ETV Bharat / state

তোমরা ভাষণ দেবে আর পার্টি বিষ গিলবে, এটা হবে না : মমতা - হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী

আজ রাসমেলা উপলক্ষ্যে কোচবিহার আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতা-কর্মীদের একসঙ্গে কাজ করতে বলেন । তিনি বলেন, "দলে বড়, ছোটো কোনও জায়গা নেই । সবাই এক ।"

ছবি
author img

By

Published : Nov 18, 2019, 9:37 PM IST

Updated : Nov 18, 2019, 10:32 PM IST

কোচবিহার, 18 নভেম্বর : লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর পরাজয়ের পর এই প্রথমবার কোচবিহার সফরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে কর্মিসভার মঞ্চ থেকে দলের নেতাদের কার্যত হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী । বুঝিয়ে দিলেন কর্মীরাই দলের সম্পদ। বলেন, "কোনও গ্রুপ নেই । একটাই গ্রুপ তৃণমূল কংগ্রেস।" নির্বাচনে দলের হারের কারণ নিয়ে কটাক্ষ করে দলের সবাইকে একসঙ্গে চলার পরামর্শ দিলেন মমতা ।

দলীয় নেতাদের একাংশের উদ্দেশে নেত্রীর বক্তব্য, "তোমরা ভাষণ দেবে আর পার্টি বিষ গিলবে, এটা হবে না । পার্টি কারও জন্য বিষ গিলবে না । আমার দল খুব রাফ অ্যান্ড টাফ ।"

আজ রাসমেলা উপলক্ষ্যে কোচবিহার আসেন মমতা । রাসমেলায় যোগ দেওয়ার আগে স্থানীয় নেতাজি ইনডোর স্টেডিয়াম কর্মিসভা করেন । সভায় মমতা বলেন, "আমাদের MLA, MP, কমিশনার, কাউন্সিলর, জেলা পরিষদে যারা আছেন, তারা সবাই এখন একসঙ্গে কাজ করছেন । এই কাজটা যদি ছ'মাস আগে করতেন, তাহলে BJP-র গুন্ডারা আপনাদের সিট নিতে পারত না । এটা আমি বিশ্বাস করি । আমি এখনও বলি তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর নির্ভর করে চলবে । বড়, ছোটো কোনও জায়গা ভাবার দরকার নেই । আমরা সবাই সমান, এটা ভাবুন।"

তৃণমূল নেত্রী বলেন, "কোচবিহারে আমরা হেরে গেছি । আমি ভাবতে রাজি নই যে, গুন্ডাদের কাছে হেরেছি । এটা মাথায় রাখবেন,মানুষ রুখে দাঁড়ালে গুন্ডারা পালিয়ে যায় । আমার মা বোনেরা হাতা খুন্তি দিয়ে রান্না করেন । কিন্তু তাঁদের দিকে কেউ তেড়ে এলে কীভাবে জবাব দিতে হয় সেটা ওরা জানেন । মনে রাখবেন খুব কষ্ট করে রাজনীতি করি । তখন সংগ্রাম করেছি । মার খেতে খেতে আমার শরীর শেষ হয়ে গেছে । "

সভায় রাজ্যের প্রকল্পের তালিকা তুলে ধরে মমতা বলেন, "একটি রাজ্য দেখান যেখানে বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় শিক্ষা, ২ টাকায় চাল পাওয়া যায় । স্বাস্থ্যসাথি, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজশ্রী থেকে শুরু করে কী বাকি আছে বলুন?"

ভিডিয়োয় শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

তাঁর দলের প্রতি মানুষের বিশ্বাস হারানো নিয়েও সরব হন তৃণমূল নেত্রী । বলেন, "কেউ কেউ টাকার কাছে নিজেকে বিকিয়ে দিয়েছেন ।" BJP-কে আক্রমণ করে মমতার বক্তব্য, "আপনারা ভাবতে পারেননি কীভাবে রাতের অন্ধকারে টাকা বিলি করে অপারেশন করেছে এরা । বর্ডার দিয়ে টাকা বিলি হয়েছে । কেন্দ্রীয় বাহিনী দিয়েও এই কাজ করানো হয়েছে । দেখুন কীভাবে এয়ার ইন্ডিয়া, BSNL সহ নানা রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার ।"

আজ NRC ইশুতেও সরব হন মমতা । বলেন, "অসমে 12 লাখ হিন্দুকে ক্যাম্পে পাঠানো হয়েছে । যদি কাউকে NRC-র বলি হতে না হয় , যদি বাংলা থেকে কাউকে বিদায় নিতে না হয়, তাহলে স্বপ্ন দেখতে শিখতে হবে । তাই NRC-র বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে একজোট হতে হবে । "

