ETV Bharat / state

chitmahal : ছিটমহল বিনিময়ের ষষ্ঠ বর্ষ পূর্তিতে সাবেক ছিটে উড়ল জাতীয় পতাকা

দীর্ঘ টানাপোড়েনের পর 2015 সালের 31 জুলাই মধ্যরাতে ছিটমহল বিনিময় হয়েছিল । ভারতের অভ্যন্তরে থাকা 51টি বাংলাদেশি ছিটমহল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে মিশে গিয়েছিল । সেই সাবেক ছিটের বাসিন্দারা আজকের দিনেই ভারতের নাগরিকত্ব পান । তারপর থেকেই প্রতিবছর 31 জুলাই রাত ও 1 অগস্ট সকালে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় ।

ছিটমহলে উড়ল ভারতের জাতীয় পতাকা
ছিটমহলে উড়ল ভারতের জাতীয় পতাকা
author img

By

Published : Aug 1, 2021, 7:51 PM IST

কোচবিহার, 1 অগস্ট : ছিটমহল বিনিময়ের ষষ্ঠ বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হল কোচবিহার জেলার মধ্যে থাকা সাবেক ছিটগুলোতে । এই উপলক্ষ্যে শনিবার রাতে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি ফাটানো হয় আতসবাজি ৷ এরপর রবিবার সকালে প্রতিটি সাবেক ছিটে জাতীয় পতাকা তোলার পাশাপাশি চলে নানা অনুষ্ঠান ।


দীর্ঘ টানাপোড়েনের পর 2015 সালের 31 জুলাই মধ্যরাতে ছিটমহল বিনিময় হয়েছিল । ভারতের অভ্যন্তরে থাকা 51টি সাবেক বাংলাদেশি ছিটমহল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে মিশে গিয়েছিল । সেই সাবেক ছিটের বাসিন্দারা আজকের দিনেই ভারতের নাগরিকত্ব পান । তারপর থেকেই প্রতিবছর 31 জুলাই রাত ও 1 অগস্ট সকালে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় ।

আরও পড়ুন : আম-লিচু গাছই এখন সঙ্গী ছিটমহল আন্দোলনকারী অশীতিপর মনসুরের

রবিবার সকালে সবচেয়ে বড় সাবেক ছিট পোয়াতুরকুঠিতে জাতীয় পতাকা উত্তোলন করেন সেখানকার প্রবীণ বাসিন্দা মনসুর আলি । সাবেক ছিটের মশালডাঙায় জাতীয় পতাকা উত্তোলন করেন দিনহাটার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা উদয়ন গুহ । উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক-সহ স্থানীয় বাসিন্দারা ।

এদিন প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীর্ঘদিনের নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন সাবেক ছিটের বাসিন্দারা । তাই প্রতিবছর এই দিনটি নানা উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় ৷

কোচবিহার, 1 অগস্ট : ছিটমহল বিনিময়ের ষষ্ঠ বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হল কোচবিহার জেলার মধ্যে থাকা সাবেক ছিটগুলোতে । এই উপলক্ষ্যে শনিবার রাতে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি ফাটানো হয় আতসবাজি ৷ এরপর রবিবার সকালে প্রতিটি সাবেক ছিটে জাতীয় পতাকা তোলার পাশাপাশি চলে নানা অনুষ্ঠান ।


দীর্ঘ টানাপোড়েনের পর 2015 সালের 31 জুলাই মধ্যরাতে ছিটমহল বিনিময় হয়েছিল । ভারতের অভ্যন্তরে থাকা 51টি সাবেক বাংলাদেশি ছিটমহল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে মিশে গিয়েছিল । সেই সাবেক ছিটের বাসিন্দারা আজকের দিনেই ভারতের নাগরিকত্ব পান । তারপর থেকেই প্রতিবছর 31 জুলাই রাত ও 1 অগস্ট সকালে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় ।

আরও পড়ুন : আম-লিচু গাছই এখন সঙ্গী ছিটমহল আন্দোলনকারী অশীতিপর মনসুরের

রবিবার সকালে সবচেয়ে বড় সাবেক ছিট পোয়াতুরকুঠিতে জাতীয় পতাকা উত্তোলন করেন সেখানকার প্রবীণ বাসিন্দা মনসুর আলি । সাবেক ছিটের মশালডাঙায় জাতীয় পতাকা উত্তোলন করেন দিনহাটার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা উদয়ন গুহ । উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক-সহ স্থানীয় বাসিন্দারা ।

এদিন প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীর্ঘদিনের নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন সাবেক ছিটের বাসিন্দারা । তাই প্রতিবছর এই দিনটি নানা উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.