ETV Bharat / state

Bye-Election : মুখোমুখি দুই প্রাক্তন সতীর্থ, 'খেলা' জমে উঠেছে দিনহাটায়

দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল বনাম বিজেপির ক্ষমতা দখলের লড়াইয়ে রীতিমতো জমে উঠেছে রাজনৈতিক 'খেলা' ৷ 2021 সালের নির্বাচনে এই আসনে প্রায় 45 শতাংশ ভোট বাড়িয়েছে বিজেপি ৷ উদয়ন গুহকে 'মাত্র' 57 ভোটের ব্যবধানে হারান নিশীথ প্রামাণিক ৷ বিশ্লেষণে শুভঙ্কর সাহা ৷

By-Election
মুখোমুখি দুই প্রাক্তন সতীর্থ, 'খেলা' জমে উঠছে দিনহাটায়
author img

By

Published : Oct 27, 2021, 7:48 PM IST

কোচবিহার, 27 অক্টোবর : দুর্গাপুজো শেষ ৷ গোটা বাংলা যখন দীপাবলির প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নির্বাচনী ব্যস্ততা কোচবিহার জেলার সীমান্তবর্তী মহকুমা শহর দিনহাটায় । আগামী 30 অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন । বামেরা প্রার্থী দিলেও এই কেন্দ্রে লড়াই মূলত দ্বিমুখী ৷ তৃণমূল বনাম বিজেপির ক্ষমতা দখলের লড়াইয়ে রীতিমতো জমে উঠেছে রাজনৈতিক 'খেলা' ৷

দীর্ঘদিন এই বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্টের কমল গুহ জয়ী হয়ে মন্ত্রী হয়েছিলেন । পরবর্তীতে 2006 সালে কমল গুহের পুত্র উদয়ন গুহ এই কেন্দ্রে প্রার্থী হন। তাঁর বিপরীতে ছিলেন সেসময়ের তৃণমূল প্রার্থী অশোক মণ্ডল । নির্বাচনে তিন হাজারের বেশি ভোটে জেতেন অশোক মণ্ডল ৷ এরপর 2011 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের টিকিটে দ্বিতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামেন উদয়ন গুহ । সেবার তৃণমূল- NCP জোটের প্রার্থী অমিয় সরকারকে পরাজিত করে প্রথমবারের জন্য বিধায়ক হন তিনি ।

এরপর 2015 সাল থেকেই ক্রমশ বদলাতে শুরু করে দিনহাটার রাজনৈতিক চিত্র ৷ 1 অক্টোবর, 2015-তে ফরওয়ার্ড ব্লক ছেড়ে জোড়াফুল শিবিরে যোগ দেন উদয়ন গুহ ৷ 2016 সালের বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হন ৷ ঠিক তার বছরদুয়েক পরেই শিবির বদলান তৃণমূলের অশোক মণ্ডলও ৷ 2017 সালে ভারতীয় জনতা পার্টিতে আসেন তিনি ৷ এরপর থেকেই গোটা রাজ্যের মতোই দিনহাটাতেও গেরুয়াশিবিরের উত্থান চোখে পড়ার মতো ৷ 2021 সালের নির্বাচনে এই আসনে প্রায় 45 শতাংশ ভোট বাড়িয়েছে বিজেপি ৷ উদয়ন গুহকে 'মাত্র' 57 ভোটের ব্যবধানে হারান নিশীথ প্রামাণিক ৷

আরও পড়ুন : Amarinder Singh : গড়ছেন নতুন দল, বিজেপির সঙ্গে জোটের ইঙ্গিত ক্য়াপ্টেনের

রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসায় বিধায়ক পদে শপথ নেননি তিনি । ফলে আগামী 30 অক্টোবর আবার ভোটের ময়দানে মুখোমুখি হবে রাজনৈতিক প্রতিপক্ষরা । গেরুয়াশিবির প্রার্থী করেছে অশোক মণ্ডলকে ৷ অন্যদিকে উদয়ন গুহতেই ফের ভরসা রেখেছে জোড়াফুল নেতৃত্ব ৷ অর্থাৎ আর কয়েকদিন পরেই ব্যালটবক্সে মুখোমুখি হবেন একদা দুই রাজনৈতিক সতীর্থ ৷ ইতিমধ্যেই তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল যুবর রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ, ফিরহাদ হাকিমরা । অন্যদিকে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকরা । ফলে নির্বাচনের ফলাফল কি হবে তা নিয়ে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে দিনহাটায় । তবে চলতি বছরের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির হাওয়া, সাংগঠনিক শক্তি প্রবল থাকা সত্ত্বেও মাত্র 57 ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক । কিন্তু বিধানসভা নির্বাচনের পর রাজ্যে তৃণমূল ক্ষমতায় চলে আসায় দিনহাটাতে বিজেপির বহু নেতা-কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন । এমনকি দলের জেলা সম্পাদক সুদেব কর্মকারও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন । ফলে এইমুহূর্তে দিনহাটায় বিজেপির সংগঠন কার্যত নেই বললেই চলে ।

মুখোমুখি দুই প্রাক্তন সতীর্থ, 'খেলা' জমে উঠেছে দিনহাটায়

আরও পড়ুন : Mamata Banerjee: জিটিএ নির্বাচনের ইঙ্গিত, পাহাড়ে শীঘ্রই লাগু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা

ফলে একাধিক জায়গায় ভোট প্রচার করতে গিয়ে বাধা পেতে হয়েছে গেরুয়াশিবিরকে । যে কোনো প্রচারেই বাইরে থেকে নেতা-কর্মী এনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে ভোট প্রচার করতে হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দলকে ৷

বিজেপি প্রার্থী অশোক মণ্ডল অবশ্য বলেছেন, "গত বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূলের সন্ত্রাসে বিজেপি কর্মীরা ভয়ে ঘরে ঢুকেছিল । কিন্তু তারা বিজেপির সঙ্গেই আছে এবং আমার বিশ্বাস বিজেপি কর্মীদের পাশাপাশি দিনহাটা বিধানসভা কেন্দ্রের মানুষ আমাকে ভোট দিয়ে এবারের নির্বাচনে জয়ী করবে ।"

অন্যদিকে দিনহাটাতে দাপিয়ে প্রচার করছে তৃণমূল । উদয়ন গুহ বলছেন, "দিনহাটাতে বিজেপির কেউ নেই । যারা ছিল সবাই তৃণমূলে যোগ দিয়েছে । বাইরে থেকে লোক এনে ওদের ভোট প্রচার করতে হয়েছে । পরিস্থিতি এমনই যে পোলিং এজেন্ট দেওয়ার লোক পাবে না ওরা । কাজেই নির্বাচনে দিনহাটার মানুষ এবার আমাকেই জয়ী করবে ।"

কোচবিহার, 27 অক্টোবর : দুর্গাপুজো শেষ ৷ গোটা বাংলা যখন দীপাবলির প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নির্বাচনী ব্যস্ততা কোচবিহার জেলার সীমান্তবর্তী মহকুমা শহর দিনহাটায় । আগামী 30 অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন । বামেরা প্রার্থী দিলেও এই কেন্দ্রে লড়াই মূলত দ্বিমুখী ৷ তৃণমূল বনাম বিজেপির ক্ষমতা দখলের লড়াইয়ে রীতিমতো জমে উঠেছে রাজনৈতিক 'খেলা' ৷

দীর্ঘদিন এই বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্টের কমল গুহ জয়ী হয়ে মন্ত্রী হয়েছিলেন । পরবর্তীতে 2006 সালে কমল গুহের পুত্র উদয়ন গুহ এই কেন্দ্রে প্রার্থী হন। তাঁর বিপরীতে ছিলেন সেসময়ের তৃণমূল প্রার্থী অশোক মণ্ডল । নির্বাচনে তিন হাজারের বেশি ভোটে জেতেন অশোক মণ্ডল ৷ এরপর 2011 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের টিকিটে দ্বিতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামেন উদয়ন গুহ । সেবার তৃণমূল- NCP জোটের প্রার্থী অমিয় সরকারকে পরাজিত করে প্রথমবারের জন্য বিধায়ক হন তিনি ।

