ETV Bharat / state

কোচবিহারের গ্রাম পঞ্চায়েতগুলিতে অনাস্থা ঠেকাতে তৃণমূলের হাতিয়ার কোভিডবিধি - Coochbehar TMC Inner Clash

গোষ্ঠীকোন্দলের জেরে কোচবিহারের গ্রাম পঞ্চায়েতগুলিতে অনাস্থা প্রস্তাব আনার প্রক্রিয়া রুখতে কোভিড বিধিকে হাতিয়ার করল তৃণমূল শীর্ষনেতৃত্ব ৷ প্রশাসনের মদতে কোভিড বিধি লাগু করে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ সেই সঙ্গে তৃণমূল শীর্ষনেতৃত্বের নির্দেশ না মানলে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্য়বস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায় ৷

TMC used COVID Rrestrictions to stop No Confidence Motion in Gram Panchayet of Coochbehar District
কোচবিহারের গ্রাম পঞ্চায়েত অনাস্থা ঠেকাতে তৃণমূলের হাতিয়ার কোভিডবিধি
author img

By

Published : Aug 9, 2021, 1:15 PM IST

কোচবিহার, 9 অগস্ট : কোচবিহারে গোষ্ঠীকোন্দল ঠেকাতে এবার কোভিড বিধি (COVID Rrestrictions)-কে হাতিয়ার করল জেলা তৃণমূল নেতৃত্ব ৷ প্রশাসনের মদতে একাধিক গ্রাম পঞ্চায়েত (Gram Panchayet) এর প্রধানদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হল তৃণমূলের তরফে ৷ প্রসঙ্গত, দিনহাটা 1নং ব্লকের ওকড়াবাড়ি এবং গিতালদহ 1 গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সরাতে ব্লক তৃণমূলের তরফে আলোচনা সভা ডাকা হয়েছিল ৷ কিন্তু, শেষ মুহূর্তে কোচবিহার জেলা তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয় কোভিড বিধি ভেঙে অনাস্থা প্রস্তাব আনা নিয়ে কোনও আলোচনা সভা করা যাবে না ৷ এর জন্য আলাদাভাবে সরকারি নির্দেশিকাও জারি করা হয়েছে ৷ এ নিয়ে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, ‘‘দলের নির্দেশ না মেনে যাঁরা অনাস্থা প্রস্তাব আনবে এবং গ্রাম পঞ্চায়েতে অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করবে ৷ শীর্ষ নেতৃত্ব তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ৷’’

প্রসঙ্গত, কোচবিহার জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের ৷ কোথাও তৃণমূলের বিধায়কের সঙ্গে ব্লক সভাপতির দ্বন্দ্ব ৷ আবার কোথাও তৃণমূলের মূল সংগঠনের সঙ্গে যুব তৃণমূলের প্রকাশ্যদ্বন্দ্ব ৷ আর এই বিরোধের জেরে গত পঞ্চায়েত নির্বাচনের সময় টিকিট না পেয়ে যুব তৃণমূলের একটা বড় অংশ দলের মূল সংগঠনের বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামে ৷ প্রায় অধিকাংশ জায়গায় নির্দল হিসেবে যুব তৃণমূলের সদস্যরা ভোটে দাঁড়ান ৷ এমনকি বেশিরভাগ ক্ষেত্রে যুব তৃণমূলের সদস্যদের জয় হয় ৷ পরবর্তী সময়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাঁদের মূল সংগঠনে যুক্ত করে দেওয়া হয় ৷

কিন্তু, সমস্যা তাতেও মেটে না ৷ সেখানেও মতো বিরোধের জেরে শুরু হয় গণ্ডগোল ৷ যার জেরে কোচবিহারের দিনহাটা 1 ও 2 নং ব্লক এবং মাথাভাঙা মহকুমার একাধিক গ্রাম পঞ্চায়েতে একের পর এক অনাস্থা প্রস্তাব আসতে থাকে ৷ আর সেই অনাস্থা প্রস্তাবকে ঘিরে প্রায় রোজই তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগেই থাকত ৷ বিধানসভা নির্বাচনের সময় সেই সংঘাত সাময়িকভাবে থামলেও, ভোট মিটতেই ফের এক ছবি ৷ এমনকি দলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েও অনাস্থা আনার প্রক্রিয়া থামাতে পারেনি ৷

কোচবিহারের গ্রাম পঞ্চায়েতগুলিতে অনাস্থা ঠেকাতে তৃণমূলের হাতিয়ার কোভিড বিধি

আরও পড়ুন : tmc inner clash :কোচবিহারে রবীন্দ্রনাথের বিরুদ্ধে গোষ্ঠীবাজি করার অভিযোগ উদয়নপন্থীদের

