ETV Bharat / state

মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক

কলেজটি তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে অবস্থিত হলেও নাটাবাড়ির বিধায়ক তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাঁর এলাকার বলে দাবি করেন ৷ কলেজে নিজের ক্ষমতাও জাহির করেন তিনি । এমনই অভিযোগ তৃণমূল বিধায়কের ৷

image
মন্ত্রীর বিরুদ্ধ ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক
author img

By

Published : Dec 26, 2019, 10:42 AM IST

কোচবিহার, 26 ডিসেম্বর : মন্ত্রীর বিরুদ্ধ ক্ষোভ উগরে দিলেন তৃণমূলেরই বিধায়ক ৷ অবৈধভাবে কোচবিহার জেলার তুফানগঞ্জ কলেজের কর্তৃত্ব নিজের দখলে রেখেছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । এমনই অভিযোগ তুললেন শাসকদলের তুফানগঞ্জের বিধায়ক ফজলকরিম মিঞা ।

বুধবার রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে এই অভিযোগ করেন তিনি ৷ কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান অনন্ত বর্মার বাড়িতে এই সাংবাদিক বৈঠক ডাকা হয় ৷ তাঁর অভিযোগ, কলেজটি তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে অবস্থিত হলেও নাটাবাড়ির বিধায়ক তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাঁর এলাকার বলে দাবি করেন ৷ কলেজে নিজের ক্ষমতাও জাহির করেন তিনি । কলেজের বিভিন্ন অনুষ্ঠানেও স্থানীয় বিধায়ককে ব্রাত্য করে রাখা হয় বলে তৃণমূল এই বিধায়কের অভিযোগ ।

রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শাসকদলের বিধায়ক
সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমরা মহকুমাশাসকের মাধ্যমে জানতে পারি তুফানগঞ্জ কলেজ তুফানগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে অবস্থিত । যা তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত ৷ তবুও এতদিন রবিবাবু নিজের ক্ষমতা জাহির করতেন এখানে ৷’’ এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘তুফানগঞ্জের বিধায়ক দলীয় কোনও কর্মসূচিতে অংশ নেন না । তিনি কোনও তথ্যও জানেন না । তাঁর তথ্য জেনে মন্তব্য করা উচিত ।’’ তুফানগঞ্জ কলেজটি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্দরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলে দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ।

কোচবিহার, 26 ডিসেম্বর : মন্ত্রীর বিরুদ্ধ ক্ষোভ উগরে দিলেন তৃণমূলেরই বিধায়ক ৷ অবৈধভাবে কোচবিহার জেলার তুফানগঞ্জ কলেজের কর্তৃত্ব নিজের দখলে রেখেছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । এমনই অভিযোগ তুললেন শাসকদলের তুফানগঞ্জের বিধায়ক ফজলকরিম মিঞা ।

বুধবার রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে এই অভিযোগ করেন তিনি ৷ কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান অনন্ত বর্মার বাড়িতে এই সাংবাদিক বৈঠক ডাকা হয় ৷ তাঁর অভিযোগ, কলেজটি তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে অবস্থিত হলেও নাটাবাড়ির বিধায়ক তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাঁর এলাকার বলে দাবি করেন ৷ কলেজে নিজের ক্ষমতাও জাহির করেন তিনি । কলেজের বিভিন্ন অনুষ্ঠানেও স্থানীয় বিধায়ককে ব্রাত্য করে রাখা হয় বলে তৃণমূল এই বিধায়কের অভিযোগ ।

রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শাসকদলের বিধায়ক
সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমরা মহকুমাশাসকের মাধ্যমে জানতে পারি তুফানগঞ্জ কলেজ তুফানগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে অবস্থিত । যা তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত ৷ তবুও এতদিন রবিবাবু নিজের ক্ষমতা জাহির করতেন এখানে ৷’’ এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘তুফানগঞ্জের বিধায়ক দলীয় কোনও কর্মসূচিতে অংশ নেন না । তিনি কোনও তথ্যও জানেন না । তাঁর তথ্য জেনে মন্তব্য করা উচিত ।’’ তুফানগঞ্জ কলেজটি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্দরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলে দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ।
Intro:কোচবিহার ঃ দলের মন্ত্রীর বিরুদ্ধ ক্ষোভ উগরে দিলেন দলেরই বিধায়ক। অবৈধভাবে কোচবিহার জেলার তুফানগঞ্জ কলেজের কর্তৃত্ব নিজের দখলে রেখেছিলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এমনই অভিযোগ তুললেন তৃনমূলেরই বিধায়ক ফজলকরিম মিয়াঁ। বুধবার কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান অনন্ত বর্মার বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে এমনই অভিযোগ করলেন তুফানগঞ্জের তৃণমূলের এই বিধায়ক। তার অভিযোগ, কলেজটি তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে অবস্থিত হলেও নাটাবাড়ির বিধায়ক তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তার এলাকার বলে দাবি করে নিজের ক্ষমতা জাহির করতেন। কলেজের বিভিন্ন অনুষ্ঠানেও স্থানীয় বিধায়ককে ব্রাত্য করে রাখা হত বলে ফজলে সাহেবের অভিযোগ।
আজ দুপুরে ফজলে সাহেব সাংবাদিক বৈঠকে বলেন, আমরা মহকুমাশাসকের মাধ্যমে জানতে পারি তুফানগঞ্জ কলেজ তুফানগঞ্জ বিধানসভার মধ্যে থাকা তুফানগঞ্জ পুরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত। তবুও এতদিন রবিবাবু নিজের ক্ষমতা জাহির করতেন এখানে' এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, 'তুফানগঞ্জের বিধায়ক দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেন না। তিনি কোনো তথ্যও জানেন না। তথ্য জেনে মন্তব্য করা উচিত।' তুফানগঞ্জ কলেজটি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্দরান ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলে দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর।। #
।Body:wb_crb_01_tmc mla attack minister_bt _7205341Conclusion:wb_crb_01_tmc mla attack minister_bt _7205341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.