ETV Bharat / state

TMC worker Death : ট্রেনের ধাক্কায় মৃত্যু তৃণমূল কর্মী ও ছেলের, মানসিক চাপে আত্মহত্যা ? - ট্রেনের ধাক্কায় দিনহাটার তৃণমূল কর্মী ও ছেলের মৃত্যু

আত্মহত্যা না কি দুর্ঘটনা ? ট্রেনের ধাক্কায় তৃণমূল কর্মী ও তাঁর ছেলের মৃত্যুতে উঠছে প্রশ্ন ৷

ট্রেনের ধাক্কায় মৃত্যু তৃণমূল কর্মী ও ছেলের
ট্রেনের ধাক্কায় মৃত্যু তৃণমূল কর্মী ও ছেলের
author img

By

Published : Aug 11, 2021, 2:13 PM IST

কোচবিহার, 11 অগস্ট : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল কোচবিহারের তৃণমূল কর্মী ও তাঁর ছেলের । মৃতদের নাম প্রদীপ বর্মণ (40) ও চন্দ্রশেখর বর্মণ (12) ৷ আজ সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেস যখন দিনহাটা থেকে বামনহাট স্টেশনের দিকে যাচ্ছিল, সেইসময় ওই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তৃণমূল কর্মী ও তাঁর ছেলের ৷ স্থানীয়দের দাবি, ছেলেকে নিয়ে আত্মহত্যা করেছেন প্রদীপ বর্মণ ৷ কোচবিহারের নবনী গ্রামের ঘটনা ।

প্রদীপ বর্মণ সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন ৷ তাঁর স্ত্রী বিথীকা বর্মণ স্থানীয় গিতালদহ 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন । কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ এনে অনাস্থার মাধ্যমে তাঁকে সরানো হয় । এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বিথীকা দেবী এবং তাঁর স্বামী প্রদীপ বর্মণ । দলের একাংশ তাঁদের উপর মানসিকভাবে অত্যাচার চালাত বলে অভিযোগ ৷ এরপরই আজ এই ঘটনা ঘটে ৷ স্থানীয়দের দাবি, মানসিক চাপেই ছেলেকে নিয়ে আত্মহত্যা করেছেন প্রদীপ বর্মণ ৷

আরও পড়ুন, Tmc worker murder : পাণ্ডবেশ্বরে তৃণমূল কর্মী খুন, পরিবারের পাশে স্থানীয় বিধায়ক

সেই কারণে অনেকদিন ধরেই বিপর্যস্ত ছিল তাঁদের পরিবার ৷ এরপর আজ সকালে হঠাৎ ছেলেকে নিয়ে বেরিয়ে যান প্রদীপ বর্মণ ৷ স্ত্রী বিথীকা বর্মণ সেইসময় ঘরেই ছিলেন ৷ এরপর বেলার দিকে স্বামী ও ছেলের মৃত্যুর খবর পান ৷ তৃণমূলের দিনহাটা-1 ব্লক সম্পাদক আবুয়াল আজাদ বলেন, "দলেরই একাংশ তাঁকে নানাভাবে মানসিক অত্যাচার করত । টাকার দাবি করছিল । সেকারণেই হয়ত তিনি এদিন আত্মহত্যা করেছেন ।"

এই বিষয়ে কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা মনে হচ্ছে । তবুও সবটা খতিয়ে দেখা হচ্ছে ।"

কোচবিহার, 11 অগস্ট : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল কোচবিহারের তৃণমূল কর্মী ও তাঁর ছেলের । মৃতদের নাম প্রদীপ বর্মণ (40) ও চন্দ্রশেখর বর্মণ (12) ৷ আজ সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেস যখন দিনহাটা থেকে বামনহাট স্টেশনের দিকে যাচ্ছিল, সেইসময় ওই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তৃণমূল কর্মী ও তাঁর ছেলের ৷ স্থানীয়দের দাবি, ছেলেকে নিয়ে আত্মহত্যা করেছেন প্রদীপ বর্মণ ৷ কোচবিহারের নবনী গ্রামের ঘটনা ।

প্রদীপ বর্মণ সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন ৷ তাঁর স্ত্রী বিথীকা বর্মণ স্থানীয় গিতালদহ 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন । কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ এনে অনাস্থার মাধ্যমে তাঁকে সরানো হয় । এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বিথীকা দেবী এবং তাঁর স্বামী প্রদীপ বর্মণ । দলের একাংশ তাঁদের উপর মানসিকভাবে অত্যাচার চালাত বলে অভিযোগ ৷ এরপরই আজ এই ঘটনা ঘটে ৷ স্থানীয়দের দাবি, মানসিক চাপেই ছেলেকে নিয়ে আত্মহত্যা করেছেন প্রদীপ বর্মণ ৷

আরও পড়ুন, Tmc worker murder : পাণ্ডবেশ্বরে তৃণমূল কর্মী খুন, পরিবারের পাশে স্থানীয় বিধায়ক

সেই কারণে অনেকদিন ধরেই বিপর্যস্ত ছিল তাঁদের পরিবার ৷ এরপর আজ সকালে হঠাৎ ছেলেকে নিয়ে বেরিয়ে যান প্রদীপ বর্মণ ৷ স্ত্রী বিথীকা বর্মণ সেইসময় ঘরেই ছিলেন ৷ এরপর বেলার দিকে স্বামী ও ছেলের মৃত্যুর খবর পান ৷ তৃণমূলের দিনহাটা-1 ব্লক সম্পাদক আবুয়াল আজাদ বলেন, "দলেরই একাংশ তাঁকে নানাভাবে মানসিক অত্যাচার করত । টাকার দাবি করছিল । সেকারণেই হয়ত তিনি এদিন আত্মহত্যা করেছেন ।"

এই বিষয়ে কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা মনে হচ্ছে । তবুও সবটা খতিয়ে দেখা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.