ETV Bharat / state

10 মিনিটে সোনার গয়না পরিষ্কার, প্রতারিত 2 মহিলা - news update in coochbehar today

সোনার গয়না পরিস্কারের নামে প্রতারণার শিকার দুই মহিলা । প্রায় ৭০ হাজার টাকার সোনার গয়না নিয়ে গেল দুই যুবক । কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের সরকার পাড়ার ঘটনা ৷

প্রতারিত মহিলা
author img

By

Published : Nov 23, 2019, 12:57 PM IST

মেখলিগঞ্জ, 23 নভেম্বর : সোনার গয়না পরিষ্কারের নামে তা নিয়ে চম্পট দিল দুই যুবক । শুক্রবার দুই প্রতারকের প্রতারণার খপ্পরে পড়েন এবার মেখলিগঞ্জের আজিনা বেগম ও লাখি খাতুন নামে দুই মহিলা ।

4 মাস আগেও ঠিক একই ভাবে মাথাভাঙা পৌরসভায় প্রতারিত হয় দুই পরিবারের মহিলা । মেখলিগঞ্জের দুই মহিলার কাছ থেকে প্রায় 70 হাজার টাকার সোনার গয়না নিয়ে পালাল ওই দুই প্রতারক ।

জানা যায়, প্রতারক দুই যুবক পুরোনো গয়না পরিষ্কারের জন্য আসে ৷ আর বলে, মাত্র 10 মিনিটে পুরোনো গহনা পরিষ্কার করে দেবে । প্রতারকের কথামতো দুই মহিলা তাঁদের গয়না খুলে দেন । তারপর গহনাগুলি প্রতারকেরা একটি রাসায়নিক তরলে ডুবিয়ে দেয় । 10 মিনিট পরে গয়নাগুলি বের করে নিতে বলে তারা চলে যায় ।

প্রতারিত মহিলা

10 মিনিট পর দেখা গেল গয়না নেই ওই তরলে । ছিল কিছু পাথর । আর ততক্ষণে প্রতারকরা সোনার গহনা নিয়ে পালিয়ে যায় । সোনা নিয়ে পালিয়ে যাওয়ার খবর পেয়ে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ । থানায় লিখিত অভিযোগ করা হয়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ ।

মেখলিগঞ্জ, 23 নভেম্বর : সোনার গয়না পরিষ্কারের নামে তা নিয়ে চম্পট দিল দুই যুবক । শুক্রবার দুই প্রতারকের প্রতারণার খপ্পরে পড়েন এবার মেখলিগঞ্জের আজিনা বেগম ও লাখি খাতুন নামে দুই মহিলা ।

4 মাস আগেও ঠিক একই ভাবে মাথাভাঙা পৌরসভায় প্রতারিত হয় দুই পরিবারের মহিলা । মেখলিগঞ্জের দুই মহিলার কাছ থেকে প্রায় 70 হাজার টাকার সোনার গয়না নিয়ে পালাল ওই দুই প্রতারক ।

জানা যায়, প্রতারক দুই যুবক পুরোনো গয়না পরিষ্কারের জন্য আসে ৷ আর বলে, মাত্র 10 মিনিটে পুরোনো গহনা পরিষ্কার করে দেবে । প্রতারকের কথামতো দুই মহিলা তাঁদের গয়না খুলে দেন । তারপর গহনাগুলি প্রতারকেরা একটি রাসায়নিক তরলে ডুবিয়ে দেয় । 10 মিনিট পরে গয়নাগুলি বের করে নিতে বলে তারা চলে যায় ।

প্রতারিত মহিলা

10 মিনিট পর দেখা গেল গয়না নেই ওই তরলে । ছিল কিছু পাথর । আর ততক্ষণে প্রতারকরা সোনার গহনা নিয়ে পালিয়ে যায় । সোনা নিয়ে পালিয়ে যাওয়ার খবর পেয়ে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ । থানায় লিখিত অভিযোগ করা হয়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:সোনার গয়না পরিস্কারে মিলল পাথর , প্রতারণার স্বীকার দুই গৃহবধূ ,সোনা নিয়ে চম্পট চোর ৷

কোচবিহার :২২ নভেম্বর :


মেখলিগঞ্জে সোনার গয়না পরিস্কারের নামে প্রতারণার স্বীকার দুই গৃহবধূ ,প্রায় ৭০ হাজার টাকার সোনার গয়না ঐ অভিনব কায়দায় নিয়ে গেলো দুই যুবক ৷ কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভার নয় নং ওয়ার্ডের সরকার পাড়ার ঘটনা ৷ আজিনা বেগম ও লাখি খাতুন নামে ওই দুই গৃহবধূ ঐ খপ্পরে পড়েন ৷ জানা গেছে শুক্র বার দুপুরে দুই যুবক তাদের কে বলেন পুরোনো গয়না পরিষ্কার করে দেন তারা ,মাত্র ১০ মিনিটে পরিষ্কার হবে ৷
সেইমত দুইজনের সোনার গয়না বের করে দেন ,এরপর ,১০-থেকে ১৫ মিনিটে গয়না নিয়ে বেপাত্তা ওই দুই যুবক ৷ খবর পেয়ে ছুটে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷ লিখিত অভিযোগ দায়ের হয় থানায় ৷

আজিনা বেগম জানান "সোনা পরিষ্কার করবে বলে দেই ,কিন্তু ,পড়ে দেখি পাথর "৷Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.