কলকাতা, 23 জুন : পশ্চিমঙ্গের বিধানসভার নির্বাচন চলাকালীন কোচবিহারের শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় কোচবিহার জেলার প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে গত 14 জুন সিআইডি তলব করে । তাঁকে 18 জুন ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় । দেবাশিস ধর সেই ঘটনার সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন তাই জিজ্ঞাসাবাদের জন্য এই তলব ।
মঙ্গবলার ফের দ্বিতীয় বারের জন্য ভবানীভবনে তলব করা হয় তাঁকে । সিআইডি সূত্রের খবর গতকাল দেবাশিস ধরের বক্তব্যে অসংগতি ছিল ।
জানা গিয়েছে আগের দিনের বক্তব্যের সঙ্গে এদিনের বক্তব্যে বিস্তর ফারাক ছিল । একাধিক প্রশ্নের উত্তরে মিলেছে অসংগতি ।
সিআইডি সূত্রের খবর ঘটনার দিন ঘটনাস্থল পরিদর্শনে যাননি প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধর ।
আরও পড়ুন...শীতলকুচি কাণ্ডে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে তলব সিআইডির
সিআইডি তরফে গতকাল তাঁকে জিজ্ঞাসা করা হয় তিনি গুলি চলার ঘটনা কখন জানতে পেরেছিলেন? সেই সময়ে উত্তরে দেবাশিস ঘোষ জানান, সিআইএসএফ এর কাছ থেকে তিনি গোটা ঘটনার বিবৃতি পেয়েছিলেন । সিআইএসএফ এর কাছ থেকে বিবৃতি নিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দেবাশিস ধর । সেই সময় তাঁকে প্রশ্ন করা হয়, ঘটনাস্থলে তিনি কবে পরিদর্শনের জন্য যান? উত্তরে দেবাশিস দাস জানান, ঘটনা ঘটার একদিন পর তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান । যদিও তিনি জানিয়েছেন, এই গুলি চালানোর ঘটনায় কোচবিহারের এসডিপিও এবং মাথাভাঙা থানার আইসির কাছ থেকে তিনি কোনো লিখিত রিপোর্ট নেননি ।
যদি আবার প্রয়োজন হয়, তাহলে দেবাশিস ধরকে তলব করা হতে পারে ।