কোচবিহার, ২৬ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীদের একাংশ। তাঁদের অভিযোগ, রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে। কোচবিহারের মাথাভাঙা-১ ব্লকের বৈরাগীরহাট পঞ্চায়েতের জমিরডাঙা এলাকার ঘটনা। BJP এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, নয়ারহাট-খাগরিবাড়ি কালভার্ট থেকে জমিরডাঙা-বটতলা পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরির কাজ চলছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়। প্রায় আড়াই মাস ধরে কাজ চলছে। দেড় কোটি টাকার এই প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। একাধিকবার সংশ্লিষ্ট ঠিকাদারকে বিষয়টি নিয়ে অভিযোগ জানালেও তিনি গুরুত্ব দেননি।
গতকাল রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থানে গিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সুলতান মিয়া ও অমর রায় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। দ্রুত বিষয়টি মিটে যাওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা। পঞ্চায়েত প্রধান শম্পা রায়চৌধুরি বলেন, "বিষয়টি শুনেছি। দ্রুত সমস্যা মিটিয়ে রাস্তার কাজ ফের শুরু হবে।"
কোচবিহার জেলা BJP নেতা দধিরাম রায় বলেন, "তৃণমূল নেতারা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা আত্মসাৎ করছে। ঠিকাদারদের কাছ থেকে মোটা টাকা তোলা নিচ্ছে। তাই ওই প্রকল্পের কাজ নিয়ে জেলা জুড়ে অভিযোগ উঠেছে। মানুষ ছেড়ে কথা বলবে না। "