দিনহাটা, 8 এপ্রিল : টানটান উত্তেজনার মধ্যে কোচবিহারের দিনহাটা বড়শৌলমারি গ্রাম পঞ্চায়েতের দখল নিল বহিষ্কৃতরা । 8-6 ভোটে প্রধান নির্বাচিত হলেন বহিষ্কৃত পঞ্চায়েত সদস্য নিশা রায় (TMC Lost Control of a Panchayat in Dinhata) ।
শুক্রবার দিনহাটা বড়শৌলমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়ায় । যদিও কড়া পুলিশি প্রহরা থাকায় এদিন কোনও গন্ডগোল হয়নি । স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, তৃণমূলের (Trinamool Congress) গোষ্ঠী কোন্দলের জেরে বড়শৌলমারি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন দলের 8 পঞ্চায়েত সদস্য । পরবর্তীতে তলবি সভার মধ্যে দিয়ে প্রধানকে অপসারণ করা হয় ।
ঘটনার তদন্তে নেমে তৃণমূলের তরফে দলের 8 পঞ্চায়েত সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয় । পাশাপাশি দলের দিনহাটা-1 ব্লক সভাপতি সঞ্জয় কুমার বর্মনের ক্ষমতা কেড়ে নেওয়া হয় ।
এরপর শুক্রবার প্রধান নির্বাচনের দিন শাসকগোষ্ঠী এবং বিরোধী গোষ্ঠী হাজির হয় । সেখানে 8-6 ভোটে জয়ী হন বহিষ্কৃতরা । প্রধান নির্বাচনের পর নিশা রায় জানান, দীর্ঘদিন গ্রাম পঞ্চায়েতে কোনও উন্নয়নমূলক কাজ হয়নি । এরপর থেকে গ্রামের উন্নয়নের কাজ করা হবে ৷