কোচবিহার, 18 নভেম্বর : লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর পরাজয়ের পর এই প্রথমবার কোচবিহার সফরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে কর্মিসভার মঞ্চ থেকে দলের নেতাদের কার্যত হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী । বুঝিয়ে দিলেন কর্মীরাই দলের সম্পদ। বলেন, "কোনও গ্রুপ নেই । একটাই গ্রুপ তৃণমূল কংগ্রেস।" নির্বাচনে দলের হারের কারণ নিয়ে কটাক্ষ করে দলের সবাইকে একসঙ্গে চলার পরামর্শ দিলেন মমতা ।

দলীয় নেতাদের একাংশের উদ্দেশে নেত্রীর বক্তব্য, "তোমরা ভাষণ দেবে আর পার্টি বিষ গিলবে, এটা হবে না । পার্টি কারও জন্য বিষ গিলবে না । আমার দল খুব রাফ অ্যান্ড টাফ ।"

আজ রাসমেলা উপলক্ষ্যে কোচবিহার আসেন মমতা । রাসমেলায় যোগ দেওয়ার আগে স্থানীয় নেতাজি ইনডোর স্টেডিয়াম কর্মিসভা করেন । সভায় মমতা বলেন, "আমাদের MLA, MP, কমিশনার, কাউন্সিলর, জেলা পরিষদে যারা আছেন, তারা সবাই এখন একসঙ্গে কাজ করছেন । এই কাজটা যদি ছ'মাস আগে করতেন, তাহলে BJP-র গুন্ডারা আপনাদের সিট নিতে পারত না । এটা আমি বিশ্বাস করি । আমি এখনও বলি তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর নির্ভর করে চলবে । বড়, ছোটো কোনও জায়গা ভাবার দরকার নেই । আমরা সবাই সমান, এটা ভাবুন।"

তৃণমূল নেত্রী বলেন, "কোচবিহারে আমরা হেরে গেছি । আমি ভাবতে রাজি নই যে, গুন্ডাদের কাছে হেরেছি । এটা মাথায় রাখবেন,মানুষ রুখে দাঁড়ালে গুন্ডারা পালিয়ে যায় । আমার মা বোনেরা হাতা খুন্তি দিয়ে রান্না করেন । কিন্তু তাঁদের দিকে কেউ তেড়ে এলে কীভাবে জবাব দিতে হয় সেটা ওরা জানেন । মনে রাখবেন খুব কষ্ট করে রাজনীতি করি । তখন সংগ্রাম করেছি । মার খেতে খেতে আমার শরীর শেষ হয়ে গেছে । "

সভায় রাজ্যের প্রকল্পের তালিকা তুলে ধরে মমতা বলেন, "একটি রাজ্য দেখান যেখানে বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় শিক্ষা, ২ টাকায় চাল পাওয়া যায় । স্বাস্থ্যসাথি, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজশ্রী থেকে শুরু করে কী বাকি আছে বলুন?"

ভিডিয়োয় শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

তাঁর দলের প্রতি মানুষের বিশ্বাস হারানো নিয়েও সরব হন তৃণমূল নেত্রী । বলেন, "কেউ কেউ টাকার কাছে নিজেকে বিকিয়ে দিয়েছেন ।" BJP-কে আক্রমণ করে মমতার বক্তব্য, "আপনারা ভাবতে পারেননি কীভাবে রাতের অন্ধকারে টাকা বিলি করে অপারেশন করেছে এরা । বর্ডার দিয়ে টাকা বিলি হয়েছে । কেন্দ্রীয় বাহিনী দিয়েও এই কাজ করানো হয়েছে । দেখুন কীভাবে এয়ার ইন্ডিয়া, BSNL সহ নানা রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার ।"

আজ NRC ইশুতেও সরব হন মমতা । বলেন, "অসমে 12 লাখ হিন্দুকে ক্যাম্পে পাঠানো হয়েছে । যদি কাউকে NRC-র বলি হতে না হয় , যদি বাংলা থেকে কাউকে বিদায় নিতে না হয়, তাহলে স্বপ্ন দেখতে শিখতে হবে । তাই NRC-র বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে একজোট হতে হবে । "

Intro:wb_crb_05_mamata_bt_01_720531Body:wb_crb_05_mamata_bt_01_720531Conclusion:wb_crb_05_mamata_bt_01_720531
Last Updated : Nov 18, 2019, 10:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.