দিনহাটা, 7 অক্টোবর : একজন ফের প্রতিদ্বন্দ্বীকে হারানোর স্বপ্ন দেখছেন ৷ অন্যজন তখন 2006 সালের ফলাফল উল্টে দিতে মাঠে নেমেছেন ৷ প্রথমজন দিনহাটা বিধানসভার উপ-নির্বাচনের বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ৷ এবং দ্বিতীয়জন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ৷
বৃহস্পতিবার সকালে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল বলেন, "2006 সালের বিধানসভা নির্বাচনে উদয়ন গুহকে হারিয়েছিলাম । এবারের উপনির্বাচনেও ওকে হারাব । " এদিন দিনহাটার মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে এসেছিলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ৷ তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, "বিগত দিনে অশোক মণ্ডলের বাবা উমেশ মণ্ডল আমার বাবা কমল গুহকে হারিয়েছিলেন । পরবর্তীতে কমল গুহ হারিয়েছিলেন উমেশ মণ্ডলকে ৷ গত 2006 সালে অশোক মণ্ডল আমাকে হারালেও এবার অশোক মণ্ডলকে হারিয়ে সেই বদলা নেব ৷"
আরও পড়ুন : Sabyasachi Dutta : ‘আবেগ’ ভুলে তৃণমূলে ফিরলেন সব্যসাচী
চলতি বছরের বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জয়ী হন । পরাজিত হন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ । কিন্তু ভোটে জিতেও নিশীথ প্রামাণিক বিধায়ক হিসেবে শপথ না নেওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দিনহাটায় । আগামী 30 অক্টোবর এই কেন্দ্রে উপনির্বাচন ৷ এই উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক উদয়ন গুহকে । অপরদিকে বিজেপি প্রার্থী করেছে গত 2006 সালে তৃণমূলের টিকিটে জয়ী দিনহাটার প্রাক্তন বিধায়ক অশোক মণ্ডলকে ।