ETV Bharat / state

রাস্তার কাজ নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ, জখম 9 - mekhligunj

রাস্তায় কাজ নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ বাধে । ঘটনায় জখম হন 9 জন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ ।

তৃণমূল-BJP সংঘর্ষ
author img

By

Published : Jun 12, 2019, 10:44 PM IST

মেখলিগঞ্জ, 12 জুন : রাস্তার কাজ নিয়ে সংঘর্ষ বাধল তৃণমূল ও BJP-র মধ্যে । ঘটনায় দুই দলের মোট ন'জন জখম হয়েছে বলে জানা গেছে । ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহ এলাকার ।

তৃণমূলের অভিযোগ, গ্রামের রাস্তায় কাজ শুরু করতে গেলে BJP কর্মীরা ধারালো অস্ত্র, তির-ধনুক নিয়ে মহিলা শ্রমিকদের উপর আক্রমণ করে । তৃণমূলের দাবি, ওই মহিলারা তাদের দলের । এছাড়া স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়িতেও আগুন লাগিয়ে ভাঙচুর চালানো হয় । ঘটনায় তিরবিদ্ধ হন তিনজন মহিলা । পাথরের আঘাতে আরও তিনজন মহিলা জখম হয়েছেন ।

BJP-র তরফে জানানো হয়, কাজ ঠিক মতো করার দাবি জানিয়েছিলেন তারা । তখন তৃণমূলের কর্মীরাই প্রথমে হামলা চালায় । এই ঘটনায় BJP- র তিনজন কর্মী জখম হয়েছেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় পুলিশ রয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূলের জয়া বর্মণ বলেন, "রাস্তার কাজ নিয়ে আজ আমাদের মিটিং ছিল । আচমকা BJP হামলা চালায় আমাদের বাড়িতে । ছ'জন ঘটনায় জখম হয় । বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় ওরা ।" অন্যদিকে স্থানীয় BJP নেতা পবন কুমার ভাদানি বলেন, "তৃণমূল প্রথমে হামলা চালায় । ঘটনায় BJP-র তিনজন জখম হয় । এক BJP কর্মীর বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয় ।

মেখলিগঞ্জ, 12 জুন : রাস্তার কাজ নিয়ে সংঘর্ষ বাধল তৃণমূল ও BJP-র মধ্যে । ঘটনায় দুই দলের মোট ন'জন জখম হয়েছে বলে জানা গেছে । ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহ এলাকার ।

তৃণমূলের অভিযোগ, গ্রামের রাস্তায় কাজ শুরু করতে গেলে BJP কর্মীরা ধারালো অস্ত্র, তির-ধনুক নিয়ে মহিলা শ্রমিকদের উপর আক্রমণ করে । তৃণমূলের দাবি, ওই মহিলারা তাদের দলের । এছাড়া স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়িতেও আগুন লাগিয়ে ভাঙচুর চালানো হয় । ঘটনায় তিরবিদ্ধ হন তিনজন মহিলা । পাথরের আঘাতে আরও তিনজন মহিলা জখম হয়েছেন ।

BJP-র তরফে জানানো হয়, কাজ ঠিক মতো করার দাবি জানিয়েছিলেন তারা । তখন তৃণমূলের কর্মীরাই প্রথমে হামলা চালায় । এই ঘটনায় BJP- র তিনজন কর্মী জখম হয়েছেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় পুলিশ রয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূলের জয়া বর্মণ বলেন, "রাস্তার কাজ নিয়ে আজ আমাদের মিটিং ছিল । আচমকা BJP হামলা চালায় আমাদের বাড়িতে । ছ'জন ঘটনায় জখম হয় । বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় ওরা ।" অন্যদিকে স্থানীয় BJP নেতা পবন কুমার ভাদানি বলেন, "তৃণমূল প্রথমে হামলা চালায় । ঘটনায় BJP-র তিনজন জখম হয় । এক BJP কর্মীর বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয় ।

Intro:তৃনমূল -বিজেপি সংঘর্ষ ,তিড়ে আহত তিন ,মোট আহত ৯,অগ্নিসংযোগ ও ভাংচুর পঞ্চায়েত সদেস্যবাড়ি ৷

কোচবিহার :১২জুন :

তৃনমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহ ৷গ্রামের রাস্তার সিসি রাস্তার কাজে নিম্ন মানের অভিযোগ আনেন বিজেপি ৷ আজ দুপর ১২ টা নাগাত মেখলিগঞ্জের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকার ১৮৭ খারিজা গোপালপুর এলাকা তৃনমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে এলাকা ৷ তৃনমূলের অভিযোগ কাজ শুরু করতে গেলে বিজেপি কর্মীরা ধারালো অস্ত্র ,তীর ধনুক নিয়ে আক্রমণ করে তৃনমূল কর্মীদের এবং স্থানীয় পঞ্চায়েত সদেস্যার বাড়িতে আগুন লাগিয়ে দেয় ,বাড়ি ভাংচুর চালার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে ৷ তৃনমূল কংগ্রেসের দাবি তাদের তিনজন তীরে আহত হয় ,পাথরে আহত হয় তিনজন ৷ অন্যদিকে ,বিজেপির অভিযোগ রাস্তার কাজ ঠিক ঠাক করার দাবি জানান তারা ,অভিযোগ তৃনমূল কর্মীরা প্রথমে হামলা চালায় তাদের ওপর ৷ তাদের তিনজন কর্মী আহত হয়েছেন ৷ খবর পেয়ে ছুটে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷ পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷

স্থানীয় পঞ্চায়েত সদেস্যা জয়া বর্মণ জানান "রাস্তার কাজ নিয়ে আজ তাদের মিটিং ছিল ,আচমকা হামলা চালায় তাদের বাড়িতে ,ছয় জন আহত হয় ,বাড়িতে আগুন ও ভাংচুর চালায় বি জেপি "৷


অন্যদিকে ,মেখলিগঞ্জ বিজেপি উত্তর মন্ডল সহ সভাপতি পবন কুমার ভাদানি জানান "তাদের ওপর প্রথমে হামলা চালায় তৃনমূল ,তাদের তিনজন আহত হয় ,এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেয় তৃনমূল ৷Body:COB Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.