কোচবিহার, 22 ফেব্রুয়ারি : 2021 বিধানসভা নির্বাচনে হিন্দি ভোটব্যাঙ্ককে পাখির নজর করল তৃণমূল কংগ্রেস ৷ সেই লক্ষ্যে তৃণমূলের হিন্দিভাষী সংগঠনের সূচনা হল কোচবিহারে ৷ সোমবার দুপুরে কোচবিহার সাহিত্যসভায় হিন্দি ভাষাভাষী কর্মীদের নিয়ে এই সংগঠন সূচনা করা হয় । এদিনের এই সভায় উপস্থিত ছিলেন, কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায়, সংগঠনের রাজ্য সম্পাদক সন্তোষ শর্মা, কোচবিহার জেলা সভাপতি মনীশ বানিয়া প্রমুখ।
আরও পড়ুন : বেসুরোদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার চিন্তা-ভাবনা কোচবিহার জেলা তৃণমূলের
আজকের এই কর্মীসভায় থেকে কোচবিহার জেলার 12 টি ব্লকের তৃণমূল কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। তবে, তৃণমূলের নয়া এই সংগঠন কি আগামী বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে? এ প্রসঙ্গে কোচবিহারের তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায় বলেন, ‘‘বিগত দিনে রাজ্য সরকার এ রাজ্যে বসবাসকারী হিন্দি ভাষাভাষী মানুষদের জন্য অনেক উন্নয়ন মূলক কাজ করেছে। তৃণমূলে তাঁদের প্রভাব বাড়ছে। তাই হিন্দি ভাষাভাষী মানুষদের নিয়ে এই সংগঠন।’’ যদিও বিষয়টি নিয়ে বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য পঙ্কজ বুচ্চা বলেন, ‘‘এতদিন তৃনমূলের হিন্দি ভাষাভাষী মানুষদের কথা মনে পড়েনি। সামনে বিধানসভা নির্বাচন। সেটাকে মাথায় রেখেই এই সংগঠন করলেও লাভ হবে না।’’