কোচবিহার, 20 জুলাই: জেলায় নদী ভাঙন ঠেকাতে 100 দিনের প্রকল্পের মাধ্যমে নদীবাঁধ তৈরির পরিকল্পনা নিল কোচবিহার জেলা প্রশাসন । 2021-22 অর্থবর্ষে 100 দিনের কাজের প্রকল্পে মাটি ও বোল্ডার দিয়ে 838 কিলোমিটার নদীপাড়ে বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে । এর জন্য খরচ হবে প্রায় 124 কোটি টাকা ।
জেলার 100 দিনের কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কিংশুক মাইতি বলেন, ‘‘নদী ভাঙন রোধে জেলার সমস্ত ব্লকে 100 দিনের কাজের মাধ্যমে নদীবাঁধ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে । ভারী বর্ষায় নদীর জল গ্রামে ঢুকে প্লাবিত করে দেয় । নষ্ট হয় কৃষিজমি । সে কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।’’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলার মধ্যে দিয়ে তিস্তা, তোর্সা, কালজানি, মানসাই, গদাধর, রায়ডাকের মতো বেশকিছু বড় নদী গিয়েছে । পাশাপাশি ঘরঘরিয়া, ধরলা, বুড়াধরলা, বানিয়াদহের মতো বেশ কিছু ছোট নদীও রয়েছে । প্রাকবর্ষার সময় এইসব নদীর জল প্লাবিত হয়ে নদী তীরবর্তী গ্রামগুলিতে ঢুকে কৃষিজমি নষ্ট করে দেয় । আবার জল নামার সময় চলে নদী ভাঙন । সেচ দফতরের মাধ্যমে বিভিন্ন নদীতে সারা বছর কমবেশি বাঁধ দেওয়ার কাজ চললেও তাতে নদী ভাঙন পুরোপুরি রোধ করা সম্ভব হয় না ।
তাই জেলায় 100 দিনের কাজের মাধ্যমে নদী বাঁধ নির্মাণের জন্য এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে । বিশেষ করে জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট নদীগুলোর ভাঙন ঠেকাতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে । তোর্সা, ঘরঘরিয়া, কালজানি, ধরলা, বুড়াধরলা-সহ ৩০টি নদীতে এই বাঁধ দেওয়া হবে ।