ETV Bharat / state

Biryani Shop: বিরিয়ানিতে পুরুষত্ব নষ্টকারী মশলা ব্যবহার ! দোকান বন্ধ করালেন রবীন্দ্রনাথ

বেআইনিভাবে গজিয়ে ওঠা বিরিয়ানির দোকানে চলছে পুরুষত্ব নষ্টকারী মশলা দিয়ে রান্না ৷ এই অভিযোগের ভিত্তিতে দোকান বন্ধ করালেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ (TMC leader Rabindra Nath Ghosh) ৷

ETV Bharat
Rabindra Nath Ghosh
author img

By

Published : Oct 23, 2022, 6:04 PM IST

Updated : Oct 23, 2022, 10:56 PM IST

কোচবিহার, 23 অক্টোবর: দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চলছে বিরিয়ানির দোকান ৷ রান্না হচ্ছে খারাপ মশলা দিয়ে ৷ এই অভিযোগ পেয়ে শনিবার কোচবিহার শহরের শনি মন্দির এলাকার একটি বিরিয়ানির দোকানে হানা দেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Nath Ghosh) । এই দোকান প্রসঙ্গে তিনি বলেন, "মানুষের অভিযোগ রয়েছে এই দোকানের বিরিয়ানিতে যে মশলা দেওয়া হয়, তা খেলে পুরুষত্ব নষ্ট হয়ে যায় ৷"

অভিযোগ, শনি মন্দির এলাকা-সহ কোচবিহার শহরে বেশকিছু বেআইনি বিরিয়ানির দোকান গড়ে উঠেছে ৷ ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে এই দোকানগুলি চলছে ৷ তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর খাবার ৷ রান্নায় ব্যবহৃত বিভিন্ন মশলার মান নিয়েও উঠছে প্রশ্ন ৷ বাইরের রাজ্য থেকে ব্যবসায়ীরা এসে ওই এলাকায় দোকানঘর ভাড়া নিয়ে ওই বিরিয়ানির দোকানগুলি খুলছেন ।

আরও পড়ুন: এবার 'চোর তাড়াও গ্রাম বাঁচাও'য়ের ডাকে জাঠা বামেদের

সম্প্রতি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এই অভিযোগ পেয়ে অভিযানে নামে পৌরসভা (Cooch Behar Municipality raid against illegal shops) । শনিবার বিকেলে শহরের শনি মন্দির এলাকায় একটি বিরিয়ানির দোকান বন্ধ করে দেন রবীন্দ্রনাথ ঘোষ ৷ এলাকার স্থানীয় বাসিন্দা কাজল রায় বলেন, "এলাকায় বিরিয়ানির দোকান নিয়ে নানা প্রশ্ন উঠেছিল ।"

কোচবিহারে বেআইনি দোকান বন্ধ করালেন রবীন্দ্রনাথ ঘোষ

আরও পড়ুন: সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার বিজেপি কর্মী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাপ্পু খান নামে এক ব্যক্তি বিহার থেকে এসে পুজোর আগে ওই বিরিয়ানির দোকান খুলেছিলেন । যদিও পাপ্পু খান এ সম্পর্কে কিছু বলতে চাননি । তবে পৌরসভা সূত্রে জানা গিয়েছে, খাবারের গুণগতমান ঠিক রাখলে এবং ফুড লাইসেন্স ও পৌরসভার ট্রেড লাইসেন্স নিয়ে কাজ করলে দোকান চলতে দিতে তাদের কোনও অসুবিধা নেই ৷ তবে এলাকায় আরও কয়েকটি দোকানের বিরুদ্ধে একই অভিযোগ থাকলেও, কেন রবীন্দ্রনাথ ঘোষ দাঁড়িয়ে থেকে শুধুমাত্র একটি দোকানই বন্ধ করালেন সেই প্রশ্ন উঠছে ৷

কোচবিহার, 23 অক্টোবর: দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চলছে বিরিয়ানির দোকান ৷ রান্না হচ্ছে খারাপ মশলা দিয়ে ৷ এই অভিযোগ পেয়ে শনিবার কোচবিহার শহরের শনি মন্দির এলাকার একটি বিরিয়ানির দোকানে হানা দেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Nath Ghosh) । এই দোকান প্রসঙ্গে তিনি বলেন, "মানুষের অভিযোগ রয়েছে এই দোকানের বিরিয়ানিতে যে মশলা দেওয়া হয়, তা খেলে পুরুষত্ব নষ্ট হয়ে যায় ৷"

অভিযোগ, শনি মন্দির এলাকা-সহ কোচবিহার শহরে বেশকিছু বেআইনি বিরিয়ানির দোকান গড়ে উঠেছে ৷ ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে এই দোকানগুলি চলছে ৷ তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর খাবার ৷ রান্নায় ব্যবহৃত বিভিন্ন মশলার মান নিয়েও উঠছে প্রশ্ন ৷ বাইরের রাজ্য থেকে ব্যবসায়ীরা এসে ওই এলাকায় দোকানঘর ভাড়া নিয়ে ওই বিরিয়ানির দোকানগুলি খুলছেন ।

আরও পড়ুন: এবার 'চোর তাড়াও গ্রাম বাঁচাও'য়ের ডাকে জাঠা বামেদের

সম্প্রতি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এই অভিযোগ পেয়ে অভিযানে নামে পৌরসভা (Cooch Behar Municipality raid against illegal shops) । শনিবার বিকেলে শহরের শনি মন্দির এলাকায় একটি বিরিয়ানির দোকান বন্ধ করে দেন রবীন্দ্রনাথ ঘোষ ৷ এলাকার স্থানীয় বাসিন্দা কাজল রায় বলেন, "এলাকায় বিরিয়ানির দোকান নিয়ে নানা প্রশ্ন উঠেছিল ।"

কোচবিহারে বেআইনি দোকান বন্ধ করালেন রবীন্দ্রনাথ ঘোষ

আরও পড়ুন: সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার বিজেপি কর্মী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাপ্পু খান নামে এক ব্যক্তি বিহার থেকে এসে পুজোর আগে ওই বিরিয়ানির দোকান খুলেছিলেন । যদিও পাপ্পু খান এ সম্পর্কে কিছু বলতে চাননি । তবে পৌরসভা সূত্রে জানা গিয়েছে, খাবারের গুণগতমান ঠিক রাখলে এবং ফুড লাইসেন্স ও পৌরসভার ট্রেড লাইসেন্স নিয়ে কাজ করলে দোকান চলতে দিতে তাদের কোনও অসুবিধা নেই ৷ তবে এলাকায় আরও কয়েকটি দোকানের বিরুদ্ধে একই অভিযোগ থাকলেও, কেন রবীন্দ্রনাথ ঘোষ দাঁড়িয়ে থেকে শুধুমাত্র একটি দোকানই বন্ধ করালেন সেই প্রশ্ন উঠছে ৷

Last Updated : Oct 23, 2022, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.