এরপর 2015 সাল থেকেই ক্রমশ বদলাতে শুরু করে দিনহাটার রাজনৈতিক চিত্র ৷ 1 অক্টোবর, 2015-তে ফরওয়ার্ড ব্লক ছেড়ে জোড়াফুল শিবিরে যোগ দেন উদয়ন গুহ ৷ 2016 সালের বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হন ৷ ঠিক তার বছরদুয়েক পরেই শিবির বদলান তৃণমূলের অশোক মণ্ডলও ৷ 2017 সালে ভারতীয় জনতা পার্টিতে আসেন তিনি ৷ এরপর থেকেই গোটা রাজ্যের মতোই দিনহাটাতেও গেরুয়াশিবিরের উত্থান চোখে পড়ার মতো ৷ 2021 সালের নির্বাচনে এই আসনে প্রায় 45 শতাংশ ভোট বাড়িয়েছে বিজেপি ৷ উদয়ন গুহকে 'মাত্র' 57 ভোটের ব্যবধানে হারান নিশীথ প্রামাণিক ৷

আরও পড়ুন : Amarinder Singh : গড়ছেন নতুন দল, বিজেপির সঙ্গে জোটের ইঙ্গিত ক্য়াপ্টেনের

রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসায় বিধায়ক পদে শপথ নেননি তিনি । ফলে আগামী 30 অক্টোবর আবার ভোটের ময়দানে মুখোমুখি হবে রাজনৈতিক প্রতিপক্ষরা । গেরুয়াশিবির প্রার্থী করেছে অশোক মণ্ডলকে ৷ অন্যদিকে উদয়ন গুহতেই ফের ভরসা রেখেছে জোড়াফুল নেতৃত্ব ৷ অর্থাৎ আর কয়েকদিন পরেই ব্যালটবক্সে মুখোমুখি হবেন একদা দুই রাজনৈতিক সতীর্থ ৷ ইতিমধ্যেই তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল যুবর রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ, ফিরহাদ হাকিমরা । অন্যদিকে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকরা । ফলে নির্বাচনের ফলাফল কি হবে তা নিয়ে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে দিনহাটায় । তবে চলতি বছরের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির হাওয়া, সাংগঠনিক শক্তি প্রবল থাকা সত্ত্বেও মাত্র 57 ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক । কিন্তু বিধানসভা নির্বাচনের পর রাজ্যে তৃণমূল ক্ষমতায় চলে আসায় দিনহাটাতে বিজেপির বহু নেতা-কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন । এমনকি দলের জেলা সম্পাদক সুদেব কর্মকারও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন । ফলে এইমুহূর্তে দিনহাটায় বিজেপির সংগঠন কার্যত নেই বললেই চলে ।

মুখোমুখি দুই প্রাক্তন সতীর্থ, 'খেলা' জমে উঠেছে দিনহাটায়

আরও পড়ুন : Mamata Banerjee: জিটিএ নির্বাচনের ইঙ্গিত, পাহাড়ে শীঘ্রই লাগু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা

ফলে একাধিক জায়গায় ভোট প্রচার করতে গিয়ে বাধা পেতে হয়েছে গেরুয়াশিবিরকে । যে কোনো প্রচারেই বাইরে থেকে নেতা-কর্মী এনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে ভোট প্রচার করতে হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দলকে ৷

বিজেপি প্রার্থী অশোক মণ্ডল অবশ্য বলেছেন, "গত বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূলের সন্ত্রাসে বিজেপি কর্মীরা ভয়ে ঘরে ঢুকেছিল । কিন্তু তারা বিজেপির সঙ্গেই আছে এবং আমার বিশ্বাস বিজেপি কর্মীদের পাশাপাশি দিনহাটা বিধানসভা কেন্দ্রের মানুষ আমাকে ভোট দিয়ে এবারের নির্বাচনে জয়ী করবে ।"

অন্যদিকে দিনহাটাতে দাপিয়ে প্রচার করছে তৃণমূল । উদয়ন গুহ বলছেন, "দিনহাটাতে বিজেপির কেউ নেই । যারা ছিল সবাই তৃণমূলে যোগ দিয়েছে । বাইরে থেকে লোক এনে ওদের ভোট প্রচার করতে হয়েছে । পরিস্থিতি এমনই যে পোলিং এজেন্ট দেওয়ার লোক পাবে না ওরা । কাজেই নির্বাচনে দিনহাটার মানুষ এবার আমাকেই জয়ী করবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.