ETV Bharat / state

Dinhata Bypoll : দিনহাটায় দেড় লক্ষাধিক ভোটে জিতলেন তৃণমূলের উদয়ন - Trinamool Congress

2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে হেরে গিয়েছিলেন তৃণমূলের উদয়ন গুহ ৷ কিন্তু নিশীথ পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচন হয় ৷ সেই ভোটেই বিজেপির কাছ থেকে ওই আসন ছিনিয়ে আনলেন কমল গুহর পুত্র ৷

tmc candidate udayan guha wins dinhata by poll
Dinhata By Poll : দিনহাটায় লক্ষাধিক ভোটে জিতলেন তৃণমূলের উদয়ন
author img

By

Published : Nov 2, 2021, 12:31 PM IST

Updated : Nov 2, 2021, 2:53 PM IST

দিনহাটা, 2 নভেম্বর : কয়েক মাসের মধ্যে ভাগ্য বদল হল উদয়ন গুহর (Udayan Guha) ৷ যে দিনহাটা (Dinhata) আসনে তিনি হেরেছিলেন 57 ভোটে, সেখানেই জিতলেন দেড় লক্ষাধিক ভোটে ৷ ‘নিশীথ গড়’ ধুলিসাৎ হল সবুজ ঝড়ে ৷ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথেই লজ্জার হার হল বিজেপির ৷ জমানত জব্দ হল দলবদলু অশোক মণ্ডলের ৷

কোচবিহারের (Cooch Behar) দিনহাটা বিধানসভা আসনটিকে এক সময়ের ‘গুহ-গড়’ বললেও একটুও অত্যুক্তি করা হবে না ৷ 1977 সাল থেকে ওই কেন্দ্রে টানা জিতেছেন ফরওয়ার্ড ব্লকের (Forward Block) কমল গুহ ৷ উদয়ন তাঁর পুত্র ৷ তিনি 2006 সালে এই আসনে প্রথমবার নির্বাচনী লড়াই করেন ৷

আরও পড়ুন : Gosaba By-Poll : মার্জিন পাঁচগুণ বাড়িয়ে গোসাবা উপনির্বাচনে জয়ী তৃণমূল

কিন্তু প্রথমবারই তাঁকে হারতে হয় ৷ সেবার তিনি ছিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী ৷ প্রায় তিন হাজার ভোটে হেরেছিলেন তৃণমূলের কংগ্রেসের (Trinamool Congress) প্রার্থী অশোক মণ্ডলের কাছে ৷ প্রায় দেড় দশক পর সেই অশোক মণ্ডলকেই তিনি দেড় লক্ষাধিক ভোটে হারালেন ৷

যদিও উভয় প্রার্থীর রাজনৈতিক অবস্থান বদল হয়েছে এবার ৷ অশোক মণ্ডল এবার ছিলেন বিজেপির (BJP) প্রার্থী ৷ আর উদয়ন এখন তৃণমূলে ৷ তবুও বলা যায় সেই হারের বদলা নিলেন উদয়ন ৷

আরও পড়ুন : WB By-Poll Result LIVE UPDATE : 1 লক্ষ 63 হাজার ভোটের ব্যবধানে জয়ী উদয়ন গুহ

তবে দিনহাটায় এবারের উপনির্বাচনের (Dinhata By Poll) ফলাফলে আরও অনেক রাজনৈতিক হিসেব-নিকেশ বদল ঘটল ৷ কারণ, 2016 সাল থেকে ক্রমশ উত্তরবঙ্গে রাজনৈতিক শক্তিবৃদ্ধি হয়েছে গেরুয়া শিবিরের ৷ 2019 সালে কোচবিহার লোকসভা আসন থেকে জেতেন বিজেপির নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ৷

2021 সালে নিশীথকেই দিনহাটায় প্রার্থী করেছিল বিজেপি ৷ সেখানে তিনি 57 ভোটে হারিয়েছিলেন তৃণমূলের উদয়ন গুহকে ৷ ওই নির্বাচনের ফলে কারচুপি হয়েছে বলে বারবার অভিযোগ তুলেছে তৃণমূল ৷ কাঠগড়ায় তোলা হয়েছিল নিশীথ প্রামাণিককেই ৷

