ETV Bharat / state

Panchayat Elections 2023: বিজেপি প্রার্থীর দেওর খুনে চাঞ্চল্য দিনহাটায়, অভিযোগের তির তৃণমূলের দিকে - বিজেপি প্রার্থীর দেওর খুনে চাঞ্চল্য দিনহাটায়

বিজেপি প্রার্থীর দেওরকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ দিনহাটার সাহেবগঞ্জ থানার টিয়াদহ গ্রামের ঘটনা ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও রক্তাক্ত বাংলা।

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 18, 2023, 10:09 AM IST

Updated : Jun 18, 2023, 10:35 AM IST

মৃতের বাবার বক্তব্য

দিনহাটা, 18 জুন: পঞ্চায়েত নির্বাচনের মুখে বিজেপি প্রার্থীর দেওরের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল সাহেবগঞ্জ থানার টিয়াদহ গ্রামে । মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য । জানা গিয়েছে, টিয়াদহ গ্রামের বিজেপি প্রার্থী বিশাখা দাসের দেওর শম্ভু দাস শনিবার রাতে বাড়ির বাইরে ঘোরাফেরা করছিলেন । সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে ধাওয়া করে । এরপর পাটক্ষেতে পড়ে গেলে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ । রাতেই সাহেবগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ।

মৃতের বাবা নরেন দাসের অভিযোগ, রাতের খাবারের পর বাড়ির বাইরে গিয়েছিল । সেই সময় একদল দুষ্কৃতী ওকে ধাওয়া করে । পালাতে গিয়ে পাটক্ষেতের মধ্যে পড়ে গেলে তাকে খুন করা হয় । এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, "গতকালও সাহেবগঞ্জে তৃণমূল গন্ডগোল করেছিল । আমাদের প্রার্থীদের মারধরও করা হয় । যে কারণে আমারা প্রার্থীদের কোচবিহারে নিয়ে এসে রেখেছি । এরপর রাতের বেলায় আমাদের ওই কর্মীকে তৃণমূলের দুষ্কৃতীরা খুন করে । রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরেই তৃণমূল ওই খুন করেছে ।"

যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বক্তব্য, "যে কোনও মৃত্যুই দুঃখজনক । তবে খুনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ।"

আরও পড়ুন : দিনহাটায় নিশীথ প্রামাণিককে লক্ষ্য করে তির, রাজ্যপালের কাছে অভিযোগ বিজেপি'র

প্রসঙ্গত, শনিবার স্ক্রুটিনি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা-2 ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিস সংলগ্ন এলাকা । তৃণমূল ও বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের পাশাপাশি চলে বোমাবাজি । গোটা ঘটনায় ভাঙচুর হয় একাধিক মোটরবাইক । বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয় । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় লক্ষ করে তির ছোড়া হয় বলে অভিযোগ । ঘণ্টাখানেক ধুন্ধুমার পরিস্থিতি চলার পর কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তারপর এদিনের খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ।

মৃতের বাবার বক্তব্য

দিনহাটা, 18 জুন: পঞ্চায়েত নির্বাচনের মুখে বিজেপি প্রার্থীর দেওরের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল সাহেবগঞ্জ থানার টিয়াদহ গ্রামে । মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য । জানা গিয়েছে, টিয়াদহ গ্রামের বিজেপি প্রার্থী বিশাখা দাসের দেওর শম্ভু দাস শনিবার রাতে বাড়ির বাইরে ঘোরাফেরা করছিলেন । সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে ধাওয়া করে । এরপর পাটক্ষেতে পড়ে গেলে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ । রাতেই সাহেবগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ।

মৃতের বাবা নরেন দাসের অভিযোগ, রাতের খাবারের পর বাড়ির বাইরে গিয়েছিল । সেই সময় একদল দুষ্কৃতী ওকে ধাওয়া করে । পালাতে গিয়ে পাটক্ষেতের মধ্যে পড়ে গেলে তাকে খুন করা হয় । এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, "গতকালও সাহেবগঞ্জে তৃণমূল গন্ডগোল করেছিল । আমাদের প্রার্থীদের মারধরও করা হয় । যে কারণে আমারা প্রার্থীদের কোচবিহারে নিয়ে এসে রেখেছি । এরপর রাতের বেলায় আমাদের ওই কর্মীকে তৃণমূলের দুষ্কৃতীরা খুন করে । রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরেই তৃণমূল ওই খুন করেছে ।"

যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বক্তব্য, "যে কোনও মৃত্যুই দুঃখজনক । তবে খুনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ।"

আরও পড়ুন : দিনহাটায় নিশীথ প্রামাণিককে লক্ষ্য করে তির, রাজ্যপালের কাছে অভিযোগ বিজেপি'র

প্রসঙ্গত, শনিবার স্ক্রুটিনি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা-2 ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিস সংলগ্ন এলাকা । তৃণমূল ও বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের পাশাপাশি চলে বোমাবাজি । গোটা ঘটনায় ভাঙচুর হয় একাধিক মোটরবাইক । বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয় । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় লক্ষ করে তির ছোড়া হয় বলে অভিযোগ । ঘণ্টাখানেক ধুন্ধুমার পরিস্থিতি চলার পর কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তারপর এদিনের খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ।

Last Updated : Jun 18, 2023, 10:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.