ETV Bharat / state

নদী ভাঙন ঠেকাতে 100 দিনের প্রকল্পে বাঁধ হচ্ছে কোচবিহারে - কোচবিহারের খবর

নদী ভাঙন ঠেকাতে 100 দিনের প্রকল্পের মাধ্যমে নদীবাঁধ তৈরির প্রকল্প হাতে নিল কোচবিহার জেলা প্রশাসন । 2021-22 অর্থবর্ষে 100 দিনের কাজের প্রকল্পে 838 কিলোমিটার নদীপাড়ে বাঁধ নির্মাণ করা হবে ।

river dam to be situated under MGNREGS at coochbihar
নদী ভাঙন ঠেকাতে 100 দিনের প্রকল্পে বাঁধ হচ্ছে কোচবিহারে
author img

By

Published : Jul 20, 2021, 5:51 PM IST

কোচবিহার, 20 জুলাই: জেলায় নদী ভাঙন ঠেকাতে 100 দিনের প্রকল্পের মাধ্যমে নদীবাঁধ তৈরির পরিকল্পনা নিল কোচবিহার জেলা প্রশাসন । 2021-22 অর্থবর্ষে 100 দিনের কাজের প্রকল্পে মাটি ও বোল্ডার দিয়ে 838 কিলোমিটার নদীপাড়ে বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে । এর জন্য খরচ হবে প্রায় 124 কোটি টাকা ।

জেলার 100 দিনের কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কিংশুক মাইতি বলেন, ‘‘নদী ভাঙন রোধে জেলার সমস্ত ব্লকে 100 দিনের কাজের মাধ্যমে নদীবাঁধ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে । ভারী বর্ষায় নদীর জল গ্রামে ঢুকে প্লাবিত করে দেয় । নষ্ট হয় কৃষিজমি । সে কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলার মধ্যে দিয়ে তিস্তা, তোর্সা, কালজানি, মানসাই, গদাধর, রায়ডাকের মতো বেশকিছু বড় নদী গিয়েছে । পাশাপাশি ঘরঘরিয়া, ধরলা, বুড়াধরলা, বানিয়াদহের মতো বেশ কিছু ছোট নদীও রয়েছে । প্রাকবর্ষার সময় এইসব নদীর জল প্লাবিত হয়ে নদী তীরবর্তী গ্রামগুলিতে ঢুকে কৃষিজমি নষ্ট করে দেয় । আবার জল নামার সময় চলে নদী ভাঙন । সেচ দফতরের মাধ্যমে বিভিন্ন নদীতে সারা বছর কমবেশি বাঁধ দেওয়ার কাজ চললেও তাতে নদী ভাঙন পুরোপুরি রোধ করা সম্ভব হয় না ।

river dam to be situated under MGNREGS at coochbihar
নদী ভাঙন ঠেকাতে 100 দিনের প্রকল্পে বাঁধ হচ্ছে কোচবিহারে

তাই জেলায় 100 দিনের কাজের মাধ্যমে নদী বাঁধ নির্মাণের জন্য এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে । বিশেষ করে জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট নদীগুলোর ভাঙন ঠেকাতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে । তোর্সা, ঘরঘরিয়া, কালজানি, ধরলা, বুড়াধরলা-সহ ৩০টি নদীতে এই বাঁধ দেওয়া হবে ।

কোচবিহার, 20 জুলাই: জেলায় নদী ভাঙন ঠেকাতে 100 দিনের প্রকল্পের মাধ্যমে নদীবাঁধ তৈরির পরিকল্পনা নিল কোচবিহার জেলা প্রশাসন । 2021-22 অর্থবর্ষে 100 দিনের কাজের প্রকল্পে মাটি ও বোল্ডার দিয়ে 838 কিলোমিটার নদীপাড়ে বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে । এর জন্য খরচ হবে প্রায় 124 কোটি টাকা ।

জেলার 100 দিনের কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কিংশুক মাইতি বলেন, ‘‘নদী ভাঙন রোধে জেলার সমস্ত ব্লকে 100 দিনের কাজের মাধ্যমে নদীবাঁধ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে । ভারী বর্ষায় নদীর জল গ্রামে ঢুকে প্লাবিত করে দেয় । নষ্ট হয় কৃষিজমি । সে কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলার মধ্যে দিয়ে তিস্তা, তোর্সা, কালজানি, মানসাই, গদাধর, রায়ডাকের মতো বেশকিছু বড় নদী গিয়েছে । পাশাপাশি ঘরঘরিয়া, ধরলা, বুড়াধরলা, বানিয়াদহের মতো বেশ কিছু ছোট নদীও রয়েছে । প্রাকবর্ষার সময় এইসব নদীর জল প্লাবিত হয়ে নদী তীরবর্তী গ্রামগুলিতে ঢুকে কৃষিজমি নষ্ট করে দেয় । আবার জল নামার সময় চলে নদী ভাঙন । সেচ দফতরের মাধ্যমে বিভিন্ন নদীতে সারা বছর কমবেশি বাঁধ দেওয়ার কাজ চললেও তাতে নদী ভাঙন পুরোপুরি রোধ করা সম্ভব হয় না ।

river dam to be situated under MGNREGS at coochbihar
নদী ভাঙন ঠেকাতে 100 দিনের প্রকল্পে বাঁধ হচ্ছে কোচবিহারে

তাই জেলায় 100 দিনের কাজের মাধ্যমে নদী বাঁধ নির্মাণের জন্য এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে । বিশেষ করে জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট নদীগুলোর ভাঙন ঠেকাতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে । তোর্সা, ঘরঘরিয়া, কালজানি, ধরলা, বুড়াধরলা-সহ ৩০টি নদীতে এই বাঁধ দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.