কোচবিহার, 9 ফেব্রুয়ারি : সীমান্তে এতদিন ছিল না কোনও কাঁটাতারের বেড়া ৷ ফলে অনেকেই বেআইনিভাবে এদেশে ঢুকে পড়ত ৷ অভিযোগ, সীমান্তবর্তী গ্রামগুলিতে চলত অনেক পাচার কাজ ৷ চুরি যেত গোরু ৷ এই সমস্ত বেআইনি কাজ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর কাজ শুরু হল ৷ গতকাল মেখলিগঞ্জের ভোটবাড়িতে এই কাজ শুরু হয় ৷ কাজ কতটা এগোল তা দেখতে এলাকায় এসেছিলেন BSF-র 148 নম্বর ব্যাটেলিয়নের CO বি শাহু ৷
কোচবিহারের তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত প্রায় 400 কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে ৷ এত দীর্ঘ সীমান্তের অধিকাংশ এলাকাতেই কাঁটাতারের বেড়া রয়েছে ৷ তবে, বেশ কিছু জায়গায় নদী থাকার কারণে বা সীমানাগত সমস্যার কারণে কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি ৷ আর এই সুযোগ নিয়েই চলতে থাকে গোরু পাচার ৷ অভিযোগ, ওপার বাংলা থেকে এদেশে এসে লুটপাট চালিয়েও যেত দুষ্কৃতীরা ৷
দীর্ঘদিন ধরে এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার দাবি জানিয়ে এসেছিল স্থানীয়রা ৷ সম্প্রতি ETV ভারতে সেই খবর প্রকাশিত হয় ৷ তারপরই নড়েচড়ে বসে প্রশাসন ৷ শুরু হয় সীমান্তের কাঁটাতারের বেড়া লাগানোর কাজ ৷ বর্তমানে প্রশাসনের পদক্ষেপে খুশি স্থানীয়রা ৷