ETV Bharat / state

Bangladeshi Arrest : স্বাধীনতা দিবসের আগে কোচবিহারে ধৃত ছয় বাংলাদেশি, জালে দুই ভারতীয়ও - কোচবিহার

স্বাধীনতার দিবসের আগে কোচবিহার থেকে ছয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল বিএসএফ ৷ পাকড়াও করা হল দুই ভারতীয়কেও ৷ পরে ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

six Bangladeshis and two Indians arrested in Coochbehar before Independence day
Bangladeshi Arrest : স্বাধীনতা দিবসের আগে কোচবিহারে ধৃত ছয় বাংলাদেশি, জালে দুই ভারতীয়ও
author img

By

Published : Aug 13, 2021, 2:38 PM IST

কোচবিহার, 13 অগস্ট : অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ছয় বাংলাদেশি ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হতে হল ভারতের দুই নাগরিককেও ৷ কোচবিহারের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তাঁদের পাকড়াও করেন বিএসএফ জওয়ানরা ৷ পরে ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন : অবৈধ অনুপ্রবেশের দায়ে গোয়ালপোখরে গ্রেফতার সাত বাংলাদেশি

কোচবিহারের সীমান্ত এলাকাগুলি দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ নতুন কিছু নয় ৷ গোপন সূত্রে তেমনই একটি খবর এসে পৌঁছয় বিএসএফ-এর কাছে ৷ এরপরই বাহিনীর 148 নম্বর ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালান ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে ৷ সঙ্গে ছিলেন গোয়েন্দা বিভাগের প্রতিনিধিরাও ৷ ওই গ্রাম থেকেই ছয় বাংলাদেশিকে গ্রেফতার করা হয় ৷ ধৃতরা হলেন, বাদল (35), আমির খান (24), মনির শেখ (36), মিজরুল ওয়াহিদ (36), মহম্মদ আরিফ (32) এবং ওয়াসিম (40) ৷ এঁরা সকলেই চোরাপথে নিরাপত্তাবাহিনীর নজর এড়িয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন ৷

গোটা ঘটনায় নাম জড়িয়েছে দুই ভারতীয়রও ৷ সূত্রের দাবি, মূলত তাঁদের যোগসাজশেই ভারতে অনুপ্রবেশ করেন ধৃত ছয় বাংলাদেশি ৷ অভিযুক্ত দুই ভারতীয় হলেন কমল রায় ও চন্দন রায় ৷ তাঁরা দু’জনেই মেখলিগঞ্জ সীমান্তের কুচলিবাড়ির বাসিন্দা ৷ তাঁদেরও গ্রেফতার করা হয় ৷ পরে ধৃত ছ’জনকেই মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ ৷ সূত্রের খবর, বিএসএফ যখন তাঁদের পাকড়াও করে, তখন তাঁরা ছোট একটি চারচাকা গাড়িতে মেখলিগঞ্জ থেকে চ্যাংরাবান্ধার দিকে যাচ্ছিলেন ৷ ধৃতদের কাছ থেকে 24 হাজার 875 টাকা এবং ছ’টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এছাড়াও উদ্ধার করা হয়েছে কিছু ভেষজ ওষুধ এবং মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকার মুদ্রা ৷

আরও পড়ুন : সরকারি সম্মতিতে অবশেষে ভারতে আটকে থাকা বাংলাদেশিরা ঘরে ফিরছেন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের সকলকেই দফায় দফায় জেরা করা হচ্ছে ৷ তাঁরা কেন বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ তাঁদের কাছে অন্যান্য দেশের মুদ্রা কীভাবে এল, তাও জানতে চাইছে পুলিশ ৷ পাশাপাশি, ধৃত দুই ভারতীয় আন্তর্জাতিক কোনও পাচারচক্র বা চোরাচালানকারীদের সঙ্গে জড়িত কিনা, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷ স্বাধীনতা দিবসের আগে এমন ঘটনায় চিন্তা বেড়েছে স্থানীয় প্রশাসনের ৷

কোচবিহার, 13 অগস্ট : অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ছয় বাংলাদেশি ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হতে হল ভারতের দুই নাগরিককেও ৷ কোচবিহারের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তাঁদের পাকড়াও করেন বিএসএফ জওয়ানরা ৷ পরে ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন : অবৈধ অনুপ্রবেশের দায়ে গোয়ালপোখরে গ্রেফতার সাত বাংলাদেশি

কোচবিহারের সীমান্ত এলাকাগুলি দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ নতুন কিছু নয় ৷ গোপন সূত্রে তেমনই একটি খবর এসে পৌঁছয় বিএসএফ-এর কাছে ৷ এরপরই বাহিনীর 148 নম্বর ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালান ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে ৷ সঙ্গে ছিলেন গোয়েন্দা বিভাগের প্রতিনিধিরাও ৷ ওই গ্রাম থেকেই ছয় বাংলাদেশিকে গ্রেফতার করা হয় ৷ ধৃতরা হলেন, বাদল (35), আমির খান (24), মনির শেখ (36), মিজরুল ওয়াহিদ (36), মহম্মদ আরিফ (32) এবং ওয়াসিম (40) ৷ এঁরা সকলেই চোরাপথে নিরাপত্তাবাহিনীর নজর এড়িয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন ৷

গোটা ঘটনায় নাম জড়িয়েছে দুই ভারতীয়রও ৷ সূত্রের দাবি, মূলত তাঁদের যোগসাজশেই ভারতে অনুপ্রবেশ করেন ধৃত ছয় বাংলাদেশি ৷ অভিযুক্ত দুই ভারতীয় হলেন কমল রায় ও চন্দন রায় ৷ তাঁরা দু’জনেই মেখলিগঞ্জ সীমান্তের কুচলিবাড়ির বাসিন্দা ৷ তাঁদেরও গ্রেফতার করা হয় ৷ পরে ধৃত ছ’জনকেই মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ ৷ সূত্রের খবর, বিএসএফ যখন তাঁদের পাকড়াও করে, তখন তাঁরা ছোট একটি চারচাকা গাড়িতে মেখলিগঞ্জ থেকে চ্যাংরাবান্ধার দিকে যাচ্ছিলেন ৷ ধৃতদের কাছ থেকে 24 হাজার 875 টাকা এবং ছ’টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এছাড়াও উদ্ধার করা হয়েছে কিছু ভেষজ ওষুধ এবং মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকার মুদ্রা ৷

আরও পড়ুন : সরকারি সম্মতিতে অবশেষে ভারতে আটকে থাকা বাংলাদেশিরা ঘরে ফিরছেন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের সকলকেই দফায় দফায় জেরা করা হচ্ছে ৷ তাঁরা কেন বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ তাঁদের কাছে অন্যান্য দেশের মুদ্রা কীভাবে এল, তাও জানতে চাইছে পুলিশ ৷ পাশাপাশি, ধৃত দুই ভারতীয় আন্তর্জাতিক কোনও পাচারচক্র বা চোরাচালানকারীদের সঙ্গে জড়িত কিনা, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷ স্বাধীনতা দিবসের আগে এমন ঘটনায় চিন্তা বেড়েছে স্থানীয় প্রশাসনের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.