ETV Bharat / state

লুঙ্গি পরে প্রতিবাদ মিছিল দিনহাটায় - coochbehar

কয়েকদিন আগে একটি জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন কারা অশান্তি ছড়াচ্ছে তা তাদের পোশাক দেখলেই চেনা যায় ৷ এই বক্তব্যের প্রেক্ষিতে আজ মিছিল শেষে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ পালটা বলেন, "আমরা এই মিছিলের মধ্যে দিয়ে এই বার্তা দিতে চাইছি পোশাক দিয়ে ধর্ম বিভাজন করা যায় না ৷ পোশাক দিয়ে ধর্মীয় পরিচয় হতে পারে না ৷"

Tmc Rally in Dinhata, Cooch Behar
লুঙ্গি পরে প্রতিবাদ মিছিল দিনহাটায়
author img

By

Published : Dec 23, 2019, 9:06 PM IST

দিনহাটা, 23 ডিসেম্বর : NRC ও CAA -এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল হচ্ছে প্রতিটি জেলায় ৷ সেই মোতাবেক আজ কোচবিহারের দিনহাটায় মিছিল হয় ৷ তবে , আজকের মিছিলটি ছিল একটু অন্যরকম ৷ মিছিলে মানুষ যোগ দেয় লুঙ্গি পরে ৷ তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এই মিছিলে নেতৃত্ব দেন ৷ দিনহাটা কলেজ থেকে মিছিল শুরু হয়ে দিনহাটা শহর ঘুরে পাঁচ মাথা মোড়ে মিছিল শেষ হয় ৷ মিছিলের জেরে ঘণ্টাখানেকের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তাঘাট ৷

দেখুন ভিডিয়ো

কয়েকদিন আগে একটি জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন কারা অশান্তি ছড়াচ্ছে তা তাদের পোশাক দেখলেই চেনা যায় ৷ এই বক্তব্যের প্রেক্ষিতে আজ মিছিল শেষে বিধায়ক উদয়ন গুহ পালটা বলেন, "আমরা এই মিছিলের মধ্যে দিয়ে এই বার্তা দিতে চাইছি পোশাক দিয়ে ধর্ম বিভাজন করা যায় না ৷ পোশাক দিয়ে ধর্মীয় পরিচয় হতে পারে না ৷ " মিছিল শেষে দিনহাটা পাঁচ মাথা মোড়ে একটি পথসভা করা হয় ৷ সেখানে উদয়ন গুহ বলেন, " আজ সবাই লুঙ্গি পরে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান করব আসুন ধর্ম চিনুন ৷ বাঙালি বহুকাল আগে থেকে লুঙ্গি পরছে ৷ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও বাড়িতে লুঙ্গি পরতেন ৷ লুঙ্গি পোশাকের মাধ্যমে ধর্মের বিভাজন করা যায় না ৷ তাই আজ লুঙ্গি পরে আমরা NRC ও CAA - এর প্রতিবাদ জানাচ্ছি ৷ "

দিনহাটা, 23 ডিসেম্বর : NRC ও CAA -এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল হচ্ছে প্রতিটি জেলায় ৷ সেই মোতাবেক আজ কোচবিহারের দিনহাটায় মিছিল হয় ৷ তবে , আজকের মিছিলটি ছিল একটু অন্যরকম ৷ মিছিলে মানুষ যোগ দেয় লুঙ্গি পরে ৷ তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এই মিছিলে নেতৃত্ব দেন ৷ দিনহাটা কলেজ থেকে মিছিল শুরু হয়ে দিনহাটা শহর ঘুরে পাঁচ মাথা মোড়ে মিছিল শেষ হয় ৷ মিছিলের জেরে ঘণ্টাখানেকের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তাঘাট ৷

দেখুন ভিডিয়ো

কয়েকদিন আগে একটি জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন কারা অশান্তি ছড়াচ্ছে তা তাদের পোশাক দেখলেই চেনা যায় ৷ এই বক্তব্যের প্রেক্ষিতে আজ মিছিল শেষে বিধায়ক উদয়ন গুহ পালটা বলেন, "আমরা এই মিছিলের মধ্যে দিয়ে এই বার্তা দিতে চাইছি পোশাক দিয়ে ধর্ম বিভাজন করা যায় না ৷ পোশাক দিয়ে ধর্মীয় পরিচয় হতে পারে না ৷ " মিছিল শেষে দিনহাটা পাঁচ মাথা মোড়ে একটি পথসভা করা হয় ৷ সেখানে উদয়ন গুহ বলেন, " আজ সবাই লুঙ্গি পরে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান করব আসুন ধর্ম চিনুন ৷ বাঙালি বহুকাল আগে থেকে লুঙ্গি পরছে ৷ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও বাড়িতে লুঙ্গি পরতেন ৷ লুঙ্গি পোশাকের মাধ্যমে ধর্মের বিভাজন করা যায় না ৷ তাই আজ লুঙ্গি পরে আমরা NRC ও CAA - এর প্রতিবাদ জানাচ্ছি ৷ "

Intro:কোচবিহারঃঃNRC ও CAA র প্রতিবাদে এবার লুঙ্গি মিছিল অনুষ্ঠিত হলো কোচবিহার এর দিনহাটায়। দিনহাটার বিধায়ক উদয়ন গুহর নেতৃত্বে সোমবার দুপুরে এই মিছিল অনুষ্ঠিত হয়। দিনহাটা কলেজ থেকে এই মিছিল শুরু হয়ে দিনহাটা শহর ঘুরে পাঁচ মাথার মোড়ে মিছিল শেষ হয়। মিছিল শেষে বিধায়ক বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যারা অশান্তি করছে তাদের পোশাক দেখলেই বোঝা যায়। আমরা এই মিছিলের মধ্য দিয়ে এই বার্তা দিতে চাইছি পোশাক কারো পরিচয় হতে পারে না।Body:wb_crb_01_lungi_micchil_vis_7205341Conclusion:wb_crb_01_lungi_micchil_vis_7205341
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.