ETV Bharat / state

Madhyamik Examination: মাধ্যমিকে 'পা দিয়ে' লিখে স্বপ্ন জয় করতে চান মানসী

author img

By

Published : Feb 22, 2023, 9:20 PM IST

আগামিকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2023)৷ কোচবিহার থেকে এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মানসী ৷ তবে আর সকলের থেকে আলাদা তার জীবনী ৷ হাত দিয়ে নয়, 'পা দিয়ে ' লিখে জীবনের স্বপ্ন জয় করতে চায় মানসী।

Madhyamik Examination
'পা দিয়ে' লিখে স্বপ্ন জয়
পা দিয়ে লিখে স্বপ্ন জয়ের আশা মানসীর

কোচবিহার, 22ফেব্রুয়ারি: বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (specially able student attend madhyamik examination)৷ আর সকলের মতো এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কোচবিহারের মেখলিগঞ্জের রানিরহাট এলাকার বিশেষ ক্ষমতা সম্পন্ন পড়ুয়া মানসী বর্মা ৷ তবে এবার সেই পরীক্ষায় খাতায় পা-দিয়ে লিখে পরীক্ষা দেবে সে ৷ শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে জীবনের সাফল্য লাভের স্বপ্ন দেখে মানসী । তার অদম্য মানসিক ইচ্ছার কাছে শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে ৷

মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত জোঠিয়ার বাড়ি এলাকায় তাঁর বাড়ি। স্থানীয় শৌলমারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সে । জন্মের পর থেকেই 80% বিশেষ ক্ষমতা সম্পন্ন সে । হাঁটাচলা করতে পারে ও মুখে কথা বলতে পারলেও, হাত দিয়ে বিশেষ কিছু করতে সে পারে না । জীবন যুদ্ধে সংগ্রাম করতেই হবে, থেমে থাকলে চলবে না, এই অদম্য মানসিক জোর থেকেই সে প্রস্তুতি শুরু করে দেয় । হাত নয় তার পা দিয়ে শুরু হয় অক্ষর লেখা । তারপর শুরু হয় বাক্য গঠন ৷ ছোট থেকে অভ্যাস করতে করতে পা দিয়েই লেখার কৌশল রপ্ত করে ফেলে বছর ষোলোর মানসী ।

আরও পড়ুন: এবার মাধ্যমিকে গার্ড দেবেন প্রাথমিকের শিক্ষকরা, 'নজিরবিহীন ঘটনা' উত্তর দিনাজপুরে

আগামিকাল 23 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা । স্থানীয় আলোক ঝাড়ি স্কুলে সেন্টার পড়েছে তাঁর ৷ ফলে আর সাধারণ সহপাঠির মতো পরীক্ষা দিতে যাবে মেধাবী মানসী । ব্যতিক্রম হাত দিয়ে নয়, পা-দিয়ে লিখে পরীক্ষা দেবে সে এবার । মানসীর এই বিশেষ সত্ত্বা প্রসঙ্গেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, বরাবর মেধাবী ছাত্রী মানসী । তবে পা দিয়ে লেখার কারণে,তাঁর লেখার গতি খুব কম ৷ সেই কারণে এবারের মাধ্যমিক পরীক্ষায়, মানসীর জন্য অতিরিক্ত 45 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে । মানসী বলেন, "ছোট বেলা থেকেই পা দিয়ে লেখার চেষ্টা করেছি । এবারে মাধ্যমিকে 'পা দিয়ে লিখে জীবনের স্বপ্ন জয় করতে চাই ৷"

পা দিয়ে লিখে স্বপ্ন জয়ের আশা মানসীর

কোচবিহার, 22ফেব্রুয়ারি: বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (specially able student attend madhyamik examination)৷ আর সকলের মতো এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কোচবিহারের মেখলিগঞ্জের রানিরহাট এলাকার বিশেষ ক্ষমতা সম্পন্ন পড়ুয়া মানসী বর্মা ৷ তবে এবার সেই পরীক্ষায় খাতায় পা-দিয়ে লিখে পরীক্ষা দেবে সে ৷ শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে জীবনের সাফল্য লাভের স্বপ্ন দেখে মানসী । তার অদম্য মানসিক ইচ্ছার কাছে শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে ৷

মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত জোঠিয়ার বাড়ি এলাকায় তাঁর বাড়ি। স্থানীয় শৌলমারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সে । জন্মের পর থেকেই 80% বিশেষ ক্ষমতা সম্পন্ন সে । হাঁটাচলা করতে পারে ও মুখে কথা বলতে পারলেও, হাত দিয়ে বিশেষ কিছু করতে সে পারে না । জীবন যুদ্ধে সংগ্রাম করতেই হবে, থেমে থাকলে চলবে না, এই অদম্য মানসিক জোর থেকেই সে প্রস্তুতি শুরু করে দেয় । হাত নয় তার পা দিয়ে শুরু হয় অক্ষর লেখা । তারপর শুরু হয় বাক্য গঠন ৷ ছোট থেকে অভ্যাস করতে করতে পা দিয়েই লেখার কৌশল রপ্ত করে ফেলে বছর ষোলোর মানসী ।

আরও পড়ুন: এবার মাধ্যমিকে গার্ড দেবেন প্রাথমিকের শিক্ষকরা, 'নজিরবিহীন ঘটনা' উত্তর দিনাজপুরে

আগামিকাল 23 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা । স্থানীয় আলোক ঝাড়ি স্কুলে সেন্টার পড়েছে তাঁর ৷ ফলে আর সাধারণ সহপাঠির মতো পরীক্ষা দিতে যাবে মেধাবী মানসী । ব্যতিক্রম হাত দিয়ে নয়, পা-দিয়ে লিখে পরীক্ষা দেবে সে এবার । মানসীর এই বিশেষ সত্ত্বা প্রসঙ্গেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, বরাবর মেধাবী ছাত্রী মানসী । তবে পা দিয়ে লেখার কারণে,তাঁর লেখার গতি খুব কম ৷ সেই কারণে এবারের মাধ্যমিক পরীক্ষায়, মানসীর জন্য অতিরিক্ত 45 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে । মানসী বলেন, "ছোট বেলা থেকেই পা দিয়ে লেখার চেষ্টা করেছি । এবারে মাধ্যমিকে 'পা দিয়ে লিখে জীবনের স্বপ্ন জয় করতে চাই ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.