ETV Bharat / state

Udayan Guha: এবার টাকা দিয়ে পঞ্চায়েতে প্রধান হওয়া যাবে না, বিস্ফোরক তৃণমূলের উদয়ন

2023 সালে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) ৷ সেই ভোট নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Bengal Minister Udayan Guha) ৷ বুধবার কোচবিহারে দলের সভায় তাঁকে বলতে শোনা যায়, ‘‘একে ওকে টাকা দিয়ে টুক করে প্রধান হয়ে গেলাম, তা হবে না ।’’

Udayan Guha: এবার টাকা দিয়ে পঞ্চায়েতে প্রধান হওয়া যাবে না, বিস্ফোরক তৃণমূলের উদয়ন
Udayan Guha: এবার টাকা দিয়ে পঞ্চায়েতে প্রধান হওয়া যাবে না, বিস্ফোরক তৃণমূলের উদয়ন
author img

By

Published : Oct 26, 2022, 8:13 PM IST

কোচবিহার, 26 অক্টোবর: নির্বাচনে জয়ী পঞ্চায়েত সদস্যরাই প্রধান নির্বাচন করবেন । একে ওকে টাকা দিয়ে প্রধান হয়ে গেলাম, এমনটা আর হবে না । বুধবার কোচবিহারের দিনহাটার শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Bengal Minister Udayan Guha) ।

এদিন তিনি বলেন, ‘‘গ্রামের লোক যাকে যোগ্য মনে করবে, ভালো হবে সেই পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) প্রার্থী হবে এবং পরবর্তীতে পঞ্চায়েতরাই প্রধান নির্বাচন করবে ।’’ উদয়নের এই বক্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার জেলার রাজনৈতিক মহলে । গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP) ।

গতকাল দিনহাটার শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের (Trinamool Congress) দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় । আহত হন অন্তত 5 জন । প্রাক্তন ব্লক সভাপতি বিষ্ণু কুমার সরকারের অনুগামীদের সঙ্গে বর্তমান ব্লক সভাপতি দীপককুমার ভট্টাচার্যের অনুগামীদের মধ্যে বিরোধীদের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ ।

এবার টাকা দিয়ে পঞ্চায়েতে প্রধান হওয়া যাবে না, বিস্ফোরক তৃণমূলের উদয়ন

সেই সংঘর্ষের পর আজ বিকেলে ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্যকে নিয়ে শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের ধাপড়াহাট বাজারে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ । সেখানে আয়োজিত একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি গোষ্ঠী কোন্দল বন্ধে কড়া হুঁশিয়ারি দেন । সেই সভায় তিনি বলেন, ‘‘দলে এসব বন্ধ না হলে দল থেকে বহিষ্কার করা হবে ।’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘আমাকে ধরে বা ব্লক সভাপতি দীপক ভট্টাচার্যকে ঘরে পঞ্চায়েত নির্বাচনের টিকিট মিলবে না । দলে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, যাঁকে প্রার্থী করলে গ্রামের মানুষের ভালো হবে, দল তাঁকে প্রার্থী করবে এবং পরবর্তীতে জয়ী পঞ্চায়েত সদস্যরা বসে দলের প্রধান নির্বাচন করবে । একে ওকে টাকা দিয়ে টুক করে প্রধান হয়ে গেলাম, তা হবে না ।’’

উদয়নের এই মন্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি । বিজেপির কোচবিহার জেলা সম্পাদক বিরাজ বোস বলেন, ‘‘দীর্ঘদিন ধরেই তৃণমূলে এই প্রথা চলছে ৷ এবারে আর নতুন কি ! টাকা দিলেই যে ওই দলে পদ পাওয়া যায়, মন্ত্রীর বক্তব্যে তা পরিষ্কার ।’’

