কোচবিহার, 1 অগাস্ট : কোচবিহারের চান্দামারি এলাকায় BJP-তৃণমূল সংঘর্ষ । চলে বোমাবাজি । তার জেরে জখম দুই ছাত্রসহ তিনজন । যার মধ্যে একজনকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । BJP-র অভিযোগ, আজ সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের পার্টি অফিস ভাঙচুর করে । যদিও তৃণমূলের পালটা অভিযোগ, গতরাতে BJP আশ্রিত দুষ্কৃতীরা না কি তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে । এই নিয়েই বাধে বচসা । শুরু হয় বোমাবাজি । চলে দোকান ভাঙচুরও । ঘটনাস্থানে পৌঁছায় কোচবিহার থানার পুলিশ ।
বেশ কিছুদিন ধরেই কোচবিহার এক নম্বর ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় সামনে এসেছে তৃণমূল- BJP সংঘর্ষ । গতকাল তৃণমূল পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ তোলে BJP-র বিরুদ্ধে । এরপর আজ সকালে ভাঙচুর হয় BJP কার্যালয় । অভিযোগ ওঠে তৃণমূলের দিকে । শুরু হয় বোমাবাজি ।
এবিষয়ে কোচবিহার জেলার BJP সহ-সভাপতি ব্রজ গোবিন্দ বর্মণ বলেন, "আজ সকাল থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের পার্টি অফিসে ভাঙচুর শুরু করে । এবং তারপর চলে বোমাবাজি । একাধিক দোকান ভাঙচুর করা হয় ।" অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা খোকন মিয়া বলেন, "অভিযোগ ভিত্তিহীন । BJP চান্দামারিতে অশান্তি করছে ।"