ETV Bharat / state

West Bengal By-polls : কৃষ্ণ কল্যাণীর দলবদল নিয়ে তৃণমূলকে ঠুকলেন শমীক ভট্টাচার্য - TMC

বুধবার ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ সেই ইস্যুতেই এবার জোড়াফুল শিবিরকে একহাত নিলেন শমীক ভট্টাচার্য ৷

West Bengal By-polls
কৃষ্ণ কল্যাণীর দলবদল নিয়ে তৃণমূলকে ঠুঁকলেন শমীক ভট্টাচার্য
author img

By

Published : Oct 28, 2021, 12:41 PM IST

কলকাতা, 28 অক্টোবর : জল্পনা তৈরি হয়েছিল বেশ কিছুদিন ধরেই ৷ কানাঘুষো চলছিলই যে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন বলে ৷ শেষ পর্যন্ত তাই হয়েছে ৷ বুধবার ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ সেই ইস্যুতেই এবার জোড়াফুল শিবিরকে একহাত নিলেন শমীক ভট্টাচার্য ৷

আরও পড়ুন : Kiran Gosavi : আরিয়ানের সঙ্গে সেলফিতে বিতর্ক, পুরনো মামলায় ‘পলাতক’ কিরণের নামে জারি লুকআউট নোটিস

শমীক ভট্টাচার্য বলেন, "যে রাজ্যের পরিষদীয় মন্ত্রী দল ভাঙানোর কাজে লিপ্ত, যে রাজ্যের শিল্পমন্ত্রী দল ভাঙানোর কাজে লিপ্ত, যে রাজ্যের শিল্পমন্ত্রী বাইরে থেকে কোনও শিল্পপতিদের ধরে আনতে পারছেন না । এই রাজ্যের যারা শিল্পপতিদের ভিন রাজ্যে পাঠিয়ে দিচ্ছেন । তিনি অন্য দল থেকে লোক ধরে আনছেন । তা হলে সেই রাজ্যের ভবিষ্যৎ কী ? সে রাজ্যের পরবর্তী প্রজন্মের জন্য কী অপেক্ষা করছে মানুষ জানে ।"

দিনহাটায় দিলীপ ঘোষ-সুকান্ত মজুমদারের BSF ক্যাম্পে বৈঠক প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, "সংসদ প্রতিনিধিরা তখনই BSF ক্যাম্পে যায়, যখন তারা আমন্ত্রন জানায় । দু'জন জনপ্রতিনিধি হিসাবে তারা BSF ক্যাম্পে গিয়েছিলেন । তা হলে কোনও MLA, MP কি থানায় যেতে পারবে না ? কোনও কাউন্সিলর থানায় যেতে পারবে না ? এইগুলো কোনও ঘটনাই নয় ।"

আরও পড়ুন : Sameer Wankhede : বলি সেলেবদের ফোনে আড়ি পাতেন সমীর, অভিযোগ নবাব মালিকের

পেগাসাস ইস্যুতে শমীক ভট্টাচার্য বলেন, "সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলা চলছে । সেটা নিয়ে সংসদেও আলোচনা চলবে । বিরোধীরা যা চেয়েছিলেন তা হয়েছে । নিরপেক্ষ তদন্তই হবে । একজন প্রাক্তন বিচারপতিকে সামনে রেখে বরং তদন্ত হোক। সরকার যা জানানোর তা সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাবে ।"

কলকাতা, 28 অক্টোবর : জল্পনা তৈরি হয়েছিল বেশ কিছুদিন ধরেই ৷ কানাঘুষো চলছিলই যে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন বলে ৷ শেষ পর্যন্ত তাই হয়েছে ৷ বুধবার ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ সেই ইস্যুতেই এবার জোড়াফুল শিবিরকে একহাত নিলেন শমীক ভট্টাচার্য ৷

আরও পড়ুন : Kiran Gosavi : আরিয়ানের সঙ্গে সেলফিতে বিতর্ক, পুরনো মামলায় ‘পলাতক’ কিরণের নামে জারি লুকআউট নোটিস

শমীক ভট্টাচার্য বলেন, "যে রাজ্যের পরিষদীয় মন্ত্রী দল ভাঙানোর কাজে লিপ্ত, যে রাজ্যের শিল্পমন্ত্রী দল ভাঙানোর কাজে লিপ্ত, যে রাজ্যের শিল্পমন্ত্রী বাইরে থেকে কোনও শিল্পপতিদের ধরে আনতে পারছেন না । এই রাজ্যের যারা শিল্পপতিদের ভিন রাজ্যে পাঠিয়ে দিচ্ছেন । তিনি অন্য দল থেকে লোক ধরে আনছেন । তা হলে সেই রাজ্যের ভবিষ্যৎ কী ? সে রাজ্যের পরবর্তী প্রজন্মের জন্য কী অপেক্ষা করছে মানুষ জানে ।"

দিনহাটায় দিলীপ ঘোষ-সুকান্ত মজুমদারের BSF ক্যাম্পে বৈঠক প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, "সংসদ প্রতিনিধিরা তখনই BSF ক্যাম্পে যায়, যখন তারা আমন্ত্রন জানায় । দু'জন জনপ্রতিনিধি হিসাবে তারা BSF ক্যাম্পে গিয়েছিলেন । তা হলে কোনও MLA, MP কি থানায় যেতে পারবে না ? কোনও কাউন্সিলর থানায় যেতে পারবে না ? এইগুলো কোনও ঘটনাই নয় ।"

আরও পড়ুন : Sameer Wankhede : বলি সেলেবদের ফোনে আড়ি পাতেন সমীর, অভিযোগ নবাব মালিকের

পেগাসাস ইস্যুতে শমীক ভট্টাচার্য বলেন, "সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলা চলছে । সেটা নিয়ে সংসদেও আলোচনা চলবে । বিরোধীরা যা চেয়েছিলেন তা হয়েছে । নিরপেক্ষ তদন্তই হবে । একজন প্রাক্তন বিচারপতিকে সামনে রেখে বরং তদন্ত হোক। সরকার যা জানানোর তা সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.