এদিকে এদিন উদয়ন গুহ দাবি করেছেন, 2019 সালের লোকসভা নির্বাচনে জেতার পর থেকে কোচবিহারে আসেননি স্থানীয় সাংসদ বিজেপির নিশীথ প্রামাণিক (Union Minister Nisith Pramanik) ৷ তাই তিনি পঞ্চায়েত থেকে 2024-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হারের দামামা বাজানোর ডাক দিয়েছেন তৃণমূল কর্মীদের কাছে ৷

আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত ভোট, মহিলা তৃণমূলের নেতৃত্বে 'চলো গ্রামে যাই' কর্মসূচি শাসকদলের

কোচবিহার, 26 অক্টোবর: নির্বাচনে জয়ী পঞ্চায়েত সদস্যরাই প্রধান নির্বাচন করবেন । একে ওকে টাকা দিয়ে প্রধান হয়ে গেলাম, এমনটা আর হবে না । বুধবার কোচবিহারের দিনহাটার শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Bengal Minister Udayan Guha) ।

এদিন তিনি বলেন, ‘‘গ্রামের লোক যাকে যোগ্য মনে করবে, ভালো হবে সেই পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) প্রার্থী হবে এবং পরবর্তীতে পঞ্চায়েতরাই প্রধান নির্বাচন করবে ।’’ উদয়নের এই বক্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার জেলার রাজনৈতিক মহলে । গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP) ।

গতকাল দিনহাটার শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের (Trinamool Congress) দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় । আহত হন অন্তত 5 জন । প্রাক্তন ব্লক সভাপতি বিষ্ণু কুমার সরকারের অনুগামীদের সঙ্গে বর্তমান ব্লক সভাপতি দীপককুমার ভট্টাচার্যের অনুগামীদের মধ্যে বিরোধীদের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ ।

এবার টাকা দিয়ে পঞ্চায়েতে প্রধান হওয়া যাবে না, বিস্ফোরক তৃণমূলের উদয়ন

সেই সংঘর্ষের পর আজ বিকেলে ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্যকে নিয়ে শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের ধাপড়াহাট বাজারে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ । সেখানে আয়োজিত একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি গোষ্ঠী কোন্দল বন্ধে কড়া হুঁশিয়ারি দেন । সেই সভায় তিনি বলেন, ‘‘দলে এসব বন্ধ না হলে দল থেকে বহিষ্কার করা হবে ।’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘আমাকে ধরে বা ব্লক সভাপতি দীপক ভট্টাচার্যকে ঘরে পঞ্চায়েত নির্বাচনের টিকিট মিলবে না । দলে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, যাঁকে প্রার্থী করলে গ্রামের মানুষের ভালো হবে, দল তাঁকে প্রার্থী করবে এবং পরবর্তীতে জয়ী পঞ্চায়েত সদস্যরা বসে দলের প্রধান নির্বাচন করবে । একে ওকে টাকা দিয়ে টুক করে প্রধান হয়ে গেলাম, তা হবে না ।’’

উদয়নের এই মন্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি । বিজেপির কোচবিহার জেলা সম্পাদক বিরাজ বোস বলেন, ‘‘দীর্ঘদিন ধরেই তৃণমূলে এই প্রথা চলছে ৷ এবারে আর নতুন কি ! টাকা দিলেই যে ওই দলে পদ পাওয়া যায়, মন্ত্রীর বক্তব্যে তা পরিষ্কার ।’’

এদিকে এদিন উদয়ন গুহ দাবি করেছেন, 2019 সালের লোকসভা নির্বাচনে জেতার পর থেকে কোচবিহারে আসেননি স্থানীয় সাংসদ বিজেপির নিশীথ প্রামাণিক (Union Minister Nisith Pramanik) ৷ তাই তিনি পঞ্চায়েত থেকে 2024-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হারের দামামা বাজানোর ডাক দিয়েছেন তৃণমূল কর্মীদের কাছে ৷

আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত ভোট, মহিলা তৃণমূলের নেতৃত্বে 'চলো গ্রামে যাই' কর্মসূচি শাসকদলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.