কোচবিহার, 30 মে : করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার দিন এবার হোয়াটসঅ্যাপে বুক করা যাবে । কোচবিহার জেলা প্রশাসন শহর ও শহরতলীতে পরীক্ষামূলকভাবে এই প্রজেক্ট চালু করা হয়েছে । যাঁদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার সময় হয়ে গিয়েছে, তাঁরা আগামী সোমবার থেকে হোয়াটসঅ্যাপে ভ্যাকসিনেশনের দিন বুক করতে পারবেন । সফল হলে পরবর্তী সময়ে সমগ্র জেলায় এই হোয়াটঅ্যাপে দিন বুক করার এই প্রক্রিয়া চালু হবে। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানিয়েছেন, মানুষ যাতে সহজেই ভ্যাকসিন নিতে পারেন, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ।
প্রতিদিনই প্রায় আড়াইশোর বেশি মানুষ করোনা সংক্রমিত হচ্ছেন কোচবিহারে ৷ এই পরিস্থিতিতে জেলায় ভ্যাকসিনেশন শুরু হয়েছে ৷ শনিবারও 5,491 জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ এবং 100 জনকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে । জেলায় ইতিমধ্যে 2 লক্ষ 54 হাজার 696 জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওা হয়েছে ৷ এছাড়াও, 92 হাজার 899 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ তবে, প্রথম ডোজ দেওয়ার কিছুদিন পর থেকেই ভ্যাকসিন প্রাকররা দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য ভিড় করছে । কোথাও বা ভ্যাকসিন নেই, আবার কোথাও দ্বিতীয় ডোজ নেওয়ার সময় হওয়ার আগেই অনেকে ভ্যাকসিন নিতে চলে যাচ্ছেন ৷ এতে হাসপাতালগুলিতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ।
আরও পড়ুন : বিলাসবহুল হোটেলে টিকাকরণের ব্যবস্থা নিয়মবিরুদ্ধ, ব্যবস্থার হুঁশিয়ারি কেন্দ্রের
সমস্যার সমাধান করতে এবার হোয়াটসঅ্যাপে দ্বিতীয় ডোজের জন্য নাম ও দিন বুক করতে পারবেন প্রাপকরা । হোয়াটসঅ্যাপে ভ্যাকসিনেশনের দ্বিতীয় ডোজের দিন বুক করতে গেলে প্রাপককে তাঁর নাম ও বাড়ির ঠিকানা জানাতে হবে । এছাড়া ভ্যাকসিনের প্রথম ডোজ কোথা থেকে, কবে এবং কোন ভ্যাকসিন নিয়েছিলেন প্রাপক সেই তথ্যও দিতে হবে ৷ সেই তথ্য অনুযায়ী, প্রাপককে হোয়াটসঅ্যাপে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য, নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিক তারিখ দেওয়া হবে । সেখান থেকে একটি তারিখ বেছে নিতে হবে প্রাপককে ৷ সেই তারিখ মতো কোথায় ভ্যাকসিন দেওয়া হবে, তা জানিয়ে দেওয়া হবে ৷