ETV Bharat / state

মাথাভাঙায় বাঘের আতঙ্ক - tiger

মাথাভাঙায় বাঘের আতঙ্ক ঘুম কেড়েছে শহর ও পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের।

বাঘের পায়ের ছাপ
author img

By

Published : Mar 7, 2019, 2:27 PM IST

কোচবিহার, ৭ মার্চ : মাথাভাঙায় বাঘের আতঙ্ক ঘুম কেড়েছে শহর ও পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের। গতরাতে মাথাভাঙা শহরের ১০ নম্বর ওয়ার্ড ময়নাতলির মোড় ও তার পার্শ্ববর্তী পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে বলে খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের।

বন দপ্তরের মাথাভাঙা রেঞ্জের রেঞ্জার সজল পাল বলেন, "রাতে খবর পাই এলাকায় বাঘের পায়ের ছাপের চিহ্ন দেখতে পাওয়া গেছে। এলাকাগুলিতে নজরদারি শুরু করেছে বন দপ্তরের কর্মীরা।"

মাথাভাঙায় একমাস ধরে কুসিয়ারতলা, গুমানি, পুটিমারি, পাটাকামারি এলাকায় বাঘ দেখতে পাওয়ার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বন দপ্তরের কর্মীরা একাধিক বার বাঘ ধরার জন্য ফাঁদ পাতলেও কিছুই ধরা পড়েনি। গতরাতে আবারও পাটাকামারিতে বাঘ দেখতে পাওয়ার খবর পান বন দপ্তরের কর্মীরা। এরইমধ্যে, ভোররাতে ফের খবর পাওয়া যায় বালাসি এলাকায় নদীতে মাছ ধরতে যাওয়ার সময় স্থানীয়রা বাঘ দেখতে পান।

স্থানীয় বাসিন্দাদের দাবি, "বাঘ যে এলাকায় ছিল, তা পায়ের চিহ্নে স্পষ্ট। বন দপ্তরের কর্মীরা খাঁচা পাতলে বাঘ ধরা পড়বে।"

পুলিশ জানায়, "বিষয়টি শুনেছি, তবে আতঙ্কের কোনও কারণ নেই।"

undefined

কোচবিহার, ৭ মার্চ : মাথাভাঙায় বাঘের আতঙ্ক ঘুম কেড়েছে শহর ও পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের। গতরাতে মাথাভাঙা শহরের ১০ নম্বর ওয়ার্ড ময়নাতলির মোড় ও তার পার্শ্ববর্তী পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে বলে খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের।

বন দপ্তরের মাথাভাঙা রেঞ্জের রেঞ্জার সজল পাল বলেন, "রাতে খবর পাই এলাকায় বাঘের পায়ের ছাপের চিহ্ন দেখতে পাওয়া গেছে। এলাকাগুলিতে নজরদারি শুরু করেছে বন দপ্তরের কর্মীরা।"

মাথাভাঙায় একমাস ধরে কুসিয়ারতলা, গুমানি, পুটিমারি, পাটাকামারি এলাকায় বাঘ দেখতে পাওয়ার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বন দপ্তরের কর্মীরা একাধিক বার বাঘ ধরার জন্য ফাঁদ পাতলেও কিছুই ধরা পড়েনি। গতরাতে আবারও পাটাকামারিতে বাঘ দেখতে পাওয়ার খবর পান বন দপ্তরের কর্মীরা। এরইমধ্যে, ভোররাতে ফের খবর পাওয়া যায় বালাসি এলাকায় নদীতে মাছ ধরতে যাওয়ার সময় স্থানীয়রা বাঘ দেখতে পান।

স্থানীয় বাসিন্দাদের দাবি, "বাঘ যে এলাকায় ছিল, তা পায়ের চিহ্নে স্পষ্ট। বন দপ্তরের কর্মীরা খাঁচা পাতলে বাঘ ধরা পড়বে।"

পুলিশ জানায়, "বিষয়টি শুনেছি, তবে আতঙ্কের কোনও কারণ নেই।"

undefined

Jaisalmer (Rajasthan), Mar 07 (ANI): Rajasthan Chief Minister Ashok Gehlot visited Jaisalmer international border. The chief minister reached Tanot on a two- day tour to the border areas of Rajasthan with Pakistan. Gehlot interacted with Border Security Force (BSF) jawans posted at India-Pakistan international border in the state. He also offered prayers at Tanot temple in Jaisalmer and visited various post.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.