ETV Bharat / state

দিনাহাটায় ঘর থেকে যুবতির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক - Rescued woman's deadbody in dinhata

দিনহাটা পুলিশ সূত্রে খবর, সাবানার শওহর মাসুদ জালাল পেশায় কম্পিউটার প্রশিক্ষক ৷ আগেও একবার বিয়ে হয়েছিল তাঁর ৷ স্থানীয় সূত্রে খবর, অতিরিক্ত নেশা করার কারণে প্রথম বিয়ে বেশিদিন টেকেনি ৷ ডিভোর্স হয়ে যায় ৷ এরপর মাসুদ পাশের গ্রাম দিঘলিটারির বাসিন্দা সাবানাকে বিয়ে করে ৷

দিনাহাটায় ঘর থেকে যুবতির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক
author img

By

Published : Aug 12, 2019, 10:57 PM IST

দিনহাটা, 12 অগাস্ট : শ্বশুরবাড়ির শোওয়ার ঘর থেকে উদ্ধার যুবতির রক্তাক্ত মৃতদেহ ৷ নাম সাবানা পারভিন (27) ৷ দিনহাটার ওকড়াবাড়ি গ্রামের ঘটনা ৷ ঘটনার পর থেকে পলাতক শওহর ও শ্বশুরবাড়ির লোকজন ৷

দিনহাটা পুলিশ সূত্রে খবর, সাবানার শওহর মাসুদ জালাল পেশায় কম্পিউটার প্রশিক্ষক ৷ আগেও একবার বিয়ে হয়েছিল তাঁর ৷ স্থানীয় সূত্রে খবর, অতিরিক্ত নেশা করার কারণে প্রথম বিয়ে বেশিদিন টেকেনি ৷ ডিভোর্স হয়ে যায় ৷ এরপর মাসুদ পাশের গ্রাম দিঘলিটারির বাসিন্দা সাবানাকে বিয়ে করে ৷

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের কিছুদিনের মধ্যেই মাসুদের আব্বা সাবানার নামে জমি লিখে দেয় ৷ এরপর থেকেই সংসারে অশান্তি দেখা দেয় ৷ এছাড়াও মাসুদ নেশা করে প্রায়ই স্ত্রী'কে মারধর করত ৷ এনিয়ে গ্রামে একাধিকবার সালিশি সভাও বসে ৷ এরপর কিছুদিন ঠিক থাকলেও পরে আবার আগের মতোই মারধর করতে শুরু করে ৷ অভিযোগ, গতরাতে সাবানাকে মারধর করে মাসুদ ও তার বাড়ির লোকজন ৷ আজ সকালে শোওয়ার ঘর থেকে সাবানার মৃতদেহ উদ্ধার হয় ৷

সাবানার দাদা নবি করিম জানান, মাসুদ নেশা করে তাঁর বোনকে মারধর করত ৷ সেই তাঁর বোনকে খুন করেছে ৷

যদিও ঘটনার পর থেকে সাবানার শ্বশুরবাড়ির লোকজন পলাতক ৷ দিনহাটা পুলিশ সূত্রে খবর, কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয় ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

দিনহাটা, 12 অগাস্ট : শ্বশুরবাড়ির শোওয়ার ঘর থেকে উদ্ধার যুবতির রক্তাক্ত মৃতদেহ ৷ নাম সাবানা পারভিন (27) ৷ দিনহাটার ওকড়াবাড়ি গ্রামের ঘটনা ৷ ঘটনার পর থেকে পলাতক শওহর ও শ্বশুরবাড়ির লোকজন ৷

দিনহাটা পুলিশ সূত্রে খবর, সাবানার শওহর মাসুদ জালাল পেশায় কম্পিউটার প্রশিক্ষক ৷ আগেও একবার বিয়ে হয়েছিল তাঁর ৷ স্থানীয় সূত্রে খবর, অতিরিক্ত নেশা করার কারণে প্রথম বিয়ে বেশিদিন টেকেনি ৷ ডিভোর্স হয়ে যায় ৷ এরপর মাসুদ পাশের গ্রাম দিঘলিটারির বাসিন্দা সাবানাকে বিয়ে করে ৷

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের কিছুদিনের মধ্যেই মাসুদের আব্বা সাবানার নামে জমি লিখে দেয় ৷ এরপর থেকেই সংসারে অশান্তি দেখা দেয় ৷ এছাড়াও মাসুদ নেশা করে প্রায়ই স্ত্রী'কে মারধর করত ৷ এনিয়ে গ্রামে একাধিকবার সালিশি সভাও বসে ৷ এরপর কিছুদিন ঠিক থাকলেও পরে আবার আগের মতোই মারধর করতে শুরু করে ৷ অভিযোগ, গতরাতে সাবানাকে মারধর করে মাসুদ ও তার বাড়ির লোকজন ৷ আজ সকালে শোওয়ার ঘর থেকে সাবানার মৃতদেহ উদ্ধার হয় ৷

সাবানার দাদা নবি করিম জানান, মাসুদ নেশা করে তাঁর বোনকে মারধর করত ৷ সেই তাঁর বোনকে খুন করেছে ৷

যদিও ঘটনার পর থেকে সাবানার শ্বশুরবাড়ির লোকজন পলাতক ৷ দিনহাটা পুলিশ সূত্রে খবর, কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয় ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Intro:
দিনহাটা, ঃ নেশাখোর স্বামীর হাতে খুন হতে হল স্ত্রীকে। আজ সকালে শ্বশুর বাড়িতে শোওয়ার ঘর থেকে ওই স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দিনহাটা থানার ওকড়াবাড়ি গ্রামে ঘটনা ঘটেছে। মৃতার নাম সাবানা পারভিন(২৭)। ঘটনার পর থেকেই মৃতার স্বামী ও শ্বশুর পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওকড়াবাড়ির যুবক পেশায় কম্পিউটার প্রশিক্ষক মাসুদ জালাল আগেও একবার বিয়ে করেছিল। কিন্তু সে প্রচন্ত নেশাখোর হওয়ার কারনে আগের স্ত্রীর সাথে বিয়ের কিছুদিনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর পাশের গ্রাম দীঘলিটারির বাসিন্দা সাবানা পারভিনকে বিয়ে করে। বিয়ের কিছুদিনের মাথায় তার শ্বশুর বৌমার নামে কিছু জমি দান করলে সংসারে অশান্তি দেখা দেয়। এছাড়া ওই যুবক বিভিন্ন ধরনের নেশা করে স্ত্রীকে মারধোর করত। এনিয়ে গ্রামে একাধিকবার শালিসি সভাও বসে। কিছুদিন ঠিকঠাক থাকলেও পরে আবার আগের মতই মারধোর চলত। এরই আজ তাদের শোওয়ার ঘরে মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক। মৃতার দাদা নবি করিম এর অভিযোগ, ওই যুবক নেশা খেয়ে তার বোনকে মারধোর করত। সেই তার বোনকে খুন করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।। #শুভঙ্কর সাহা। Body:wb_crb_01_murder_script_7205341Conclusion:wb_crb_01_murder_script_7205341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.