ETV Bharat / state

তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে ভাঙচুর, অভিযুক্ত ABVP - তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে ভাঙচুর ABVP

image
তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদে ভাঙচুর
author img

By

Published : Jan 6, 2020, 8:46 PM IST

কোচবিহার,6 জানুয়ারি : তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে ছাত্র সংসদ কক্ষ, গার্লস কমনরুম ও একাধিক ক্লাসরুমে ভাঙচুর করা হয় ৷ ABVP-র বিরুদ্ধে এই ভাঙচুরের অভিযোগ এনেছে তৃণমূল ছাত্র পরিষদ ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ABVP ৷

আগে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদের দখলে ছিল । কিন্তু লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর ABVP সংসদের দখল নেয় । সম্প্রতি তৃণমূল তা পুনর্দখল করে । এরই মধ্যে গতরাতে কলেজে ভাঙচুর চালানো হয় ৷ ভাঙচুর করা হয় 32টি চেয়ার, চারটি বাল্ব ও কয়েকটি কাঠের বেঞ্চ । এরপরই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর ৷ তৃণমূল ছাত্র পরিষদ ও ABVP একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পালটা অভিযোগ করে ৷ তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সমীর দাসের অভিযোগ, রবিবার রাত দু'টোর পর ABVP-র প্রতিনিধিরা কলেজের একটি ঘরের জানলা ভেঙে প্রবেশ করে । তারা কিছু প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে । তৃণমূল ছাত্র পরিষদের পতাকা খুলে নিয়ে যায় তারা । যদিও ABVP নেতা শমীক নারায়ণ বাগচি অভিযোগ অস্বীকার করেন । তিনি বলেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে ।

তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সমীর দাসের বক্তব্য

এই বিষয়ে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ ।

কোচবিহার,6 জানুয়ারি : তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে ছাত্র সংসদ কক্ষ, গার্লস কমনরুম ও একাধিক ক্লাসরুমে ভাঙচুর করা হয় ৷ ABVP-র বিরুদ্ধে এই ভাঙচুরের অভিযোগ এনেছে তৃণমূল ছাত্র পরিষদ ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ABVP ৷

আগে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদের দখলে ছিল । কিন্তু লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর ABVP সংসদের দখল নেয় । সম্প্রতি তৃণমূল তা পুনর্দখল করে । এরই মধ্যে গতরাতে কলেজে ভাঙচুর চালানো হয় ৷ ভাঙচুর করা হয় 32টি চেয়ার, চারটি বাল্ব ও কয়েকটি কাঠের বেঞ্চ । এরপরই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর ৷ তৃণমূল ছাত্র পরিষদ ও ABVP একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পালটা অভিযোগ করে ৷ তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সমীর দাসের অভিযোগ, রবিবার রাত দু'টোর পর ABVP-র প্রতিনিধিরা কলেজের একটি ঘরের জানলা ভেঙে প্রবেশ করে । তারা কিছু প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে । তৃণমূল ছাত্র পরিষদের পতাকা খুলে নিয়ে যায় তারা । যদিও ABVP নেতা শমীক নারায়ণ বাগচি অভিযোগ অস্বীকার করেন । তিনি বলেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে ।

তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সমীর দাসের বক্তব্য

এই বিষয়ে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ ।

Intro:কোচবিহার ঃ দিল্লীর JNU কান্ডের ছায়া এবার কোচবিহারেও। রাতের অন্ধকারে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ, গার্লস কমনরুম ও একাধিক ক্লাসরুমে ভাঙচুরের ঘটনা ঘটল। গোটা ঘটনায় TMCPর তরফে ABVPর দিকে অভিযোগ তোলা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ABVP।
জানা গিয়েছে আগে তুফানগঞ্জ কলেজের দখল TMCP র দখলে থাকলেও লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর ABVP কলেজের দখল নেয়। সম্প্রতি TMCP সেই কলেজ পুনর্দখল করে। এরমধ্যে রবিবার গভীর রাতে কলেজে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় ৩২টি প্লাস্টিকের চেয়ার, চারটি বাল্ব, বেশ কয়েকটি কাঠের বেঞ্চ। তৃণমূল ছাত্র পরিষদের তুফানগঞ্জ মহাবিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক সমীর দাসের অভিযোগ, রবিবার রাত দুটোর পর ABVP কলেজের একটি ঘরের জানালা ভেঙে প্রবেশ করে। ভাঙচুর করা হয় বেশ কিছু প্লাস্টিকের চেয়ার। উলটপালট করে দেওয়া হয় চেয়ার টেবিল। কলেজের সামনে টাঙানো তৃণমূল ছাত্র পরিষদের পতাকা খুলে নিয়ে যায়। যদিও ABVP নেতা শমীক নারায়ন বাগচি বলেন, তৃনমুল এর গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। কলেজ অধ্যক্ষ ডঃ দেবাশীষ চট্টোপাধ্যায় বলেন, 'আমরা তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এই বিষয়ে তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছি। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। ।। # Body:wb_crb_03_tufanganj_college _vis_7205341Conclusion:wb_crb_03_tufanganj_college _vis_7205341
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.