ETV Bharat / state

TMCP-ABVP সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার কলেজ, জখম 7

গতকাল কোচবিহার কলেজ দখল নেওয়ার জন্য সেখান থেকে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) ফ্লেক্স- ফেস্টুন খুলে ফেলে ABVP সমর্থকরা ৷ আজ সকালে এর প্রতিবাদ করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ সেইসময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) সমর্থকরা তাদের মারধর করে বলে অভিযোগ ৷ ঘটনার জেরে জখম হয় 7 জন ৷

author img

By

Published : Aug 20, 2019, 5:33 PM IST

Updated : Aug 20, 2019, 11:18 PM IST

উত্তপ্ত কোচবিহার কলেজ

কোচবিহার, 20 অগাস্ট : দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার কলেজ চত্বর ৷ কলেজ দখলকে কেন্দ্র আজ সকালে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বাধে ৷ ঘটনায় জখম হয় 7 জন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় কোচবিহার থানার পুলিশ ৷ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷

লোকসভার আগে কোচবিহার জেলার কলেজগুলিতে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)-র দাপট ছিল ৷ কিন্তু, নির্বাচনের পর কলেজগুলির দখল নিতে শুরু করে ABVP ৷ অভিযোগ, গতকাল কোচবিহার কলেজ দখল নেওয়ার জন্য সেখান থেকে তৃণমূলের ফ্লেক্স-ফেস্টুন খুলে ফেলে ABVP সমর্থকরা ৷ আজ সকালে এর প্রতিবাদ করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ সেইসময় ABVP সমর্থকরা তাদের মারধর করে বলে অভিযোগ ৷ ঘটনার জেরে জখম হয় 7 জন ৷ এর মধ্যে 4 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ বাকিরা কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

TMCP-ABVP সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার কলেজ

তৃণমূল ছাত্র পরিষদ নেতা সায়নদীপ গোস্বামী বলেন, "গতকাল আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেয় ABVP সমর্থকরা ৷ এর প্রতিবাদ করায় আমাদের সমর্থকদের মারধর করে ওরা ৷" অপরদিকে, ABVP-র কোচবিহার জেলা সংযোজক দেবব্রত ভট্টাচার্য বলেন, "তৃণমূল সমর্থকরা কলেজে ঢুকে আমাদের ওপর হামলা চালায় ।"

খবর পেয়ে ঘটনাস্থানে যায় কোচবিহার থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

কোচবিহার, 20 অগাস্ট : দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার কলেজ চত্বর ৷ কলেজ দখলকে কেন্দ্র আজ সকালে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বাধে ৷ ঘটনায় জখম হয় 7 জন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় কোচবিহার থানার পুলিশ ৷ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷

লোকসভার আগে কোচবিহার জেলার কলেজগুলিতে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)-র দাপট ছিল ৷ কিন্তু, নির্বাচনের পর কলেজগুলির দখল নিতে শুরু করে ABVP ৷ অভিযোগ, গতকাল কোচবিহার কলেজ দখল নেওয়ার জন্য সেখান থেকে তৃণমূলের ফ্লেক্স-ফেস্টুন খুলে ফেলে ABVP সমর্থকরা ৷ আজ সকালে এর প্রতিবাদ করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ সেইসময় ABVP সমর্থকরা তাদের মারধর করে বলে অভিযোগ ৷ ঘটনার জেরে জখম হয় 7 জন ৷ এর মধ্যে 4 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ বাকিরা কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

TMCP-ABVP সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার কলেজ

তৃণমূল ছাত্র পরিষদ নেতা সায়নদীপ গোস্বামী বলেন, "গতকাল আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেয় ABVP সমর্থকরা ৷ এর প্রতিবাদ করায় আমাদের সমর্থকদের মারধর করে ওরা ৷" অপরদিকে, ABVP-র কোচবিহার জেলা সংযোজক দেবব্রত ভট্টাচার্য বলেন, "তৃণমূল সমর্থকরা কলেজে ঢুকে আমাদের ওপর হামলা চালায় ।"

খবর পেয়ে ঘটনাস্থানে যায় কোচবিহার থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Intro:কোচবিহারঃ কলেজ দখলকে কেন্দ্র করে দুই ছাত্রের মধ্যে সংঘর্ষ উত্তেজনা ছড়ালো কোচবিহার কলেজে। একে অপরের উপর হামলা করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাঠিচার্জ করে দু'পক্ষকে হটিয়ে দেয়। ঘটনায় এবিভিপি ও টিএমসিপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেছে। #Body:wb_crb_02_tmcp_abvp clash_vis_7205341Conclusion:wb_crb_02_tmcp_abvp clash_vis_7205341
Last Updated : Aug 20, 2019, 11:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.