আরও পড়ুন : WB By-polls : ভোট গণনা কেন্দ্রে মহুয়া মৈত্রের প্রবেশ নিয়ে সরব বিজেপি সাংসদ

পরবর্তী সময়ে সাংসদ পদ রেখে নিশীথ দিনহাটার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ কেন্দ্রের মন্ত্রীও হয়েছেন ৷ কিন্তু উপনির্বাচনে বিজেপি সেই আসন ধরে তো রাখতে পারলই না ৷ বরং হারল 1 লক্ষ 64 হাজার 88 ভোটে ৷ এমনকী, দিনহাটার 234 নম্বর বুথে বিজেপি পেয়েছে মাত্র 95টি ভোট ৷ সেখানে তৃণমূল পেয়েছে 360 টি ভোট ৷ ওই বুথেরই ভোটার নিশীথ প্রামাণিক ৷ ফলে বলাই যায় যে এই হার তাঁর কাছেও বড় ধাক্কা ৷

তাছাড়া সামগ্রিকভাবে কয়েকমাসের ব্যবধানে তৃণমূলের ভোট যেমন বেড়েছে ৷ তেমনই মারাত্মকভাবে কমেছে বিজেপির ভোট ৷ 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী প্রার্থী বিজেপির নিশীথ প্রামাণিক পেয়েছিলেন 1 লক্ষ 16 হাজার 035 ভোট ৷ আর তৃণমূলের উদয়ন গুহ পেয়েছিলেন 1 লক্ষ 15 হাজার 978 ভোট ৷

আরও পড়ুন : Corona in India : করোনার দৈনিক সংক্রমণ কমে 10 হাজারে, 259 দিনে সবচেয়ে কম

এবার সেই অঙ্ক একেবারে বদলে গিয়েছে ৷ এবার উদয়ন গুহ পেয়েছেন 1 লক্ষ 89 হাজার 575 ভোট ৷ আর বিজেপির অশোক মণ্ডল পেয়েছেন 25 হাজার 486 ভোট ৷

আর এই কেন্দ্রে কোনও লড়াইয়ে না থাকা ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ কয়েকমাসের ব্যবধানে নিজের দিকে শ’দুয়েক ভোট বাড়াতে সমর্থ হয়েছে ৷ বিধানসভা নির্বাচনে তিনি পেয়েছিলেন 6 হাজার 69 ভোট ৷ আর উপনির্বাচনে তিনি পেয়েছেন 6 হাজার 290 ভোট ৷

দিনহাটা, 2 নভেম্বর : কয়েক মাসের মধ্যে ভাগ্য বদল হল উদয়ন গুহর (Udayan Guha) ৷ যে দিনহাটা (Dinhata) আসনে তিনি হেরেছিলেন 57 ভোটে, সেখানেই জিতলেন দেড় লক্ষাধিক ভোটে ৷ ‘নিশীথ গড়’ ধুলিসাৎ হল সবুজ ঝড়ে ৷ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথেই লজ্জার হার হল বিজেপির ৷ জমানত জব্দ হল দলবদলু অশোক মণ্ডলের ৷

কোচবিহারের (Cooch Behar) দিনহাটা বিধানসভা আসনটিকে এক সময়ের ‘গুহ-গড়’ বললেও একটুও অত্যুক্তি করা হবে না ৷ 1977 সাল থেকে ওই কেন্দ্রে টানা জিতেছেন ফরওয়ার্ড ব্লকের (Forward Block) কমল গুহ ৷ উদয়ন তাঁর পুত্র ৷ তিনি 2006 সালে এই আসনে প্রথমবার নির্বাচনী লড়াই করেন ৷

আরও পড়ুন : Gosaba By-Poll : মার্জিন পাঁচগুণ বাড়িয়ে গোসাবা উপনির্বাচনে জয়ী তৃণমূল

কিন্তু প্রথমবারই তাঁকে হারতে হয় ৷ সেবার তিনি ছিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী ৷ প্রায় তিন হাজার ভোটে হেরেছিলেন তৃণমূলের কংগ্রেসের (Trinamool Congress) প্রার্থী অশোক মণ্ডলের কাছে ৷ প্রায় দেড় দশক পর সেই অশোক মণ্ডলকেই তিনি দেড় লক্ষাধিক ভোটে হারালেন ৷

