ETV Bharat / state

"উন্নয়নমূলক কাজ করছে না", জামালদায় তৃণমূল বিধায়ককে কালো পতাকা

author img

By

Published : Sep 1, 2019, 5:25 AM IST

Updated : Sep 1, 2019, 7:05 AM IST

এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ করেননি তৃণমূল বিধায়ক ৷ এই অভিযোগে বিধায়ককে কালো পতাকা দেখাল BJP ৷

কালো পতাকা

কোচবিহার, 1 সেপ্টেম্বর : মেখলিগঞ্জের জামালদায় তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধানকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাল BJP ৷ এলাকায় মিছিলও করে তারা ৷

গতকাল একটি সেতু উদ্বোধন করতে জামালদায় আসেন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান ৷ তিনি আসার আগেই সেখানে কালো পতাকা নিয়ে মিছিল করেন BJP কর্মীরা ৷ উদ্বোধন মঞ্চের সামনেই চলে গো ব্যাক স্লোগান ৷ এর জেরে বেলা 12টায় সেতুটি উদ্বোধন করার কথা থাকলেও প্রায় ঘণ্টা চারেক পর সেখানে উপস্থিত হন বিধায়ক ৷

BJP কর্মীদের বক্তব্য, এলাকার কোনও উন্নয়ন করতে পারেননি বিধায়ক ৷ তাই বিক্ষোভ দেখানো হয় ৷ BJP নেতা পবন কুমার ভাদানি বলেন, "মানুষ তৃণমূলকে চায় না ৷ এলাকায় বিধায়ক কোনও উন্নয়নমূলক কাজ করছে না ৷ এর প্রতিবাদে সাধারণ মানুষ BJP-র সঙ্গে এসে বিক্ষোভ দেখায় ৷"

দেখুন ভিডিয়ো

যদিও বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, "আমি কোথাও দেখিনি কেউ কালো পতাকা দেখিয়েছে ৷ এলাকায় একটি সেতু উদ্বোধন করা হয় এবং কিছু ছোটো ছোটো প্রকল্পের শিলান্যাস করা হয় ৷"

কোচবিহার, 1 সেপ্টেম্বর : মেখলিগঞ্জের জামালদায় তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধানকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাল BJP ৷ এলাকায় মিছিলও করে তারা ৷

গতকাল একটি সেতু উদ্বোধন করতে জামালদায় আসেন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান ৷ তিনি আসার আগেই সেখানে কালো পতাকা নিয়ে মিছিল করেন BJP কর্মীরা ৷ উদ্বোধন মঞ্চের সামনেই চলে গো ব্যাক স্লোগান ৷ এর জেরে বেলা 12টায় সেতুটি উদ্বোধন করার কথা থাকলেও প্রায় ঘণ্টা চারেক পর সেখানে উপস্থিত হন বিধায়ক ৷

BJP কর্মীদের বক্তব্য, এলাকার কোনও উন্নয়ন করতে পারেননি বিধায়ক ৷ তাই বিক্ষোভ দেখানো হয় ৷ BJP নেতা পবন কুমার ভাদানি বলেন, "মানুষ তৃণমূলকে চায় না ৷ এলাকায় বিধায়ক কোনও উন্নয়নমূলক কাজ করছে না ৷ এর প্রতিবাদে সাধারণ মানুষ BJP-র সঙ্গে এসে বিক্ষোভ দেখায় ৷"

দেখুন ভিডিয়ো

যদিও বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, "আমি কোথাও দেখিনি কেউ কালো পতাকা দেখিয়েছে ৷ এলাকায় একটি সেতু উদ্বোধন করা হয় এবং কিছু ছোটো ছোটো প্রকল্পের শিলান্যাস করা হয় ৷"

Intro:মেখলিগঞ্জে বিধায়ক অর্ঘ্যকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান বিজেপির ৷

কোচবিহার :৩১ আগষ্ট :

ফের বিজেপির কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগানে উত্তেজনা কোচবিহারের মেখলিগঞ্জে ৷ বিধায়ক অর্ঘ্য রায় প্রধানকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি ৷ কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহের ঘটনা ৷ আজ দুপুরে বিধায়ক অর্ঘ্য প্রধান একটি গ্রামীণ সেতু উদ্বোধন করতে আসেন মেখলিগঞ্জের জামালদহে ৷উদবোধন মঞ্চ তৈরি করা হয় ৷বিধায়ক আসার আগেই এলাকায় কালো পতাকা দেখিয়ে মিছিল করেন বিজেপি কর্মীরা ৷বিজেপির মিছিল ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ বিশাল পুলিশ বাহিনী দিয়ে কড়া নিরাপত্তা রাখা হয় পুলিশের পক্ষ ৷ উদ্বোধন মঞ্চেই সামনেই চলে গো ব্যাক স্লোগান ৷ সূত্রে খবর ,এদিন দুপুর ১২ টার দিকে বিধায়ক অর্ঘ্য রায়ের উদবোধন করার কথা ছিল ,কিন্তূ এলাকায় বিজেপি কর্মীদের বিক্ষোভ চলায় প্রায় ঘন্টা খানেক পরে উপস্থিত হন মঞ্চে বিধায়ক অর্ঘ্য রায় প্রধান ৷

বিজেপির কর্মীদের দাবি "এলাকায় কোন উন্নয়ন করতে পারেননি ,বিধায়ক ,তাই আজকের ওনাকে গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাই "৷ বিজেপি নেতা পবন কুমার ভাদানি জানান "সাধারন মানুষ এবং বিজেপি আজকে বিক্ষোভ দেখিয়েছে ৷ মানুষ তৃনমূলকে চায় না ,এলাকায় বিধায়ক কোন উন্নয়ন মূলক কাজ করছে না ৷এর প্রতিবাদে সাধারন মানুষ বিজেপির সঙ্গে এসে বিক্ষোভ দেখায় "৷

অবশ্য বিধায়ক অর্ঘ্য রায় প্রধান জানান "আমি কোথাও দেখিনি কেউ কালো পতাকা দেখিয়েছে ৷ এলাকায় উন্নয়নের কাজে একটি সেতু উদবোধন করা হয় এবং কিছু ছোট ছোট কাজের শিলান্যাষ করা হয় "৷Body:COB Conclusion:
Last Updated : Sep 1, 2019, 7:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.