ETV Bharat / state

চ্যাংরাবান্ধা সীমান্ত অঞ্চলকে জীবাণুমুক্ত করতে তৎপর প্রশাসন

আজ ভারত-বাংলা সীমান্তের চ্যাংরাবান্ধা অঞ্চলে রাসায়নিক স্প্রে করল মেখলিগঞ্জ দমকলকেন্দ্র । উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক, মেখলিগঞ্জ দমকলের একাধিক আধিকারিক ও চ্যাংরাবান্ধা ব্যবসায়ী সংগঠনের তরফে মিতুল সাহা ৷

coachbihar
কোরোনা
author img

By

Published : Mar 31, 2020, 11:37 PM IST

Updated : Mar 31, 2020, 11:44 PM IST

কোচবিহার , 31 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ রোধে তৎপর গোটা দেশ ৷ তৎপর রাজ্য ও কেন্দ্রীয় সরকার ৷ আজ ভারত-বাংলা সীমান্তের চ্যাংরাবান্ধা অঞ্চলে রাসায়নিক স্প্রে করল মেখলিগঞ্জ দমকলকেন্দ্র। বর্তমানে ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ ৷ তবে, এখনও পর্যন্ত বাজ্যের জন্য পরিবহন বন্ধ থাকার বিষয়ে কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে তেমন নির্দেশিকা আসেনি চ্যাংরাবান্ধা শুল্ক দপ্তরের আধিকারিকদের কাছে ৷

আজ চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট, জ়িরো পয়েন্টসহ আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় রাসায়নিক স্প্রে করা হয় ৷ উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক, মেখলিগঞ্জ দমকলের একাধিক আধিকারিকরা ও চ্যাংরাবান্ধা ব্যবসায়ী সংগঠনের তরফে মিতুল সাহা ৷

চ্যাংরাবান্ধা হল আন্তজার্তিক বাণিজ্য কেন্দ্র ৷ আমদানি ও রপ্তানি বাণিজ্যের সঙ্গে ভারত -বাংলাদেশ -নেপাল -ভুটানের লোকজনের আসা যাওয়ার কেন্দ্র এটি ৷ ইমিগ্রেশন বন্ধ হলেও , এখন পর্যন্ত চলাচল বন্ধ হয়নি পণ্যবাহী গাড়িগুলির ৷ এই আবস্থায় সীমান্ত এবং সংলগ্ন এলাকাকে জীবাণু মুক্ত করতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর ৷ অন্যদিকে , কোরোনা আতঙ্কে চ্যাংরাবান্ধা এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ,ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন,সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশন নিজেরাই 22 ফেব্রয়ারি থেকে আমদানি ও রপ্তানি বন্ধ রেখেছেন । কবে নাগাদ বাণিজ্য চালু হবে তা এখনও পরিষ্কার নয় ৷

কোচবিহার , 31 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ রোধে তৎপর গোটা দেশ ৷ তৎপর রাজ্য ও কেন্দ্রীয় সরকার ৷ আজ ভারত-বাংলা সীমান্তের চ্যাংরাবান্ধা অঞ্চলে রাসায়নিক স্প্রে করল মেখলিগঞ্জ দমকলকেন্দ্র। বর্তমানে ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ ৷ তবে, এখনও পর্যন্ত বাজ্যের জন্য পরিবহন বন্ধ থাকার বিষয়ে কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে তেমন নির্দেশিকা আসেনি চ্যাংরাবান্ধা শুল্ক দপ্তরের আধিকারিকদের কাছে ৷

আজ চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট, জ়িরো পয়েন্টসহ আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় রাসায়নিক স্প্রে করা হয় ৷ উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক, মেখলিগঞ্জ দমকলের একাধিক আধিকারিকরা ও চ্যাংরাবান্ধা ব্যবসায়ী সংগঠনের তরফে মিতুল সাহা ৷

চ্যাংরাবান্ধা হল আন্তজার্তিক বাণিজ্য কেন্দ্র ৷ আমদানি ও রপ্তানি বাণিজ্যের সঙ্গে ভারত -বাংলাদেশ -নেপাল -ভুটানের লোকজনের আসা যাওয়ার কেন্দ্র এটি ৷ ইমিগ্রেশন বন্ধ হলেও , এখন পর্যন্ত চলাচল বন্ধ হয়নি পণ্যবাহী গাড়িগুলির ৷ এই আবস্থায় সীমান্ত এবং সংলগ্ন এলাকাকে জীবাণু মুক্ত করতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর ৷ অন্যদিকে , কোরোনা আতঙ্কে চ্যাংরাবান্ধা এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ,ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন,সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশন নিজেরাই 22 ফেব্রয়ারি থেকে আমদানি ও রপ্তানি বন্ধ রেখেছেন । কবে নাগাদ বাণিজ্য চালু হবে তা এখনও পরিষ্কার নয় ৷

Last Updated : Mar 31, 2020, 11:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.