ETV Bharat / state

Body Recover: কলেজ হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য কোচবিহারে - কোচবিহার এবিএন শীল কলেজ হস্টেলে ছাত্রীর দেহ উদ্ধার

হস্টেলে থেকে ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারের এবিএন শীল কলেজে ৷ সোমবার সকালে ওই কলেজের হস্টেল থেকে তৃতীয় বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ(Body Recover)৷

Etv Bharat
কলেজ হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Dec 5, 2022, 2:07 PM IST

কোচবিহার, 5 ডিসেম্বর: কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারে । সোমবার সকালে কোচবিহার এবিএন শীল কলেজের সিস্টার নিবেদিতা গার্লস হস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়(Student Hanging Body Recovered from ABN Seal College Hostel)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম নিবেদিতা সরকার । কোচবিহার এবিএন শীল কলেজের(A B N Seal College Cooch behar)দর্শন বিষয়ের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি । বাড়ি আলিপুরদুয়ার জেলার জটেশ্বরে । সোমবার সকালে তাঁকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় হস্টেলে থাকা অন্যান্য ছাত্রীরা । খবর দেওয়া হয় কোতোয়ালি থানায় ৷ পুলিশের পাশাপাশি কলেজের শিক্ষিকারাও হস্টেলে আসেন । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা করেছে ওই ছাত্রী । গোটা ঘটনার তদন্তে তার সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । তবে ঠিক কারণে মৃত্যু তা এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন : নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নামখানায়

কোচবিহার, 5 ডিসেম্বর: কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারে । সোমবার সকালে কোচবিহার এবিএন শীল কলেজের সিস্টার নিবেদিতা গার্লস হস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়(Student Hanging Body Recovered from ABN Seal College Hostel)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম নিবেদিতা সরকার । কোচবিহার এবিএন শীল কলেজের(A B N Seal College Cooch behar)দর্শন বিষয়ের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি । বাড়ি আলিপুরদুয়ার জেলার জটেশ্বরে । সোমবার সকালে তাঁকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় হস্টেলে থাকা অন্যান্য ছাত্রীরা । খবর দেওয়া হয় কোতোয়ালি থানায় ৷ পুলিশের পাশাপাশি কলেজের শিক্ষিকারাও হস্টেলে আসেন । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা করেছে ওই ছাত্রী । গোটা ঘটনার তদন্তে তার সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । তবে ঠিক কারণে মৃত্যু তা এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন : নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নামখানায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.