কোচবিহার, 24 জুন : 21 জুলাইের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে । শুক্রবার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের ডাকা ওই বৈঠকে জেলার প্রথম সারির অধিকাংশ নেতাই অনুপস্থিত ছিলেন (21 July Meeting)। জেলার তৃণমূল নেতা তথা প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও বিধায়ক উদয়ন গুহ কলকাতায় । অপরদিকে এদিনের সভায় জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন এবং প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া অনুপস্থিত । তৃণমূলের রাজ্য নেতৃত্ব দলের গোষ্ঠী কোন্দল মেটানোর জন্য যতই উদ্যোগ নিক না কেন গোষ্ঠী কোন্দল যে মেটার নয়, তার প্রমাণ দিয়েছে এই সভা ।
কোচবিহারে তৃণমূলের গোষ্ঠী কোন্দল দীর্ঘদিনের । জেলা তৃণমূল প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় শিবির কার্যত আড়াআড়িভাবে বিভক্ত। এক গোষ্ঠীর ডাকা মিটিংয়ে হাজির থাকেন না অপর গোষ্ঠী ।
এদিন একুশে জুলাই প্রস্তুতি সভা উপলক্ষে বৈঠক ডাকা হয়েছিল । সেই সভায় জেলার সমস্ত নেতা-মন্ত্রীদের পাশাপাশি ব্লক সভাপতিদের ডাকা হয়েছিল । বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিদের উপস্থিত থাকার কথা । কিন্তু এদিন আশ্চর্যজনকভাবে অনুপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের মত নেতারা । তবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের বিশিষ্ট নেতা আব্দুল জলিল আহমেদ, মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেবশর্মা, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী প্রমূখ ।
আরও পড়ুন : ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে শান্তিপুর পৌরসভায়
সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ বলেন, "জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায় পঞ্চায়েত নির্বাচন করবে । যে যখন সভাপতি, তার কথা অনুযায়ী চলতে হবে । যে সব নেতারা বলবে মিটিংয়ের কথা জানি না, মিটিংয়ের কথা শুনিনি, তাদের কপালে দুঃখ আছে ।" যদিও মিটিংয়ে না-আসা প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, "অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি ।" অপরদিকে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "কলকাতায় আছি তাই যেতে পারিনি ।"