কোচবিহার,17 ফেব্রুয়ারি : তৃণমূলের সভার আগের রাতে সভামঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে তুফানগঞ্জ -2 নম্বর ব্লকের বক্সিরহাট বাজারে এই ঘটনা ঘটেছে। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ভাঙচুর চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তাদের পালটা অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ওই ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা বাড়ছে কোচবিহারে। বিভিন্ন গ্রামের ক্ষমতা দখলকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে উঠছে। এরইমধ্যে বুধবার বিকেলে তুফানগঞ্জ-2 নম্বর ব্লকের বক্সিরহাট বাজারে তৃণমূলের জনসভা ছিল । সেই সভা উপলক্ষে মঙ্গলবার বিকেলে সভামঞ্চ বাধার কাজ শেষ হয়। এরপর বুধবার ভোরে স্থানীয় তৃণমূল কর্মীরা দেখতে পান সেই সভামঞ্চ ভাঙচুর করা হয়েছে। ফ্ল্যাগ-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের ভানুকুমারী -1 অঞ্চল সভাপতি বরেন সরকার বলেন, "বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই সভামঞ্চ ভাঙচুর করেছে।" যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযোজক বিমল পাল বলেন, "তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে ওই ঘটনা ঘটেছে।" ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ।