কোচবিহার, 2 মে : ঈদ উৎসবে কোচবিহারের মেখলিগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও জোরদার করল বিএসএফ । মেখলিগঞ্জ সীমান্তে বিএসএফের 40, 180, 148 নম্বর ব্যাটালিয়ন সীমান্তে প্রহরা জোরদার করেছে (Tight Security on Eid at India-Bangladesh border)।
বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের তরফে প্রতিটি ব্যাটালিয়নের আধিকারিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়া মেখলিগঞ্জ সীমান্তে বেশ কিছু এলাকা উন্মুক্ত ৷ এই উন্মুক্ত সীমান্ত দিয়ে বিভিন্ন চোরাচালান-সহ অনুপ্রবেশের অভিযোগ আছে ৷ সমস্তরকম বেআইনি ঘটনা এড়াতে সীমান্তে কড়া নজর রাখছে বিএসএফ ৷
আরও পড়ুন: Eid Namaz at Red Road : দু'বছর পর রেড রোডে ফিরছে ঈদের নমাজ
ঈদ উপলক্ষে উৎসবের জোয়ারে ভাসবেন সকলে। এই সুযোগে যাতে অবৈধভাবে সীমান্ত পারাপারের ঘটনা না ঘটে সেই দিকে নজর রাখবে বিএসএফ। বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি বিজয় মেহতা সোমবার জানিয়েছেন, ঈদ উৎসবে সীমান্ত এলাকায় বিশেষভাবে নজর রাখা হচ্ছে।