কোচবিহার, ১৬ মার্চ : কয়েকঘণ্টার ব্যবধানে ফের কোচবিহারে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ধৃতের নাম আনন্দ দাস। তাঁর কাছ থেকে একটি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
গতকাল রাতে পুণ্ডিবাড়ি থানার টাকাগাছ এলাকা থেকে একটি দেশি বন্দুক সহ জামির আলি নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। এর কয়েকঘণ্টা পরই মাথাভাঙা থানার কলেজ মোড় এলাকা থেকে একটি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ সহ আনন্দ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রাতে পুলিশি টহলের সময় আনন্দকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে মাথাভাঙা থানার পুলিশ। আটক করা হয় তাকে। তার কাছ থেকে অস্ত্র উদ্ধারের পর গ্রেপ্তার করে মাথাভাঙা থানার পুলিশ।
কোচবিহার পুলিশ সুপার অভিষেক গুপ্তা বলেন, "কী জন্য আগ্নেয়াস্ত্র রেখেছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
গত পঞ্চায়েত নির্বাচনের সময় কোচবিহারে ব্যাপক গুলি ও বোমাবাজির অভিযোগ ওঠে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী। এরপর পুলিশ অভিযানে নেমে প্রচুর বোমা ও বন্দুক উদ্ধার করে। জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত প্রায় ৪৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর পুলিশি অভিযান আরও জোরালো হয়েছে। আর তার জেরেই কয়েকঘণ্টার ব্যবধানে দু'জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ।