কোচবিহার, 31 জুলাই : কোচবিহারের দেওয়ানহাটে তৃণমূল-BJP সংঘর্ষ, বোমাবাজি, ভাঙচুর ৷ ঘটনায় জখম BJP-র মণ্ডল সম্পাদকসহ দু'জন ৷
গত দু'দিন ধরেই এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP-র মধ্যে ঝামেলা চলছিল কোচবিহারের দেওয়ানহাট, বলরামপুর , জিরানপুরে ৷ একাধিক জায়গায় বোমাবাজির ঘটনা ঘটে । অভিযোগ, আজ সকালে BJP নেতা শুভাশিস চৌধুরির বাড়ির সামনে বোমাবাজি করা হয় । এছাড়াও মারধর করা হয় মণ্ডল সম্পাদক সুভাষ দে'কে ৷ একাধিক মোটরবাইকেও ভাঙচুর চালানো হয় ৷ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ বন্ধ হয়ে যায় স্থানীয় দোকানপাট ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
সুভাষবাবু বলেন, "আজ দুপুরে বাড়ি থেকে দেওয়ানহাট যাচ্ছিলাম । তৃণমূলের মিছিল থেকে হামলা করা হয় এবং মোটরবাইকে ভাঙচুর চালানো হয় । " যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন,"গতকাল রাত থেকেই BJP আশ্রিত দুষ্কৃতীরা ঝামেলা শুরু করে ৷ বোমাবাজি করে ৷" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