ETV Bharat / state

দেওয়ানহাটে তৃণমূল-BJP সংঘর্ষ , জখম 2 - coochbehar

এলাকা দখলকে কেন্দ্র করে কোচবিহারের দেওয়ানহাটে তৃণমূল-BJP সংঘর্ষ, বোমাবাজি ৷ জখম BJP-র মণ্ডল সম্পাদকসহ দু'জন ৷

সুভাষ দে
author img

By

Published : Jul 31, 2019, 9:36 PM IST

কোচবিহার, 31 জুলাই : কোচবিহারের দেওয়ানহাটে তৃণমূল-BJP সংঘর্ষ, বোমাবাজি, ভাঙচুর ৷ ঘটনায় জখম BJP-র মণ্ডল সম্পাদকসহ দু'জন ৷

গত দু'দিন ধরেই এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP-র মধ্যে ঝামেলা চলছিল কোচবিহারের দেওয়ানহাট, বলরামপুর , জিরানপুরে ৷ একাধিক জায়গায় বোমাবাজির ঘটনা ঘটে । অভিযোগ, আজ সকালে BJP নেতা শুভাশিস চৌধুরির বাড়ির সামনে বোমাবাজি করা হয় । এছাড়াও মারধর করা হয় মণ্ডল সম্পাদক সুভাষ দে'কে ৷ একাধিক মোটরবাইকেও ভাঙচুর চালানো হয় ৷ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ বন্ধ হয়ে যায় স্থানীয় দোকানপাট ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

সুভাষবাবু বলেন, "আজ দুপুরে বাড়ি থেকে দেওয়ানহাট যাচ্ছিলাম । তৃণমূলের মিছিল থেকে হামলা করা হয় এবং মোটরবাইকে ভাঙচুর চালানো হয় । " যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন,"গতকাল রাত থেকেই BJP আশ্রিত দুষ্কৃতীরা ঝামেলা শুরু করে ৷ বোমাবাজি করে ৷" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

কোচবিহার, 31 জুলাই : কোচবিহারের দেওয়ানহাটে তৃণমূল-BJP সংঘর্ষ, বোমাবাজি, ভাঙচুর ৷ ঘটনায় জখম BJP-র মণ্ডল সম্পাদকসহ দু'জন ৷

গত দু'দিন ধরেই এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP-র মধ্যে ঝামেলা চলছিল কোচবিহারের দেওয়ানহাট, বলরামপুর , জিরানপুরে ৷ একাধিক জায়গায় বোমাবাজির ঘটনা ঘটে । অভিযোগ, আজ সকালে BJP নেতা শুভাশিস চৌধুরির বাড়ির সামনে বোমাবাজি করা হয় । এছাড়াও মারধর করা হয় মণ্ডল সম্পাদক সুভাষ দে'কে ৷ একাধিক মোটরবাইকেও ভাঙচুর চালানো হয় ৷ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ বন্ধ হয়ে যায় স্থানীয় দোকানপাট ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

সুভাষবাবু বলেন, "আজ দুপুরে বাড়ি থেকে দেওয়ানহাট যাচ্ছিলাম । তৃণমূলের মিছিল থেকে হামলা করা হয় এবং মোটরবাইকে ভাঙচুর চালানো হয় । " যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন,"গতকাল রাত থেকেই BJP আশ্রিত দুষ্কৃতীরা ঝামেলা শুরু করে ৷ বোমাবাজি করে ৷" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Intro:কোচবিহার: তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দেওয়ানহাট। চলল বোমাবাজি। ভাঙচুর করা হলো একাধিক মোটরবাইক। ঘটনায় বিজেপির মন্ডল সম্পাদকসহ দুজন গুরুতর জখম হয়ে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। Body:

জানা গিয়েছে লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই এলাকা দখল কে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। বিভিন্ন এলাকায় গত দুদিন ধরে কোচবিহারের দেওয়ানহাট , বলরামপুর , জিরানপুরে তৃণমূল ও বিজেপির মধ্যে গন্ডগোল চলছিল। একাধিক জায়গায় বোমাবাজির ঘটনা ঘটে। এরপর আজ সকালে বিজেপি নেতা শুভাশিস চৌধুরীর বাড়ির সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এছাড়া মন্ডল সম্পাদক সুভাষ দে কে মারধোর করা হয় বলে অভিযোগ। এছাড়া একাধিক মোটরবাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। দোকানপাট সব বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় মন্ডল সম্পাদক সুভাষ দে বলেন, এদিন দুপুরে বাড়ি থেকে দেওয়ানহাট যাচ্ছিলাম। তৃণমূলের মিছিল থেকে হামলা করা হয় এবং মোটরবাইক ভাঙচুর করা হয়েছে। যদিও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, গতকাল রাত থেকেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঝামেলা করছিল এবং বোমাবাজি করছিল। তৃণমূলের দোকান ভাঙচুর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।# শুভঙ্কর সাহা। Conclusion:wb_crb_01_tmc-bjp clash_script_7205341

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.