যদিও উভয় প্রার্থীর রাজনৈতিক অবস্থান বদল হয়েছে এবার ৷ অশোক মণ্ডল এবার ছিলেন বিজেপির (BJP) প্রার্থী ৷ আর উদয়ন এখন তৃণমূলে ৷ তবুও বলা যায় সেই হারের বদলা নিলেন উদয়ন ৷

আরও পড়ুন : WB By-Poll Result LIVE UPDATE : 1 লক্ষ 63 হাজার ভোটের ব্যবধানে জয়ী উদয়ন গুহ

তবে দিনহাটায় এবারের উপনির্বাচনের (Dinhata By Poll) ফলাফলে আরও অনেক রাজনৈতিক হিসেব-নিকেশ বদল ঘটল ৷ কারণ, 2016 সাল থেকে ক্রমশ উত্তরবঙ্গে রাজনৈতিক শক্তিবৃদ্ধি হয়েছে গেরুয়া শিবিরের ৷ 2019 সালে কোচবিহার লোকসভা আসন থেকে জেতেন বিজেপির নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ৷

2021 সালে নিশীথকেই দিনহাটায় প্রার্থী করেছিল বিজেপি ৷ সেখানে তিনি 57 ভোটে হারিয়েছিলেন তৃণমূলের উদয়ন গুহকে ৷ ওই নির্বাচনের ফলে কারচুপি হয়েছে বলে বারবার অভিযোগ তুলেছে তৃণমূল ৷ কাঠগড়ায় তোলা হয়েছিল নিশীথ প্রামাণিককেই ৷

আরও পড়ুন : WB By-polls : ভোট গণনা কেন্দ্রে মহুয়া মৈত্রের প্রবেশ নিয়ে সরব বিজেপি সাংসদ

পরবর্তী সময়ে সাংসদ পদ রেখে নিশীথ দিনহাটার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ কেন্দ্রের মন্ত্রীও হয়েছেন ৷ কিন্তু উপনির্বাচনে বিজেপি সেই আসন ধরে তো রাখতে পারলই না ৷ বরং হারল 1 লক্ষ 64 হাজার 88 ভোটে ৷ এমনকী, দিনহাটার 234 নম্বর বুথে বিজেপি পেয়েছে মাত্র 95টি ভোট ৷ সেখানে তৃণমূল পেয়েছে 360 টি ভোট ৷ ওই বুথেরই ভোটার নিশীথ প্রামাণিক ৷ ফলে বলাই যায় যে এই হার তাঁর কাছেও বড় ধাক্কা ৷

তাছাড়া সামগ্রিকভাবে কয়েকমাসের ব্যবধানে তৃণমূলের ভোট যেমন বেড়েছে ৷ তেমনই মারাত্মকভাবে কমেছে বিজেপির ভোট ৷ 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী প্রার্থী বিজেপির নিশীথ প্রামাণিক পেয়েছিলেন 1 লক্ষ 16 হাজার 035 ভোট ৷ আর তৃণমূলের উদয়ন গুহ পেয়েছিলেন 1 লক্ষ 15 হাজার 978 ভোট ৷

আরও পড়ুন : Corona in India : করোনার দৈনিক সংক্রমণ কমে 10 হাজারে, 259 দিনে সবচেয়ে কম

এবার সেই অঙ্ক একেবারে বদলে গিয়েছে ৷ এবার উদয়ন গুহ পেয়েছেন 1 লক্ষ 89 হাজার 575 ভোট ৷ আর বিজেপির অশোক মণ্ডল পেয়েছেন 25 হাজার 486 ভোট ৷

আর এই কেন্দ্রে কোনও লড়াইয়ে না থাকা ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ কয়েকমাসের ব্যবধানে নিজের দিকে শ’দুয়েক ভোট বাড়াতে সমর্থ হয়েছে ৷ বিধানসভা নির্বাচনে তিনি পেয়েছিলেন 6 হাজার 69 ভোট ৷ আর উপনির্বাচনে তিনি পেয়েছেন 6 হাজার 290 ভোট ৷

Last Updated : Nov 2, 2021, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.