ETV Bharat / state

কোচবিহারে তৃণমূল-BJP সংঘর্ষে বোমাবাজি, জখম 2 ছাত্র - Bomb

কোচবিহারের চান্দামারি এলাকায় BJP-তৃণমূল সংঘর্ষের জেরে বোমাবাজি । জখম দুই ছাত্রসহ তিনজন ।

BJP-তৃণমূল সংঘর্ষ
author img

By

Published : Aug 1, 2019, 6:32 PM IST

কোচবিহার, 1 অগাস্ট : কোচবিহারের চান্দামারি এলাকায় BJP-তৃণমূল সংঘর্ষ । চলে বোমাবাজি । তার জেরে জখম দুই ছাত্রসহ তিনজন । যার মধ্যে একজনকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । BJP-র অভিযোগ, আজ সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের পার্টি অফিস ভাঙচুর করে । যদিও তৃণমূলের পালটা অভিযোগ, গতরাতে BJP আশ্রিত দুষ্কৃতীরা না কি তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে । এই নিয়েই বাধে বচসা । শুরু হয় বোমাবাজি । চলে দোকান ভাঙচুরও । ঘটনাস্থানে পৌঁছায় কোচবিহার থানার পুলিশ ।

বেশ কিছুদিন ধরেই কোচবিহার এক নম্বর ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় সামনে এসেছে তৃণমূল- BJP সংঘর্ষ । গতকাল তৃণমূল পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ তোলে BJP-র বিরুদ্ধে । এরপর আজ সকালে ভাঙচুর হয় BJP কার্যালয় । অভিযোগ ওঠে তৃণমূলের দিকে । শুরু হয় বোমাবাজি ।

এবিষয়ে কোচবিহার জেলার BJP সহ-সভাপতি ব্রজ গোবিন্দ বর্মণ বলেন, "আজ সকাল থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের পার্টি অফিসে ভাঙচুর শুরু করে । এবং তারপর চলে বোমাবাজি । একাধিক দোকান ভাঙচুর করা হয় ।" অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা খোকন মিয়া বলেন, "অভিযোগ ভিত্তিহীন । BJP চান্দামারিতে অশান্তি করছে ।"

কোচবিহার, 1 অগাস্ট : কোচবিহারের চান্দামারি এলাকায় BJP-তৃণমূল সংঘর্ষ । চলে বোমাবাজি । তার জেরে জখম দুই ছাত্রসহ তিনজন । যার মধ্যে একজনকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । BJP-র অভিযোগ, আজ সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের পার্টি অফিস ভাঙচুর করে । যদিও তৃণমূলের পালটা অভিযোগ, গতরাতে BJP আশ্রিত দুষ্কৃতীরা না কি তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে । এই নিয়েই বাধে বচসা । শুরু হয় বোমাবাজি । চলে দোকান ভাঙচুরও । ঘটনাস্থানে পৌঁছায় কোচবিহার থানার পুলিশ ।

বেশ কিছুদিন ধরেই কোচবিহার এক নম্বর ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় সামনে এসেছে তৃণমূল- BJP সংঘর্ষ । গতকাল তৃণমূল পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ তোলে BJP-র বিরুদ্ধে । এরপর আজ সকালে ভাঙচুর হয় BJP কার্যালয় । অভিযোগ ওঠে তৃণমূলের দিকে । শুরু হয় বোমাবাজি ।

এবিষয়ে কোচবিহার জেলার BJP সহ-সভাপতি ব্রজ গোবিন্দ বর্মণ বলেন, "আজ সকাল থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের পার্টি অফিসে ভাঙচুর শুরু করে । এবং তারপর চলে বোমাবাজি । একাধিক দোকান ভাঙচুর করা হয় ।" অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা খোকন মিয়া বলেন, "অভিযোগ ভিত্তিহীন । BJP চান্দামারিতে অশান্তি করছে ।"

Intro:কোচবিহারঃ তৃণমূল বিজেপির বিরোধের জেরে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের চান্দামারী এলাকা। চলল বোমাবাজি। বিজেপি পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি একটি দোকানও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । বোমাবাজিতে দুই ছাত্রসহ তিন জন জখম হয়েছে। এদের মধ্যে সাগর রায় বলে এক ছাত্র কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। বিজেপির অভিযোগ এদিন সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রথমে বিজেপি পার্টি অফিস ভাঙচুর করে এবং এরপর বোমাবাজি করে। এই ঘটনায় দুই ছাত্র জখম হয়েছে এবং একটি দোকান ভাঙচুর করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে।
Body:
জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই কোচবিহার -১ ব্লকের চান্দামারী এলে গ্রাম পঞ্চায়েত উত্তপ্ত হয়ে রয়েছে। দফায় দফায় তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে এবং এরপর আজ সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির একটি কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ। এরপর শুরু হয় বোমাবাজি । বোমাবাজিতে ২ স্কুলছাত্রসহ ৩ জন জখম হয়। এদের মধ্যে সাগর রায় নামে এক স্কুলছাত্র কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি ব্রজ গোবিন্দ বর্মণ বলেন এদিন সকাল থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের পার্টি অফিস ভাঙচুর করে এবং তারপর থেকে বোমাবাজি করছে। একাধিক দোকানপাট ভাঙচুর করেছে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা খোকন মিয়া বলেন, অভিযোগ ভিত্তিহীন বিজেপি চান্দামারিতে অশান্তি করছে। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌছেছে। # Conclusion:wb_crb_01_bomabazi_vis_7205341
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.