ETV Bharat / state

Tulsi: তুলসি দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রিতে সম্মেলন - Tulsi

কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে তুলসি গ্রাম কনক্লেভ কাম বায়ার সেলার মিট অনুষ্ঠিত হল কোচবিহারে (A Tulsi Conference) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 24, 2022, 10:46 PM IST

কোচবিহার, 24 সেপ্টেম্বর: তুলসি পাতা দিয়ে তৈরি হয়েছে তুলসি সাবান ৷ তুলসি ধুপ কিংবা আমলা ক্যান্ডি । এছাড়া ভেষজ পদ্ধতিতে তৈরি হয়েছে হলুদ গুঁড়ো, কুলেখারা সিরাপ, কালমেঘ সিরাপ । স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ওইসব জিনিসগুলি তৈরি করেছেন । কিন্তু সেগুলি তো বিক্রি করতে হবে তাই কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে তুলসি গ্রাম কনক্লেভ কাম বায়ার সেলার মিট অনুষ্ঠিত হলো কোচবিহারে । কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় উৎসব অডিটোরিয়ামে এই কনক্লেভের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় প্রমুখ (A Tulsi Conference)।

জানা গিয়েছে, কয়েক বছর আগে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাটাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের ভেলাপেটা গ্রামে স্থানীয় আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার বাসব কান্তি দিন্ডার উদ্যোগে তুলসি চাষ শুরু হয় । এরপর ওই এলাকায় ধীরে ধীরে বেশ কিছু বাড়িতে সেই তুলসির চাষ শুরু হয় । পরবর্তীতে সরকার সহযোগিতা এগিয়ে আসে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাকে সাহায্য করা হয় । 2019 সালে তুলসি গ্রাম আন্তর্জাতিক জাতীয় বিজ্ঞান উৎসবে সেরা স্বীকৃতি পায় । ধীরে ধীরে গ্রামের বহু মানুষ প্রত্যক্ষভাবে ওই চাষের সঙ্গে যুক্ত হয় । সরকারি সহযোগিতায় তৈরি হয় তুলসি সাবান, তুলসি ধূপ, আমলা ক্যান্ডি, হলুদ গুঁড়ো, কুলেখাড়া সিরাপ থেকে কালো মেঘ সিরাপ ।

তুলসি দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী

আরও পড়ুন: বাংলা ভাগের বিরোধিতায় শনিতে সকলকে পথে নামার ডাক উদয়নের

কিন্তু এসব তো বাজারজাত করতে হবে। তাই শনিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বায়ার সেলার সম্মেলন অনুষ্ঠিত হয় । এদিন আসাম ও পশ্চিমবাংলার প্রায় 30 ও 35 জন ক্রেতা হাজির ছিলেন । কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "তুলসি দিয়ে যেসব জিনিসপত্র উৎপাদন হয়েছে সেসব বিক্রি করার উদ্দেশ্যে এই দিন বায়ার সেলার মিট করা হল । আগামীতে জেলার আরও বেশ কিছু ব্লকে এই চাষ করা হবে ।"

কোচবিহার, 24 সেপ্টেম্বর: তুলসি পাতা দিয়ে তৈরি হয়েছে তুলসি সাবান ৷ তুলসি ধুপ কিংবা আমলা ক্যান্ডি । এছাড়া ভেষজ পদ্ধতিতে তৈরি হয়েছে হলুদ গুঁড়ো, কুলেখারা সিরাপ, কালমেঘ সিরাপ । স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ওইসব জিনিসগুলি তৈরি করেছেন । কিন্তু সেগুলি তো বিক্রি করতে হবে তাই কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে তুলসি গ্রাম কনক্লেভ কাম বায়ার সেলার মিট অনুষ্ঠিত হলো কোচবিহারে । কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় উৎসব অডিটোরিয়ামে এই কনক্লেভের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় প্রমুখ (A Tulsi Conference)।

জানা গিয়েছে, কয়েক বছর আগে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাটাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের ভেলাপেটা গ্রামে স্থানীয় আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার বাসব কান্তি দিন্ডার উদ্যোগে তুলসি চাষ শুরু হয় । এরপর ওই এলাকায় ধীরে ধীরে বেশ কিছু বাড়িতে সেই তুলসির চাষ শুরু হয় । পরবর্তীতে সরকার সহযোগিতা এগিয়ে আসে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাকে সাহায্য করা হয় । 2019 সালে তুলসি গ্রাম আন্তর্জাতিক জাতীয় বিজ্ঞান উৎসবে সেরা স্বীকৃতি পায় । ধীরে ধীরে গ্রামের বহু মানুষ প্রত্যক্ষভাবে ওই চাষের সঙ্গে যুক্ত হয় । সরকারি সহযোগিতায় তৈরি হয় তুলসি সাবান, তুলসি ধূপ, আমলা ক্যান্ডি, হলুদ গুঁড়ো, কুলেখাড়া সিরাপ থেকে কালো মেঘ সিরাপ ।

তুলসি দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী

আরও পড়ুন: বাংলা ভাগের বিরোধিতায় শনিতে সকলকে পথে নামার ডাক উদয়নের

কিন্তু এসব তো বাজারজাত করতে হবে। তাই শনিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বায়ার সেলার সম্মেলন অনুষ্ঠিত হয় । এদিন আসাম ও পশ্চিমবাংলার প্রায় 30 ও 35 জন ক্রেতা হাজির ছিলেন । কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "তুলসি দিয়ে যেসব জিনিসপত্র উৎপাদন হয়েছে সেসব বিক্রি করার উদ্দেশ্যে এই দিন বায়ার সেলার মিট করা হল । আগামীতে জেলার আরও বেশ কিছু ব্লকে এই চাষ করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.