কোচবিহার, 27 সেপ্টেম্বর : সোমবার ভোরে কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তৃণমূল কর্মী ওসমান গনি (45)-র ৷ অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের জেরে রবিবারে তিনি জখম হয়েছিলেন ৷
তৃণমূল কর্মীর এই মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । তবে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি তৃণমূল নেতৃত্ব । জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কোচবিহারের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম রায়-এর মধ্যে এলাকার দখলদারিকে কেন্দ্র করে বিরোধ চলছিল । আর এই বিরোধের জেরে কয়েক মাস আগে পার্থপ্রতিম রায়কে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে সেখানে গিরীন্দ্রনাথ বর্মনকে বসানো হয় । পাশাপাশি রবীন্দ্রনাথ ঘোষকেও সংগঠনের দায়িত্ব থেকে সরিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয় ।
আরও পড়ুন : Child Fever : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ফের জ্বরে তিন শিশুর মৃত্যু
জেলা তৃণমূল সূত্রে খবর, দুই নেতার এই পদ অবনমন হলেও দলের ভিতরের গোষ্ঠী কোন্দল এতটুকুও কমেনি কোচবিহারে । রবিবার সকালে এলাকার দখলদারিকে কেন্দ্র করে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামে দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায় । অন্তত 20 জন জখম হন । আহতদের প্রথমে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে কয়েকজনকে কোচবিহারে মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
কিন্তু তাঁদের মধ্যে ওসমান গনির শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার তাঁকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সোমবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয় । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওসমানের মাথায় গুরুতর আঘাত ছিল । সম্ভবত সে কারণেই তাঁর মৃত্যু হয়েছে । মৃতের পরিবারের দাবি, ওসমান গনি স্থানীয় মুজিবর গোষ্ঠীর লোক ছিলেন, তাঁর উপর হামলা চালায় ফারুক গোষ্ঠীর লোকেরা৷ তবে গোটা ঘটনা নিয়ে তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে চায়নি ।