কোচবিহার, 11 জুন: কোভিড পরিস্থিতিতে রান্না করা খাবার বিলি করতে গিয়ে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের হরিধাম এলাকায় । ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন । যাঁদের মধ্যে দু জন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন । অভিযোগ অস্বীকার করেছেন দলের নেতৃত্ব । তৃণমুলের পাল্টা অভিযোগ, বিজেপির হামলায় তাঁদের কয়েকজন জখম হয়েছেন ।
বিজেপির অভিযোগ, শুক্রবার দুপুর নাগাদ তারা তুফানগঞ্জ শহরের হরিধাম এলাকায় রান্না করা খাবার দুস্থ মানুষদের হাতে তুলে দিতে যায় । সেই সময় তুফানগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ইন্দ্রজিৎ ধরের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় ও বেধড়ক মারধর করে বলে অভিযোগ । খাবারগুলোকে ফেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে ।
ঘটনার পর বিজেপির পক্ষ থেকে একটি মিছিল বের করা হয় । মিছিলের সময় তুফানগঞ্জ নিউ টাউন এলাকায় একদিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা জমায়েত করেছিলেন । পরে পুলিশ বিজেপির মিছিলকে আটকে দেয় । পুলিশের সঙ্গে বিজেপি নেতৃত্ব ও কর্মীদের ধস্তাধস্তিও হয় । বিজেপির মিছিলকে লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে ।
আরও পড়ুন: মুকুল তুমি ফিরলে কেন? ওটা দুষ্টু লোক; মিমের বন্যা নেটমাধ্যমে
লাঠিচার্জে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক তথা জেলা সভাপতি মালতী রাভা রায় পড়ে যান । সেখান থেকে পুলিশ বেশকিছু বিজেপি কর্মীদের আটক করে । মালতী রাভা বলেন, পুলিশের মদতে এ দিন তৃণমূলীরা হামলা চালিয়েছে । অপরদিকে তৃণমূল যুব নেতা ইন্দ্রজিৎ ধর বলেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের উপর হামলা চালায় । এই ঘটনাকে কেন্দ্র করে এ দিন তুফানগঞ্জ শহরে দিনভর উত্তেজনা ছিল । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী টহল দিচ্ছে এলাকায় ।