ETV Bharat / state

মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে শুরু কাঁটাতার লাগানোর কাজ - Coochbehar

অনেকদিন ধরেই গোরু পাচার, বাড়িতে লুটপাটের অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা ৷ অবশেষে ভারত-বাংলাদেশ সীমান্তের বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া লাগানোর সিদ্ধান্ত নিল প্রশাসন ৷ গতকাল থেকেই শুরু হয়েছে তার কাজ ৷

ভারত-বাংলাদেশ সীমান্ত
ভারত-বাংলাদেশ সীমান্ত
author img

By

Published : Feb 9, 2020, 8:39 AM IST

কোচবিহার, 9 ফেব্রুয়ারি : সীমান্তে এতদিন ছিল না কোনও কাঁটাতারের বেড়া ৷ ফলে অনেকেই বেআইনিভাবে এদেশে ঢুকে পড়ত ৷ অভিযোগ, সীমান্তবর্তী গ্রামগুলিতে চলত অনেক পাচার কাজ ৷ চুরি যেত গোরু ৷ এই সমস্ত বেআইনি কাজ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর কাজ শুরু হল ৷ গতকাল মেখলিগঞ্জের ভোটবাড়িতে এই কাজ শুরু হয় ৷ কাজ কতটা এগোল তা দেখতে এলাকায় এসেছিলেন BSF-র 148 নম্বর ব্যাটেলিয়নের CO বি শাহু ৷

কোচবিহারের তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত প্রায় 400 কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে ৷ এত দীর্ঘ সীমান্তের অধিকাংশ এলাকাতেই কাঁটাতারের বেড়া রয়েছে ৷ তবে, বেশ কিছু জায়গায় নদী থাকার কারণে বা সীমানাগত সমস্যার কারণে কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি ৷ আর এই সুযোগ নিয়েই চলতে থাকে গোরু পাচার ৷ অভিযোগ, ওপার বাংলা থেকে এদেশে এসে লুটপাট চালিয়েও যেত দুষ্কৃতীরা ৷

দীর্ঘদিন ধরে এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার দাবি জানিয়ে এসেছিল স্থানীয়রা ৷ সম্প্রতি ETV ভারতে সেই খবর প্রকাশিত হয় ৷ তারপরই নড়েচড়ে বসে প্রশাসন ৷ শুরু হয় সীমান্তের কাঁটাতারের বেড়া লাগানোর কাজ ৷ বর্তমানে প্রশাসনের পদক্ষেপে খুশি স্থানীয়রা ৷

গতকাল থেকেই এলাকায় কাঁটাতার লাগানোর কাজ শুরু করেছে প্রশাসন

কোচবিহার, 9 ফেব্রুয়ারি : সীমান্তে এতদিন ছিল না কোনও কাঁটাতারের বেড়া ৷ ফলে অনেকেই বেআইনিভাবে এদেশে ঢুকে পড়ত ৷ অভিযোগ, সীমান্তবর্তী গ্রামগুলিতে চলত অনেক পাচার কাজ ৷ চুরি যেত গোরু ৷ এই সমস্ত বেআইনি কাজ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর কাজ শুরু হল ৷ গতকাল মেখলিগঞ্জের ভোটবাড়িতে এই কাজ শুরু হয় ৷ কাজ কতটা এগোল তা দেখতে এলাকায় এসেছিলেন BSF-র 148 নম্বর ব্যাটেলিয়নের CO বি শাহু ৷

কোচবিহারের তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত প্রায় 400 কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে ৷ এত দীর্ঘ সীমান্তের অধিকাংশ এলাকাতেই কাঁটাতারের বেড়া রয়েছে ৷ তবে, বেশ কিছু জায়গায় নদী থাকার কারণে বা সীমানাগত সমস্যার কারণে কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি ৷ আর এই সুযোগ নিয়েই চলতে থাকে গোরু পাচার ৷ অভিযোগ, ওপার বাংলা থেকে এদেশে এসে লুটপাট চালিয়েও যেত দুষ্কৃতীরা ৷

দীর্ঘদিন ধরে এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার দাবি জানিয়ে এসেছিল স্থানীয়রা ৷ সম্প্রতি ETV ভারতে সেই খবর প্রকাশিত হয় ৷ তারপরই নড়েচড়ে বসে প্রশাসন ৷ শুরু হয় সীমান্তের কাঁটাতারের বেড়া লাগানোর কাজ ৷ বর্তমানে প্রশাসনের পদক্ষেপে খুশি স্থানীয়রা ৷

গতকাল থেকেই এলাকায় কাঁটাতার লাগানোর কাজ শুরু করেছে প্রশাসন
Intro:কোচবিহারঃ ETV র খবরের জের । উন্মুক্ত সীমান্তে লাগানো শুরু হল কাঁটাতারের বেড়া। শনিবার মেখলিগঞ্জ এর ভোট বাড়িতে এই কাজের সূচনা হয় । সেই কাজ খতিয়ে দেখতে ভারত-বাংলাদেশ সীমান্তের ভোটবাড়িতে আসেন বিএসএফের 148 নম্বর ব্যাটালিয়নের সিও বি শাহু। যদিও এনিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত প্রায় 400 কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। এই দীর্ঘ সীমান্তের অধিকাংশ এলাকাতেই কাটাতারের বেড়া থাকলেও কিছু কিছু এলাকায় সীমানাগত সমস্যার কারণে এবং নদী থাকার কারণে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। আর কাটাতার না থাকার সুযোগে ওইসব এলাকায় দিয়ে গরু পাচার করে পাচারকারীরা। গরু নিয়ে যাওয়ার পথে জমির ফসল নষ্ট হয়। এছাড়া খোলা সীমান্ত থাকায় বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এপারে এসে বাড়িতে লুটপাট চালিয়ে ওপারে চলে যায়। তাই দীর্ঘদিন ধরে ওই এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার দাবি জানিয়ে আসছিল বাসিন্দারা। সম্প্রতি ETV ভারতে সেখবর প্রকাশিত হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। এরপর শনিবার সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর কাজ শুরু হল। এতে খুশি স্থানীয় বাসিন্দারা।।। # শুভঙ্কর সাহা। Body:wb_crb_03_border_fencing_7205341Conclusion:wb_crb_03_border_fencing_7205341
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.