ETV Bharat / state

Udayan Guha Facebook : উদয়নে গুহের বিতর্কিত ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

উদয়ন গুহর করা সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে জল্পনা (TMC Leader Udayan Guha's Controversial Facebook Post) ৷ ছবিতে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ও মন্ত্রী পরেশ অধিকারীর মাঝে দাঁড়িয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। ছবির ক্য়াপশন, "দুই পাশে দুই মহারাজ, মাঝখানে আমি কলাগাছ । শুধু পেট খারাপ হলেই মনে হয় ।"

Udayan Guha
Udayan Guha
author img

By

Published : Mar 21, 2022, 1:08 PM IST

Updated : Mar 21, 2022, 2:38 PM IST

কোচবিহার, 21 মার্চ : দিনহাটার বিধায়ক উদয়ন গুহের (Udayan Guha) সঙ্গে কি জেলা তৃণমূল এবং সভাপতি পার্থপ্রতিম রায়ের দূরত্ব বাড়ছে?

সম্প্রতি উদয়ন গুহর করা সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট সেই জল্পনাই কিছুটা উস্কে দিল (TMC Leader Udayan Guha's Controversial Facebook Post) । ওই পোস্টে দেখা যাচ্ছে, একটি ছবিতে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ও মন্ত্রী পরেশ অধিকারীর মাঝে দাঁড়িয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ । জেলা সভাপতি ও মন্ত্রীর মাথাতে পাগড়ি থাকলেও উদয়নের মাথায় কিছু নেই । সেই ছবির ক্য়াপশনে উদয়ন মন্তব্য করেছেন "দুই পাশে দুই মহারাজ, মাঝখানে আমি কলাগাছ । শুধু পেট খারাপ হলেই মনে হয় ।" আর উদয়ন গুহের এই পোস্ট ঘিরে জেলার রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে ।

আরও পড়ুন : Visva Bharati Agitation : বিশ্বভারতীতে পরীক্ষা বয়কটকে কেন্দ্র করে পড়ুয়া-অভিভাবক হাতাহাতি

কোচবিহার জেলা তৃণমূলে দীর্ঘদিন ধরেই দিনহাটার বিধায়ক উদয়ন গুহের সঙ্গে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের (Rabindranath Ghosh) সম্পর্ক ভাল নয় । এর আগেও এই দুই নেতা একে অপরকে আক্রমণ এবং পাল্টা আক্রমণ করেছেন । তবে রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে সম্পর্ক ভাল না থাকলেও জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের (Parthapratim Roy) সঙ্গে উদয়নের সম্পর্ক ভাল।

উল্লেখ্য়, উদয়ন গুহকে জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । অন্য়দিকে পার্থপ্রতিম রায়কে জেলা তৃণমূল সভাপতি করা হয়েছে । এরই মধ্যে গত শনিবার হোলির দিন ছিল উদয়নের জন্মদিন । সেদিন উদয়ন গুহকে শুভেচ্ছা জানাতে দিনহাটায় আসেন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ও মন্ত্রী পরেশ অধিকারী । সেদিন ওই দুই নেতা ও মন্ত্রীর মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলেন দিনহাটার তৃণমূল বিধায়ক । তারপর ছবিটি পোস্ট করেন বিতর্কিত মন্তব্যের সঙ্গে ।

আরও পড়ুন : Robbery in Malda : চাঁচলে অনলাইন বাণিজ্যিক সংস্থার অফিসে ডাকাতি, লুঠ প্রায় 12 লক্ষ টাকা

যদিও বিধায়ক উদয়ন গুহ এই পোস্ট প্রসঙ্গে বলেন, "তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ও মন্ত্রী পরেশ অধিকারী দু‘জনে দু‘পাশে পাগড়ি পরে দাঁড়িয়ে আছেন ৷ আর আমার মাথায় কিছু নেই । সে জন্যই আমি এমনটা লিখেছি ।"

অপরদিকে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় এ বিষয়ে বলেন, "উদয়নবাবু নিছকই মজার ছলে এমনটা লিখেছেন । এই নিয়ে বিতর্কের কিছু নেই ৷"

কোচবিহার, 21 মার্চ : দিনহাটার বিধায়ক উদয়ন গুহের (Udayan Guha) সঙ্গে কি জেলা তৃণমূল এবং সভাপতি পার্থপ্রতিম রায়ের দূরত্ব বাড়ছে?

সম্প্রতি উদয়ন গুহর করা সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট সেই জল্পনাই কিছুটা উস্কে দিল (TMC Leader Udayan Guha's Controversial Facebook Post) । ওই পোস্টে দেখা যাচ্ছে, একটি ছবিতে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ও মন্ত্রী পরেশ অধিকারীর মাঝে দাঁড়িয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ । জেলা সভাপতি ও মন্ত্রীর মাথাতে পাগড়ি থাকলেও উদয়নের মাথায় কিছু নেই । সেই ছবির ক্য়াপশনে উদয়ন মন্তব্য করেছেন "দুই পাশে দুই মহারাজ, মাঝখানে আমি কলাগাছ । শুধু পেট খারাপ হলেই মনে হয় ।" আর উদয়ন গুহের এই পোস্ট ঘিরে জেলার রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে ।

আরও পড়ুন : Visva Bharati Agitation : বিশ্বভারতীতে পরীক্ষা বয়কটকে কেন্দ্র করে পড়ুয়া-অভিভাবক হাতাহাতি

কোচবিহার জেলা তৃণমূলে দীর্ঘদিন ধরেই দিনহাটার বিধায়ক উদয়ন গুহের সঙ্গে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের (Rabindranath Ghosh) সম্পর্ক ভাল নয় । এর আগেও এই দুই নেতা একে অপরকে আক্রমণ এবং পাল্টা আক্রমণ করেছেন । তবে রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে সম্পর্ক ভাল না থাকলেও জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের (Parthapratim Roy) সঙ্গে উদয়নের সম্পর্ক ভাল।

উল্লেখ্য়, উদয়ন গুহকে জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । অন্য়দিকে পার্থপ্রতিম রায়কে জেলা তৃণমূল সভাপতি করা হয়েছে । এরই মধ্যে গত শনিবার হোলির দিন ছিল উদয়নের জন্মদিন । সেদিন উদয়ন গুহকে শুভেচ্ছা জানাতে দিনহাটায় আসেন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ও মন্ত্রী পরেশ অধিকারী । সেদিন ওই দুই নেতা ও মন্ত্রীর মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলেন দিনহাটার তৃণমূল বিধায়ক । তারপর ছবিটি পোস্ট করেন বিতর্কিত মন্তব্যের সঙ্গে ।

আরও পড়ুন : Robbery in Malda : চাঁচলে অনলাইন বাণিজ্যিক সংস্থার অফিসে ডাকাতি, লুঠ প্রায় 12 লক্ষ টাকা

যদিও বিধায়ক উদয়ন গুহ এই পোস্ট প্রসঙ্গে বলেন, "তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ও মন্ত্রী পরেশ অধিকারী দু‘জনে দু‘পাশে পাগড়ি পরে দাঁড়িয়ে আছেন ৷ আর আমার মাথায় কিছু নেই । সে জন্যই আমি এমনটা লিখেছি ।"

অপরদিকে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় এ বিষয়ে বলেন, "উদয়নবাবু নিছকই মজার ছলে এমনটা লিখেছেন । এই নিয়ে বিতর্কের কিছু নেই ৷"

Last Updated : Mar 21, 2022, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.