ETV Bharat / state

Salary Pension Crisis In Coochbehar : ফান্ডের অভাবে আটকে কোচবিহার পৌরসভায় অস্থায়ী কর্মীদের বেতন ও পেনশন

সময়ে পেনশন ও বেতনের টাকা না পাওয়ায় সমস্যায় পড়েছেন কোচবিহার পৌরসভার পেনশনভোগী ও অস্থায়ী কর্মীরা ( Salary and pension crisis In Coochbehar ) ৷ বকেয়া টাকা না পেলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি ৷

Salary and pension crisis of temporary workers in cooch behar municipality
Salary and pension crisis of temporary workers in cooch behar municipality
author img

By

Published : Mar 6, 2022, 1:08 PM IST

কোচবিহার, 6 মার্চ : চলতি মাসের ৫ তারিখ পেরিয়ে গেলেও কোচবিহার পৌরসভার পেনশনভোগী ও অস্থায়ী কর্মীরা এখনও তাঁদের পেনশন ও বেতনের টাকা হাতে না পাওয়ায় সমস্যায় পড়েছেন ( Salary and pension crisis of temporary workers in cooch behar municipality )। তাদের অভিযোগ, প্রতিমাসে এই ধরনের ঘটনা ঘটছে । বেতন না পাওয়ায় সংসার চালাতে অসুবিধা হচ্ছে তাঁদের ।

এ বিষয়ে কোচবিহার পৌরসভা সূত্রে জানা গিয়েছে, ফান্ডের একটি সমস্যা রয়েছে ৷ তাই প্রতিমাসে এধরনের ঘটনা ঘটছে । যদিও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত অবজারভার তথা কোচবিহার সদর মহকুমা শাসক শেখ রাকিবুর রহমান বলেন, ‘‘পেনশন ও বেতন মেটানোর যথাসম্ভব চেষ্টা চালানো হচ্ছে ।’’

আরও পড়ুন : Cooch Behar Municipality Chairman : কোচবিহার পৌরসভার চেয়ারম্যান কি রবীন্দ্রনাথই, তুঙ্গে জল্পনা

পৌরসভা সূত্রে জানানো হয়েছে, কোচবিহার পৌরসভায় ৪৫০ জন অস্থায়ী কর্মী ও ২৮৮ জন পেনশনভোগী রয়েছেন । পেনশন ও অস্থায়ী কর্মীদের বেতন বাবদ প্রতি মাসে পৌরসভার ৮৪ লক্ষ টাকা খরচ হয় । এর মধ্যে পেনশন বাবদ খরচ হয় প্রায় ৪১ লক্ষ টাকা এবং স্থায়ী কর্মীদের বেতন বাবদ ৪৩ লক্ষ টাকা । কিন্তু বর্তমানে পৌরসভার ফান্ডে ৩৫ লক্ষ টাকা রয়েছে ৷ যা দিয়ে বেতন বা পেনশন কোনওটাই মেটানো সম্ভব নয় । এই অবস্থায় দু‘মাস হল পেনশন ও কয়েকমাস হল অস্থায়ী কর্মীদের বেতন আটকে রয়েছে । পৌরসভা চেষ্টা করছে, অন্তত এক মাসের পেনশন ও অস্থায়ী কর্মীদের বেতনের টাকা যাতে মেটানো যায় ।

আরও পড়ুন : Mayapur ISKCON : পঞ্চাশ হাজার প্রদীপ জ্বালিয়ে মায়াপুর ইসকন মন্দিরে প্রতিষ্ঠা দিবস পালন

পেনশনভোগীদের তরফে বীরেশ্বর শুকুল বলেন, ‘‘আগামী সপ্তাহের মধ্যে পেনশন না পেলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ৷’’

কোচবিহার, 6 মার্চ : চলতি মাসের ৫ তারিখ পেরিয়ে গেলেও কোচবিহার পৌরসভার পেনশনভোগী ও অস্থায়ী কর্মীরা এখনও তাঁদের পেনশন ও বেতনের টাকা হাতে না পাওয়ায় সমস্যায় পড়েছেন ( Salary and pension crisis of temporary workers in cooch behar municipality )। তাদের অভিযোগ, প্রতিমাসে এই ধরনের ঘটনা ঘটছে । বেতন না পাওয়ায় সংসার চালাতে অসুবিধা হচ্ছে তাঁদের ।

এ বিষয়ে কোচবিহার পৌরসভা সূত্রে জানা গিয়েছে, ফান্ডের একটি সমস্যা রয়েছে ৷ তাই প্রতিমাসে এধরনের ঘটনা ঘটছে । যদিও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত অবজারভার তথা কোচবিহার সদর মহকুমা শাসক শেখ রাকিবুর রহমান বলেন, ‘‘পেনশন ও বেতন মেটানোর যথাসম্ভব চেষ্টা চালানো হচ্ছে ।’’

আরও পড়ুন : Cooch Behar Municipality Chairman : কোচবিহার পৌরসভার চেয়ারম্যান কি রবীন্দ্রনাথই, তুঙ্গে জল্পনা

পৌরসভা সূত্রে জানানো হয়েছে, কোচবিহার পৌরসভায় ৪৫০ জন অস্থায়ী কর্মী ও ২৮৮ জন পেনশনভোগী রয়েছেন । পেনশন ও অস্থায়ী কর্মীদের বেতন বাবদ প্রতি মাসে পৌরসভার ৮৪ লক্ষ টাকা খরচ হয় । এর মধ্যে পেনশন বাবদ খরচ হয় প্রায় ৪১ লক্ষ টাকা এবং স্থায়ী কর্মীদের বেতন বাবদ ৪৩ লক্ষ টাকা । কিন্তু বর্তমানে পৌরসভার ফান্ডে ৩৫ লক্ষ টাকা রয়েছে ৷ যা দিয়ে বেতন বা পেনশন কোনওটাই মেটানো সম্ভব নয় । এই অবস্থায় দু‘মাস হল পেনশন ও কয়েকমাস হল অস্থায়ী কর্মীদের বেতন আটকে রয়েছে । পৌরসভা চেষ্টা করছে, অন্তত এক মাসের পেনশন ও অস্থায়ী কর্মীদের বেতনের টাকা যাতে মেটানো যায় ।

আরও পড়ুন : Mayapur ISKCON : পঞ্চাশ হাজার প্রদীপ জ্বালিয়ে মায়াপুর ইসকন মন্দিরে প্রতিষ্ঠা দিবস পালন

পেনশনভোগীদের তরফে বীরেশ্বর শুকুল বলেন, ‘‘আগামী সপ্তাহের মধ্যে পেনশন না পেলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.