্কতা কি জানত না ওরা ! , মাঝ নদীতে আটকে থাকা দুই ব্যক্তি,বাঁচিয়ে ফেরালেন বিপর্যয় মোকাবিলা কর্মীরা ৷

কোচবিহার :২৪ জুলাই


উত্তরবঙ্গের অধিকাংশ নদীতে জল বাড়ছে , পাহাড় এলাকার ভারি বৃষ্টির জেরে জল বিপদ সীমার মধ্যে প্রবাহিত হচ্ছে ৷কোচবিহারের জলঢাকা নদী (স্থানীয় নাম মানসাই ) নদীতে সেচ দপ্তর থেকে জারি হয় লাল সতর্কতা ৷সূত্রে খবর ,ঐ নদীর উত্স অঞ্চল সিকিম থেকে ভুটান এবং ভারতের পাহাড়ি অঞ্চল সহ সমতলের বিস্তীর্ণ অববাহিকায় ভারি বৃষ্টিপাতের জেরে জল বাড়তে শুরু করে ৷সেই মোতাবেক জলঢাকা নদীর প্রবাহ পথের কোচবিহারের এলাকায় প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয় লাল সতর্কতা ৷মানসাঁই নদীর অসংরক্ষিত কিছু এলাকায় দেখা দেয় বন্যা ৷ কোচবিহারের মাথাভাঙ্গার শহর সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় প্রায় ৪০০ বাড়ি জলমগ্ন হয়ে পড়ে ৷ মানসাই (জলঢাকা )নদীর জল নদী সংলগ্ন অসংরক্ষিত এলাকায় ঢুকে যায় ,প্লাবিত হয় প্রায় ৪০০ বাড়ি ৷

এদিন দুপুরে প্রশাসনের লাল সতর্কতা উপেক্ষা করে দুই ব্যক্তি মাঝ নদীর চড়ে ঘাস কাটতে গিয়ে আটকে যান ৷
নদীর জল বেড়ে যাওয়ায় মাঝ নদীর বালু চরে আটকে পড়েন ।মাথাভাঙ্গার ভাঐরথানা সংলগ্ন মানসাই নদী চড়ে এমন ঘটনা ঘটে ৷

দ্বিজেন সরকার ও সুবল সরকার নামে দুই ব্যক্তি হাঁটু জল পার হয়ে মানসাই নদীর বালুর চরে ঘাস কাটতে গেছেন । কিন্তু দুপুরের পরেই নদীতে জল বেড়ে যায় , এলাকায় প্রশাসনের তরফে জারি হয় লাল সতর্কতা।


এরপর,খবর দেওয়া হয় ব্লক প্রশাসনকে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা টিম পাঠালে, প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় উভয় ব্যাক্তিকেই উদ্ধার করা সম্ভব হয়।


উদ্ধার কাজের সময় মাথাভাঙ্গা মহকুমার শীতলকুচি ব্লকের বিডিও ওয়াংদি গ্যালপো ভুটিয়া ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এই বিষয়ে শীতলকুচির বিডিও জানান "মাঝ নদীতে আটকে পড়ে দুই ব্যক্তি , খবর পেয়েই দ্রূত মাঝ নদীতে আটকে থাকা দুই ব্যক্তিকে উদ্ধার চেষ্টা করা হয় । অবশেষে তাঁদের উদ্দার করা হয় ৷ বর্তমানে তাঁরা সুস্থ রয়েছেন।"

মাঝ নদীতে আটকে গিয়ে এমন বিপদ সম্পর্কে বলতে গিয়ে দিজেন সরকার এবং সুবল সরকার জানান " লাল সতর্কতা কি জানি না ,প্রতিদিনের মত আজও গেছি নদী চড়ে ঘাস কাটতে ,যাবার সময় হাঁটু জল ছিল ,কিন্তূ একটূ পরেই গোটা নদী জলে ভরে যায় ,ভেবেছিলাম আজ বেঁচে ফিরব না "৷

মাঝ নদীথেকে দুইজনকে উদ্দার করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ,সহযোগীতা করেছেন স্থানীয় বাসিন্দারা ৷Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.