কোচবিহার, 19 সেপ্টেম্বর : বছর পনেরোর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ তুলে প্রতিবাদ করায় জখম দুই ৷ মারধরের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে ৷ মূল অভিযুক্ত এখনও পলাতক ৷ কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি থানা এলাকার ঘটনা । জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।
শুক্রবার গভীর রাতে নির্যাতিতার তুতো দাদা লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগ, প্রতিবেশী যুবক তপন রায় বেশ কিছু দিন ধরে তাঁর তুতো বোনকে উত্ত্যক্ত করত । কুপ্রস্তাব দিত । শুক্রবার সন্ধ্যায় বাড়িতে একা ছিল কিশোরী । ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে তপন রায় তাকে ধর্ষণ করে পালিয়ে যায় ।
এরপর , এলাকার বাসিন্দারা বিষয়টি জানতে পারেন । সেই রাতেই অভিযুক্ত যুবকের বাড়িতে যান নির্যাতিতার বাবা ও তুতো দাদা ৷ তখনই তপন রায় তাঁদের দুজনকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে বলে অভিযোগ ৷ প্রতিবেশীরা পরে দু'জনকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন : রাজগঞ্জে কিশোরীকে গণধর্ষণে ধৃত 3, বাকিদের খোঁজে তল্লাশি জারি
প্রাথমিক চিকিৎসার পর তুতো দাদাকে ছেড়ে দেওয়া হলেও নির্যাতিতার বাবার মাথায় চারটি সেলাই করা হয় । এরপরেও শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
শুক্রবার রাতেই তপন রায়ের বিরুদ্ধে হলদিবাড়ি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় কিশোরীর পরিবারের তরফে । এছাড়া কিশোরীর বাবা ও তুতো দাদাকে মারধরের ঘটনায় আরও তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় । হলদিবাড়ি থানার IC দেবাশিস বসুর নেতৃত্বে মারধরের ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয় । তবে মূল অভিযুক্ত তপন রায় এখনও পলাতক ৷ আজ ধৃতদের মেখলিগঞ্জ মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয় ৷
হলদিবাড়ি থানার IC দেবাশিস বসু জানান, “ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । তিন জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 326 ধারায় মামলা রুজু করা হয়েছে । ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চলছে ।”