ETV Bharat / state

TMC Inner Clash: দিনহাটায় গোষ্ঠী সংঘর্ষে তৃণমূল নেতা-সহ গ্রেফতার 6, উদ্ধার 3টি আগ্নেয়াস্ত্র - তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা-সহ ছ'জন ৷ উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি ৷

TMC inner clash
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
author img

By

Published : May 10, 2023, 7:09 PM IST

দিনহাটায় গোষ্ঠী সংঘর্ষে তৃণমূল নেতা গ্রেফতার

দিনহাটা, 10 মে: দিনহাটার গিতালদহে একের পর এক তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ৷ সেই ঘটনায় মঙ্গলবার রাতে শাসকদলের বহিষ্কৃত দাপুটে নেতা পঞ্চায়েত সদস্য আবুয়াল আজাদ ও তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য-সহ ছ'জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ । উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও 11 রাউন্ড গুলি । গিতালদহে বিশাল পুলিশবাহিনী গিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । ধৃত পঞ্চায়েত সমিতির সদস্যের নাম জাকির হোসেন । তিনি তৃণমূলের গিতালদহ -1 অঞ্চলের দলের চেয়ারম্যান পদে রয়েছেন । পঞ্চায়েত নির্বাচনের আগে লাগাতার গোষ্ঠী সংঘর্ষের জেরে এই পুলিশি অভিযান ।

জানা গিয়েছে, এদিন গিতালদহে তৃণমূলের নেতাদের ধরতে গেলে পুলিশের একাংশ বাধাপ্রাপ্ত হয় । এরপর পার্টি অফিসে ভাঙচুর করে পুলিশ বলে অভিযোগ । কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, "ছয়জনকে গ্রেফতার করা হয়েছে । লাগাতার অভিযান চলবে ।" পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ক্ষমতা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দিনহাটার গিতালদহে তৃণমূলের গোষ্ঠীকোন্দল চলছে । পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না-হলেও টিকিট পাওয়া নিয়ে সেই কোন্দল আরও বাড়ছে । এছাড়া দলের একটা অংশ যারা টিকিট পাবে না বলে মনে করা হচ্ছে ৷ তারা দলের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামছে । এ নিয়ে লাগাতার গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটছে গিতালদহে । তার জেরে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে । এমনকী তৃণমূল পার্টি অফিসের ভেতরে ঢুকেও ভাঙচুর চালানো হয় ও মারধর করা হয় ।

তৃণমূলের গিতালদহ -2 অঞ্চল সভাপতি আনারুল হক বলেন, "এদিন বিকেলে পুলিশ আমাদের পার্টির গিতালদহের দুই নেতাকে গ্রেফতার করে । এরপর আমাদের পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় এবং কর্মীদের মারধর করে ।" এ দিকে মঙ্গলবার রাতে বহিস্কৃত তৃণমূল নেতা আবুয়াল আজাদকে গ্রেফতারের সময় তাঁকে পুলিশ মারধর করে বলে অভিযোগ । এমনকী অভিযোগ, তাঁদের বাড়িতে তল্লাশির নামে তাণ্ডব চালানো হয় । আবুয়াল আজাদের ভাই আব্দুল লতিফ বলেন, "পুলিশ দাদাকে মারধর করেছে । বাড়িতে তাণ্ডব চালিয়েছে ।"

আরও পড়ুন: গভীর রাতে বর্ধমান স্টেশন চত্বরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা, কারণ নিয়ে ধোঁয়াশা

দিনহাটায় গোষ্ঠী সংঘর্ষে তৃণমূল নেতা গ্রেফতার

দিনহাটা, 10 মে: দিনহাটার গিতালদহে একের পর এক তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ৷ সেই ঘটনায় মঙ্গলবার রাতে শাসকদলের বহিষ্কৃত দাপুটে নেতা পঞ্চায়েত সদস্য আবুয়াল আজাদ ও তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য-সহ ছ'জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ । উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও 11 রাউন্ড গুলি । গিতালদহে বিশাল পুলিশবাহিনী গিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । ধৃত পঞ্চায়েত সমিতির সদস্যের নাম জাকির হোসেন । তিনি তৃণমূলের গিতালদহ -1 অঞ্চলের দলের চেয়ারম্যান পদে রয়েছেন । পঞ্চায়েত নির্বাচনের আগে লাগাতার গোষ্ঠী সংঘর্ষের জেরে এই পুলিশি অভিযান ।

জানা গিয়েছে, এদিন গিতালদহে তৃণমূলের নেতাদের ধরতে গেলে পুলিশের একাংশ বাধাপ্রাপ্ত হয় । এরপর পার্টি অফিসে ভাঙচুর করে পুলিশ বলে অভিযোগ । কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, "ছয়জনকে গ্রেফতার করা হয়েছে । লাগাতার অভিযান চলবে ।" পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ক্ষমতা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দিনহাটার গিতালদহে তৃণমূলের গোষ্ঠীকোন্দল চলছে । পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না-হলেও টিকিট পাওয়া নিয়ে সেই কোন্দল আরও বাড়ছে । এছাড়া দলের একটা অংশ যারা টিকিট পাবে না বলে মনে করা হচ্ছে ৷ তারা দলের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামছে । এ নিয়ে লাগাতার গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটছে গিতালদহে । তার জেরে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে । এমনকী তৃণমূল পার্টি অফিসের ভেতরে ঢুকেও ভাঙচুর চালানো হয় ও মারধর করা হয় ।

তৃণমূলের গিতালদহ -2 অঞ্চল সভাপতি আনারুল হক বলেন, "এদিন বিকেলে পুলিশ আমাদের পার্টির গিতালদহের দুই নেতাকে গ্রেফতার করে । এরপর আমাদের পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় এবং কর্মীদের মারধর করে ।" এ দিকে মঙ্গলবার রাতে বহিস্কৃত তৃণমূল নেতা আবুয়াল আজাদকে গ্রেফতারের সময় তাঁকে পুলিশ মারধর করে বলে অভিযোগ । এমনকী অভিযোগ, তাঁদের বাড়িতে তল্লাশির নামে তাণ্ডব চালানো হয় । আবুয়াল আজাদের ভাই আব্দুল লতিফ বলেন, "পুলিশ দাদাকে মারধর করেছে । বাড়িতে তাণ্ডব চালিয়েছে ।"

আরও পড়ুন: গভীর রাতে বর্ধমান স্টেশন চত্বরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা, কারণ নিয়ে ধোঁয়াশা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.