কোচবিহার, 20 অগাস্ট : দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার কলেজ চত্বর ৷ কলেজ দখলকে কেন্দ্র আজ সকালে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বাধে ৷ ঘটনায় জখম হয় 7 জন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় কোচবিহার থানার পুলিশ ৷ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷
লোকসভার আগে কোচবিহার জেলার কলেজগুলিতে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)-র দাপট ছিল ৷ কিন্তু, নির্বাচনের পর কলেজগুলির দখল নিতে শুরু করে ABVP ৷ অভিযোগ, গতকাল কোচবিহার কলেজ দখল নেওয়ার জন্য সেখান থেকে তৃণমূলের ফ্লেক্স-ফেস্টুন খুলে ফেলে ABVP সমর্থকরা ৷ আজ সকালে এর প্রতিবাদ করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ সেইসময় ABVP সমর্থকরা তাদের মারধর করে বলে অভিযোগ ৷ ঘটনার জেরে জখম হয় 7 জন ৷ এর মধ্যে 4 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ বাকিরা কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷
তৃণমূল ছাত্র পরিষদ নেতা সায়নদীপ গোস্বামী বলেন, "গতকাল আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেয় ABVP সমর্থকরা ৷ এর প্রতিবাদ করায় আমাদের সমর্থকদের মারধর করে ওরা ৷" অপরদিকে, ABVP-র কোচবিহার জেলা সংযোজক দেবব্রত ভট্টাচার্য বলেন, "তৃণমূল সমর্থকরা কলেজে ঢুকে আমাদের ওপর হামলা চালায় ।"
খবর পেয়ে ঘটনাস্থানে যায় কোচবিহার থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