এবার তাই প্রশাসনের মদতে কোভিডবিধিকে হাতিয়ার করল তৃণমূল ৷ জমায়েত করা যাবে না এই নির্দেশিকা জারি করে, সবধরণের সভার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ সেই সঙ্গে তৃণমূলের তরফে এও জানিয়েছে দেওয়া হয়েছে ৷ যাঁরা কোভিডবিধি ভাঙবে প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ৷ আর সেই সঙ্গে দলীয় নির্দেশ অমান্য করলে, তৃণমূল শীর্ষ নেতৃত্ব সংশ্লিষ্ট ব্যক্তির বা গোষ্ঠীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেবে ৷

কোচবিহার, 9 অগস্ট : কোচবিহারে গোষ্ঠীকোন্দল ঠেকাতে এবার কোভিড বিধি (COVID Rrestrictions)-কে হাতিয়ার করল জেলা তৃণমূল নেতৃত্ব ৷ প্রশাসনের মদতে একাধিক গ্রাম পঞ্চায়েত (Gram Panchayet) এর প্রধানদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হল তৃণমূলের তরফে ৷ প্রসঙ্গত, দিনহাটা 1নং ব্লকের ওকড়াবাড়ি এবং গিতালদহ 1 গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সরাতে ব্লক তৃণমূলের তরফে আলোচনা সভা ডাকা হয়েছিল ৷ কিন্তু, শেষ মুহূর্তে কোচবিহার জেলা তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয় কোভিড বিধি ভেঙে অনাস্থা প্রস্তাব আনা নিয়ে কোনও আলোচনা সভা করা যাবে না ৷ এর জন্য আলাদাভাবে সরকারি নির্দেশিকাও জারি করা হয়েছে ৷ এ নিয়ে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, ‘‘দলের নির্দেশ না মেনে যাঁরা অনাস্থা প্রস্তাব আনবে এবং গ্রাম পঞ্চায়েতে অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করবে ৷ শীর্ষ নেতৃত্ব তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ৷’’

প্রসঙ্গত, কোচবিহার জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের ৷ কোথাও তৃণমূলের বিধায়কের সঙ্গে ব্লক সভাপতির দ্বন্দ্ব ৷ আবার কোথাও তৃণমূলের মূল সংগঠনের সঙ্গে যুব তৃণমূলের প্রকাশ্যদ্বন্দ্ব ৷ আর এই বিরোধের জেরে গত পঞ্চায়েত নির্বাচনের সময় টিকিট না পেয়ে যুব তৃণমূলের একটা বড় অংশ দলের মূল সংগঠনের বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামে ৷ প্রায় অধিকাংশ জায়গায় নির্দল হিসেবে যুব তৃণমূলের সদস্যরা ভোটে দাঁড়ান ৷ এমনকি বেশিরভাগ ক্ষেত্রে যুব তৃণমূলের সদস্যদের জয় হয় ৷ পরবর্তী সময়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাঁদের মূল সংগঠনে যুক্ত করে দেওয়া হয় ৷

কিন্তু, সমস্যা তাতেও মেটে না ৷ সেখানেও মতো বিরোধের জেরে শুরু হয় গণ্ডগোল ৷ যার জেরে কোচবিহারের দিনহাটা 1 ও 2 নং ব্লক এবং মাথাভাঙা মহকুমার একাধিক গ্রাম পঞ্চায়েতে একের পর এক অনাস্থা প্রস্তাব আসতে থাকে ৷ আর সেই অনাস্থা প্রস্তাবকে ঘিরে প্রায় রোজই তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগেই থাকত ৷ বিধানসভা নির্বাচনের সময় সেই সংঘাত সাময়িকভাবে থামলেও, ভোট মিটতেই ফের এক ছবি ৷ এমনকি দলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েও অনাস্থা আনার প্রক্রিয়া থামাতে পারেনি ৷

কোচবিহারের গ্রাম পঞ্চায়েতগুলিতে অনাস্থা ঠেকাতে তৃণমূলের হাতিয়ার কোভিড বিধি

আরও পড়ুন : tmc inner clash :কোচবিহারে রবীন্দ্রনাথের বিরুদ্ধে গোষ্ঠীবাজি করার অভিযোগ উদয়নপন্থীদের

এবার তাই প্রশাসনের মদতে কোভিডবিধিকে হাতিয়ার করল তৃণমূল ৷ জমায়েত করা যাবে না এই নির্দেশিকা জারি করে, সবধরণের সভার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ সেই সঙ্গে তৃণমূলের তরফে এও জানিয়েছে দেওয়া হয়েছে ৷ যাঁরা কোভিডবিধি ভাঙবে প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ৷ আর সেই সঙ্গে দলীয় নির্দেশ অমান্য করলে, তৃণমূল শীর্ষ নেতৃত্ব সংশ্লিষ্ট ব্যক্তির বা গোষ্ঠীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.