ETV Bharat / state

নিজা়মউদ্দিন ফেরত জ্বর আক্রান্ত ব্যক্তির সোয়াব রিপোর্ট নেগেটিভ - সোয়াব পরীক্ষার রিপোর্ট

কোচবিহার থেকে ছয় জনের একটি দল গত 5 মার্চ দিল্লির নিজা়মউদ্দিনে রওনা দেন।11 মার্চ তাঁরা কোচবিহারে পৌঁছান।ছয়জনকে চিহ্নিত করে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে 5 জন সুস্থ থাকলে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। তবে দিনহাটার এক ব্যক্তির জ্বর থাকায় তাঁকে গত বুধবার রাতে কোচবিহার সরকারি মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়। কিন্তু ওই ব্যক্তির সোয়াব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আশায় স্বস্তি সব মহলেই ।

Swab report
সোয়াব রিপোর্ট নেগেটিভ
author img

By

Published : Apr 4, 2020, 5:30 PM IST


কোচবিহার, 4 এপ্রিল : নিজা়মউদ্দিন থেকে ফেরার পর জ্বরে আক্রান্ত হয়েছিলেন । কিন্তু ওই ব্যক্তির সোয়াব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আশায় স্বস্তি সব মহলেই । শনিবার দুপুরে ওই রিপোর্ট কোচবিহার মেডিকেলে এসে পৌঁছায় । কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, 'নিজা়মউদ্দিন থেকে ফেরত আসা ওই ব্যক্তির কোরোনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।'

কোচবিহার থেকে ছয় জনের একটি দল গত 5 মার্চ দিল্লির নিজা়মউদ্দিনে রওনা দেন। 7 থেকে 9 মার্চ সেখানে থাকার পর 10 মার্চ কোচবিহারের উদ্দেশ্যে ট্রেনে চাপেন । 11 মার্চ তাঁরা কোচবিহারে পৌছান। এরইমধ্যে দেশের বিভিন্ন এলাকায় নিজা়মউদ্দিনে ধর্মীয় সমাবেশে অংশ নেওয়া বেশ কয়েকজন কোরোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় কোচবিহারে। জেলারর বিভিন্ন এলাকায় নিজা়মউদ্দিন কারা গিয়েছিলেন সে খবর পৌঁছায় জেলা প্রশাসনের কাছে।

ছয়জনকে চিহ্নিত করে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাদের মধ্যে 5 জন সুস্থ থাকলে তাঁদের হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। তবে দিনহাটার এক ব্যক্তির জ্বর থাকায় তাঁকে গত বুধবার রাতে কোচবিহার সরকারি মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়। তাঁর পরিবারের তিন সদস্যেরও জ্বর থাকায় তাঁদের দিনহাটা হাসপাতালের কোয়ারান্টাইনে রাখা হয়। বৃহস্পতিবার ওই ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়। শনিবার দুপুরে তাঁর রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি ফিরল কোচবিহারে।


কোচবিহার, 4 এপ্রিল : নিজা়মউদ্দিন থেকে ফেরার পর জ্বরে আক্রান্ত হয়েছিলেন । কিন্তু ওই ব্যক্তির সোয়াব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আশায় স্বস্তি সব মহলেই । শনিবার দুপুরে ওই রিপোর্ট কোচবিহার মেডিকেলে এসে পৌঁছায় । কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, 'নিজা়মউদ্দিন থেকে ফেরত আসা ওই ব্যক্তির কোরোনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।'

কোচবিহার থেকে ছয় জনের একটি দল গত 5 মার্চ দিল্লির নিজা়মউদ্দিনে রওনা দেন। 7 থেকে 9 মার্চ সেখানে থাকার পর 10 মার্চ কোচবিহারের উদ্দেশ্যে ট্রেনে চাপেন । 11 মার্চ তাঁরা কোচবিহারে পৌছান। এরইমধ্যে দেশের বিভিন্ন এলাকায় নিজা়মউদ্দিনে ধর্মীয় সমাবেশে অংশ নেওয়া বেশ কয়েকজন কোরোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় কোচবিহারে। জেলারর বিভিন্ন এলাকায় নিজা়মউদ্দিন কারা গিয়েছিলেন সে খবর পৌঁছায় জেলা প্রশাসনের কাছে।

ছয়জনকে চিহ্নিত করে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাদের মধ্যে 5 জন সুস্থ থাকলে তাঁদের হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। তবে দিনহাটার এক ব্যক্তির জ্বর থাকায় তাঁকে গত বুধবার রাতে কোচবিহার সরকারি মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়। তাঁর পরিবারের তিন সদস্যেরও জ্বর থাকায় তাঁদের দিনহাটা হাসপাতালের কোয়ারান্টাইনে রাখা হয়। বৃহস্পতিবার ওই ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়। শনিবার দুপুরে তাঁর রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি ফিরল কোচবিহারে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.